রামনগর, 13 ফেব্রুয়ারি: শুভেন্দু অধিকারীর গড় পূর্ব মেদিনীপুর ৷ আর সেখান রবিবার বিজেপির সর্বভারতী সভাপতি জে পি নাড্ডার জনসভা হল কার্যত ফাঁকা মাঠে ৷ মেরে কেটে কয়েক হাজার বিজেপির কর্মী এবং সমর্থকরা উপস্থিত হয়েছিলেন রবিবার পূর্ব মেদিনীপুরের রামনগরের জনসভায় ৷ আর এনিয়ে শুরু হয়েছে রাজনীতির দড়ি টানাটানি ৷ উল্লেখ্য, বিরোধী দলনেতার গড়ে বিজেপি সভাপতির জমসভায় খোদ শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন না (Absence of Suvendu Adhikari in East Midnapore) ৷ বরং সেই সময় তিনি ছিলেন ত্রিপুরায় ৷ সেখানে বিধানসভা নির্বাচনের প্রচারে ব্যস্ত ছিলেন তিনি ৷
ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে কি শুভেন্দু অধিকারীকে বাদ দিলে রাজ্যে বিজেপির সংগঠন বলে কী কিছুই নেই ? বিশেষ করে পূর্ব মেদিনীপুর ও জঙ্গলমহল এলাকায় ৷ কারণ, সাম্প্রতিককালে শুভেন্দু নন্দীগ্রাম এবং জঙ্গলমহলের যতগুলি জনসভা করেছেন, তার প্রায় সবক’টিতে মানুষের ভিড় উপটে পড়েছিল ৷ সেখানে জে পি নাড্ডার সভায় হাতে গোনা কয়েক হাজার মানুষ ! যা ফের একবার রাজ্যে বিজেপির সাংগঠনিক শক্তি নিয়ে প্রশ্ন তুলে দিল ৷ অন্তত পঞ্চায়েত নির্বাচনের আগে তো বটেই ৷
পঞ্চায়েত নির্বাচনের আগে জে পি নাড্ডার এটি রাজ্যে দ্বিতীয়বার আসা ৷ এদিনের জনসভা থেকে তৃণমূলকে 'তোলাবাজ মাফিয়া কোরাপশন' বলে আক্রমণ করেন নাড্ডা ৷ শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন তিনি ৷ কিন্তু, সেই বক্তব্য শোনার জন্য তেমন ভিড়ই ছিল না রামনগরের জনসভায় ৷ উল্লেখ্য, এদিনের জনসভায় উপস্থিত ছিলেম কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ৷ তবে, শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলে পরিচিত রামনগরের বিধায়ক স্বদেশ নায়ক কেও দেখা যায়নি জে পি নাড্ডার সভায় ৷
এখানেও প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ শুভেন্দু অধিকারীকে নয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ত্রিপুরায় প্রচারে পাঠিয়েছে ৷ কিন্তু, যে বিধানসভা এলাকায় বিজেপির সর্বভারতীয় সভাপতি জনসভা করছেন, সেখানকার দলীয় বিধায়ক সভায় অনুপস্থিত থাকবেন কেন ! যা চোখে লেগেছে সকলের ৷ এনিয়ে স্বদেশ নায়কের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷
আরও পড়ুন: তোলাবাজি-মাফিয়া-কোরাপশন, তৃণমূলের নতুন নামকরণ জেপি নাড্ডার
তবে, শুভেন্দুর অভাব ঢাকার চেষ্টা করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ উচ্চমাধ্যমিকের আগেই কলেজে ভরতির প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগে রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিলি গিরিকে নিশানা করেন তিনি ৷ অভিযোগ করেন, অখিল গিরির ছেলে কলেজগুলিতে চিরকুট পাঠাচ্ছেন ৷ এমনকী রাষ্ট্রপতিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার প্রসঙ্গও টেনে আনেন ৷
পাল্টা বিজেপিকে কটাক্ষও করেছেন মন্ত্রী অখিল গিরি ৷ কলেজে ভরতির দুর্নীতির অভিযোগকে মিথ্যে বলে উড়িয়ে দেন তিনি ৷ আর রাষ্ট্রপতিকে নিয়ে মন্তব্যের বিষয়টির জন্য তিনি আগেই ক্ষমা চেয়ে নিয়েছেন বলে জানান ৷ এমনকী মুখ্যমন্ত্রীর তৃণমূলের তরফে ক্ষমা চাওয়ার বিষয়টিও উল্লেখ করেন ৷ তবে, আগামী পঞ্চায়েত নির্বাচনে পূর্ব মেদিনীপুর-সহ সমগ্র রাজ্যে বিজেপিকে মানুষ গ্রহণ করবে না বলে তাঁরা দাবি ৷ আর তার প্রমাণ এদিনের জনসভায় উপস্থিত মাত্র কয়েক হাজার মানুষের ভিড় বলে জানান অখিল গিরি ৷