মেদিনীপুর, 7 মে : খাবারের প্রলোভন দেখিয়ে দু'জন নাবালককে দিয়ে আপত্তিকর ছবি বানিয়ে সোশাল মিডিয়ায় ভাইরাল করার অভিযোগে গ্রেপ্তার যুবক ৷ ধৃতের নাম সুশোভন মণ্ডল (21) । ঘটনাটি মেদিনীপুরের ৷
মেদিনীপুরের বাসিন্দা সুশোভন কয়েকদিন আগে মামার বাড়ি যায় । ওই গ্রামের আট বছরের এক নাবালক ছেলে ও নয় বছরের নাবালিকা মেয়েকে খাওয়ার প্রলোভন দেখিয়ে তাদের দিয়ে আপত্তিকর ভিডিয়ো করে এবং ভিডিয়োটিকে ভাইরাল করে দেয় বলে অভিযোগ নাবালিকার বাবার। সংশ্লিষ্ট এলাকার থানায় অভিযোগ দায়ের করার পর সুশোভন মণ্ডলকে গ্রেপ্তার করা হয় । বৃহস্পতিবার তমলুক জেলা আদালতে তোলা হলে বিচারক জামিন নাকচ করে জেল হেপাজতের নির্দেশ দেন ।
অভিযুক্ত সুশোভনের মামাবাড়ির গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তমাল তরু দাস মহাপাত্র বলেন, "এই ঘটনার বিষয়টি নিয়ে কয়েকদিন আগে নাবালিকার বাবা-আমাকে অভিযোগ করেন । তারপর আমি থানার সঙ্গে যোগাযোগ করি এবং নাবালিকার বাবাকে বিষয়টি নিয়ে অভিযোগ করতে বলি । সেই মর্মে অভিযোগ দায়ের করেন নাবালিকার বাবা । সেই অভিযোগের ভিত্তিতে জেলা পুলিশ সুশোভন মণ্ডলকে তার মামার বাড়ি থেকে গ্রেপ্তার করে। আজ তাকে তমলুক জেলা আদালতে তোলা হয়েছে।" তিনি আরও বলেন, "আমি চাই ওই অভিযুক্ত উপযুক্ত শাস্তি পায় যেন। "
কাঁথি মহকুমা পুলিশ সুপার অভিষেক চক্রবর্তী বলেন, "নাবালিকার বাবার করা অভিযোগের ভিত্তিতে সুশোভন মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। আজ তমলুক আদালতে অভিযুক্তকে তোলা হয় । বিচারক জামিন নাকচ করে জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন।" সংশ্লিষ্ট থানার কর্মরত অফিসার বলেন," এখন তদন্ত চলছে বেশি কিছু বলা যাবে না।"