ETV Bharat / state

পৌরকর্তাদের সঙ্গে বচসা সাফাই কর্মীদের , আটক 1 - cleaning staff

দাবি না মানায় ময়লা পরিস্কারের কাজ বন্ধ করে দেন তাম্রলিপ্ত পৌরসভার সাফাই কর্মীরা ৷ ফলে ময়লা পরিস্কারের কাজে হাত লাগান তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারপারসন দীপেন্দ্র নারায়ণ রায়সহ পুর বোর্ডের বেশ কিছু সদস্য ৷ যার জেরে দুই পক্ষের মধ্যে বচসা বাধে ৷ পরে পুলিশ এসে তাদের নিরস্ত করে ৷ আটক করা হয় এক সাফাই কর্মীকে ৷

দুই পক্ষেরব মধ্যে বচসা
দুই পক্ষেরব মধ্যে বচসা
author img

By

Published : Apr 23, 2021, 1:54 PM IST

তমলুক, 23 এপ্রিল : ময়লা পরিস্কারকে কেন্দ্র করে পৌরসভার চেয়ারপার্সনের সঙ্গে সাফাই কর্মীদের বচসা ৷ ঘটনার জেরে আটক 1 ৷ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর তাম্রলিপ্ত পৌরসভার বড় বাজার সংলগ্ন এলাকায় ৷

বেতন বাড়ানো , কাজের সময়সীমা নির্ধারন এসব নিয়ে কিছুদিন আগে পৌরসভায় ডেপুটেশন জমা দিয়েছিলেন সাফাই কর্মীরা ৷ কিন্তু তাদের দাবিদাওয়ার কোনও সুরাহা হয়নি ৷ যার ফলে ময়লা পরিস্কারের কাজ বন্ধ করে দেন কর্মীরা ৷ সমস্যায় পড়েন এলাকার মানুষ ৷ পাশাপাশি পথচলতিরাও গন্ধের জেরে অতিষ্ঠ হয়ে পড়েন ৷

গ্রেফতার করা হয় 1 সাফাই কর্মীকে
গ্রেফতার করা হয় 1 সাফাই কর্মীকে

একপ্রকার বাধ্য হয়ে ময়লা পরিস্কারের কাজে হাত লাগান তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারপারসন দীপেন্দ্র নারায়ণ রায়-সহ পুর বোর্ডের বেশ কিছু সদস্য ৷ তাঁরা ময়লা ও আবর্জনা পরিষ্কারের কাজে হাত লাগাতেই পৌরসভার সাফাই কর্মীরা বাধা দেয় বলে অভিযোগ। প্রথমে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয় ৷ পরে তা হাতাহাতি পর্যন্ত গড়ায় ৷

আবর্জনা পরিষ্কারের কাজ করছেন পৌরকর্তারা

স্থানীয়রাই তড়িঘড়ি তমলুক থানায় খবর দেয় ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ ৷ দুই পক্ষকে নিরস্ত করতে কার্যত হিমশিম খেতে হয় পুলিশকে ৷ পরে মহকুমা পুলিশ আধিকারিক বিশাল পুলিশবাহিনী ও ব়্যাফ নিয়ে ঘটনাস্থলে হাজির হন। আটক করা হয় সাফাই কর্মীদের ইউনিয়নের এক কর্মীকে ৷ পরে আন্দোলনকারীদের হটিয়ে রাস্তার পাশে পড়ে থাকা আবর্জনা পরিষ্কারের কাজ শুরু হয়।

আরও পড়ুন : অনুব্রত ও তাঁর চার আত্মীয়কে আয়কর নোটিস : সূত্র

তমলুক, 23 এপ্রিল : ময়লা পরিস্কারকে কেন্দ্র করে পৌরসভার চেয়ারপার্সনের সঙ্গে সাফাই কর্মীদের বচসা ৷ ঘটনার জেরে আটক 1 ৷ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর তাম্রলিপ্ত পৌরসভার বড় বাজার সংলগ্ন এলাকায় ৷

বেতন বাড়ানো , কাজের সময়সীমা নির্ধারন এসব নিয়ে কিছুদিন আগে পৌরসভায় ডেপুটেশন জমা দিয়েছিলেন সাফাই কর্মীরা ৷ কিন্তু তাদের দাবিদাওয়ার কোনও সুরাহা হয়নি ৷ যার ফলে ময়লা পরিস্কারের কাজ বন্ধ করে দেন কর্মীরা ৷ সমস্যায় পড়েন এলাকার মানুষ ৷ পাশাপাশি পথচলতিরাও গন্ধের জেরে অতিষ্ঠ হয়ে পড়েন ৷

গ্রেফতার করা হয় 1 সাফাই কর্মীকে
গ্রেফতার করা হয় 1 সাফাই কর্মীকে

একপ্রকার বাধ্য হয়ে ময়লা পরিস্কারের কাজে হাত লাগান তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারপারসন দীপেন্দ্র নারায়ণ রায়-সহ পুর বোর্ডের বেশ কিছু সদস্য ৷ তাঁরা ময়লা ও আবর্জনা পরিষ্কারের কাজে হাত লাগাতেই পৌরসভার সাফাই কর্মীরা বাধা দেয় বলে অভিযোগ। প্রথমে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয় ৷ পরে তা হাতাহাতি পর্যন্ত গড়ায় ৷

আবর্জনা পরিষ্কারের কাজ করছেন পৌরকর্তারা

স্থানীয়রাই তড়িঘড়ি তমলুক থানায় খবর দেয় ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ ৷ দুই পক্ষকে নিরস্ত করতে কার্যত হিমশিম খেতে হয় পুলিশকে ৷ পরে মহকুমা পুলিশ আধিকারিক বিশাল পুলিশবাহিনী ও ব়্যাফ নিয়ে ঘটনাস্থলে হাজির হন। আটক করা হয় সাফাই কর্মীদের ইউনিয়নের এক কর্মীকে ৷ পরে আন্দোলনকারীদের হটিয়ে রাস্তার পাশে পড়ে থাকা আবর্জনা পরিষ্কারের কাজ শুরু হয়।

আরও পড়ুন : অনুব্রত ও তাঁর চার আত্মীয়কে আয়কর নোটিস : সূত্র

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.