ETV Bharat / state

পাটকাঠিবোঝাই লরিতে আগুন - দমকল

রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা পাটকাঠিবোঝাই লরিতে আগুন৷ পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানা এলাকার রাজারামপুরের ঘটনা৷ প্রায় দু’ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের দু’টি ইঞ্জিন৷

WB emid 01 lory  fire block road wb10010
পাটকাঠিবোঝাই লরিতে আগুন
author img

By

Published : Feb 13, 2021, 2:22 PM IST

নন্দকুমার, 13 ফেব্রুয়ারি: পাটকাঠিবোঝাই লরিতে আগুন৷ ঘটনাস্থলে দমকলের দু’টি ইঞ্জিন৷ পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানা এলাকার রাজারামপুরের ঘটনা৷

স্থানীয় সূত্রে খবর, শনিবার ভোর চারটে নাগাদ একটি লরিতে আগুন লেগে যায়৷ তমলুক-পুরষাঘাট রাজ্য সড়কের পাশে দাঁড় করানো ছিল পাটকাঠিবোঝাই ওই লরিটি৷ চালক ও খালাসির চিৎকারে ঘটনাস্থলে জড়ো হন এলাকাবাসী৷ তাঁরাই প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় দমকলে খবর পাঠানো হয়৷ ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দু’টি ইঞ্জিন৷ প্রায় দু’ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা।

আরও পড়ুন: ট্যাংরায় আগুনে পুড়ে ছাই রেশন দোকান

এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ওই সড়কে ব্য়াহত হয় যানচলাচল৷ দমকলের প্রাথমিক অনুমান, ইঞ্জিনে শর্টসার্কিটের জেরেই ঘটেছে দুর্ঘটনা৷

নন্দকুমার, 13 ফেব্রুয়ারি: পাটকাঠিবোঝাই লরিতে আগুন৷ ঘটনাস্থলে দমকলের দু’টি ইঞ্জিন৷ পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানা এলাকার রাজারামপুরের ঘটনা৷

স্থানীয় সূত্রে খবর, শনিবার ভোর চারটে নাগাদ একটি লরিতে আগুন লেগে যায়৷ তমলুক-পুরষাঘাট রাজ্য সড়কের পাশে দাঁড় করানো ছিল পাটকাঠিবোঝাই ওই লরিটি৷ চালক ও খালাসির চিৎকারে ঘটনাস্থলে জড়ো হন এলাকাবাসী৷ তাঁরাই প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় দমকলে খবর পাঠানো হয়৷ ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দু’টি ইঞ্জিন৷ প্রায় দু’ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা।

আরও পড়ুন: ট্যাংরায় আগুনে পুড়ে ছাই রেশন দোকান

এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ওই সড়কে ব্য়াহত হয় যানচলাচল৷ দমকলের প্রাথমিক অনুমান, ইঞ্জিনে শর্টসার্কিটের জেরেই ঘটেছে দুর্ঘটনা৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.