ETV Bharat / state

হলদিয়া উন্নয়ন পর্ষদ থেকে সরানো হল ফিরোজা বিবিকে - তৃণমূল বিধায়ক ফিরোজা বিবি

কিছু দিন আগেই হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের পদ ছাড়েন শুভেন্দু অধিকারী । তারপর থেকে চেয়ারম্যানের পদ খালিই ছিল । ওই জায়গায় বসানো হল ভগবানপুরের বিধায়ক অর্ধেন্দু মাইতিকে ।

firoza-bibi-removed-from-haldia-development-authority
firoza-bibi-removed-from-haldia-development-authority
author img

By

Published : Jan 1, 2021, 12:25 PM IST

হলদিয়া, 1 জানুয়ারি : এবার হলদিয়া উন্নয়ন পর্ষদ থেকে সরানো হল বিধায়ক ফিরোজা বিবিকে ৷ এইচডিএ-র চেয়ারম্যান ছিলেন শুভেন্দু অধিকারী । ভাইস চেয়ারম্যান ছিলেন পাঁশকুড়া পশ্চিমের বিধায়ক ফিরোজা বিবি । ফিরোজা বিবিকে এইচডিএ-এর পদ থেকে সরানোয় দলের মধ্যেই উঠছে প্রশ্ন ৷

শুভেন্দু অধিকারী এখন বিজেপিতে ৷ গেরুয়া শিবিরে যাওয়ার কিছু দিন আগেই তিনি হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের পদ ছাড়েন । তারপর থেকে চেয়ারম্যানের পদ খালিই ছিল । ওই জায়গায় এবার বসানো হল ভগবানপুরের বিধায়ক অর্ধেন্দু মাইতিকে । অন্যদিকে ভাইস চেয়ারম্যানের পদ থেকে ফিরোজা বিবিকে সরিয়ে বসানো হল স্থানীয় তৃণমূল নেতা সাধন জানাকে । এইচডিএ-র এই রদবদল নিয়েই রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একসময় নন্দীগ্রামের মা বলে আখ্যা দিয়েছিলেন তৃণমূল বিধায়ক ফিরোজা বিবিকে । শুভেন্দু সরতে তাঁকেও আজ এইচডিএ-র পদ থেকে সরানো দল ৷ যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত ফিরিজা বিবির প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

আরও পড়ুন: হলদিয়ায় এক মঞ্চে কুণাল-লক্ষ্মণ, রাজনীতিতে নয়া সমীকরণ ?

রাজ্য যুব তৃণমূলের সহকারী জেলা সভাপতি সুপ্রকাশ গিরি বলেন, "ফিরোজা বিবিকে ভাইস চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেওয়ার কারণ সামনে বিধানসভা নির্বাচন । নির্বাচনে বিধায়ক ফিরোজা বিবিকে দল বড় দায়িত্ব দেবে । তাই ওঁকে ভাইস চেয়ারম্যান পদ থেকে সরানো হয়েছে ।"

এইচডিএ-র নতুন চেয়ারম্যান তৃণমূল বিধায়ক অর্ধেন্দু মাইতি বলেন, "সরকার আমাকে এইচডিএ-র চেয়ারম্যান করেছে ৷ আমি আগামীকাল দায়িত্ব গ্রহণ করব ।"

হলদিয়া, 1 জানুয়ারি : এবার হলদিয়া উন্নয়ন পর্ষদ থেকে সরানো হল বিধায়ক ফিরোজা বিবিকে ৷ এইচডিএ-র চেয়ারম্যান ছিলেন শুভেন্দু অধিকারী । ভাইস চেয়ারম্যান ছিলেন পাঁশকুড়া পশ্চিমের বিধায়ক ফিরোজা বিবি । ফিরোজা বিবিকে এইচডিএ-এর পদ থেকে সরানোয় দলের মধ্যেই উঠছে প্রশ্ন ৷

শুভেন্দু অধিকারী এখন বিজেপিতে ৷ গেরুয়া শিবিরে যাওয়ার কিছু দিন আগেই তিনি হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের পদ ছাড়েন । তারপর থেকে চেয়ারম্যানের পদ খালিই ছিল । ওই জায়গায় এবার বসানো হল ভগবানপুরের বিধায়ক অর্ধেন্দু মাইতিকে । অন্যদিকে ভাইস চেয়ারম্যানের পদ থেকে ফিরোজা বিবিকে সরিয়ে বসানো হল স্থানীয় তৃণমূল নেতা সাধন জানাকে । এইচডিএ-র এই রদবদল নিয়েই রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একসময় নন্দীগ্রামের মা বলে আখ্যা দিয়েছিলেন তৃণমূল বিধায়ক ফিরোজা বিবিকে । শুভেন্দু সরতে তাঁকেও আজ এইচডিএ-র পদ থেকে সরানো দল ৷ যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত ফিরিজা বিবির প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

আরও পড়ুন: হলদিয়ায় এক মঞ্চে কুণাল-লক্ষ্মণ, রাজনীতিতে নয়া সমীকরণ ?

রাজ্য যুব তৃণমূলের সহকারী জেলা সভাপতি সুপ্রকাশ গিরি বলেন, "ফিরোজা বিবিকে ভাইস চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেওয়ার কারণ সামনে বিধানসভা নির্বাচন । নির্বাচনে বিধায়ক ফিরোজা বিবিকে দল বড় দায়িত্ব দেবে । তাই ওঁকে ভাইস চেয়ারম্যান পদ থেকে সরানো হয়েছে ।"

এইচডিএ-র নতুন চেয়ারম্যান তৃণমূল বিধায়ক অর্ধেন্দু মাইতি বলেন, "সরকার আমাকে এইচডিএ-র চেয়ারম্যান করেছে ৷ আমি আগামীকাল দায়িত্ব গ্রহণ করব ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.