রামনগর, 14 জুন: কোরোনা ধরা পড়তেই আতঙ্কে আবার বাজার বন্ধের ডাক দিল রামনগর ব্যবসায়ী সমিতি । এলাকার সুরক্ষার কথা ভেবে আগামীকাল থেকে তিন দিন বাজার বন্ধের নির্দেশ দিল রামনগর বাজার ব্যবসায়ী সমিতি ।
পূর্ব মেদিনীপুর জেলার রামনগর এলাকায় কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। ভিন রাজ্য থেকে বহু পরিযায়ী শ্রমিক বাড়িতে ফিরেছেন । পরিযায়ী শ্রমিক বাড়ি ফেরার পর এলাকায় কোরোনা বাড়তে শুরু করেছে । বৃহস্পতিবার থেকে গতকাল পর্যন্ত ছয়জনের কোরোনা পজ়িটিভ ধরা পড়েছে । তাঁদের পাঁশকুড়া বড়মা কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে । আর বাকি পরিযায়ী শ্রমিকদের লালারস পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। কয়েক দিনের মধ্যেই রিপোর্ট চলে আসার কথা আছে । তাই তিনদিন ধরে টানা বাজার বন্ধের ডাক দিয়েছে বাজার ব্যবসায়ী সমিতি । শুধু জরুরি পরিষেবা মিলবে । বাকি রামনগর বাজার বন্ধ থাকবে। তাই আজকে বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিস কেনার জন্য উপছে পড়া ভিড় দেখতে পাওয়া গেলো । তার সঙ্গে রামনগর বাজারের দোকানপাট বন্ধ করে স্যানিটাইজ় করা হয় ।
রামনগর বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক তথা রামনগর এক পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি নিতাই চরণ বলেন, “ভিন রাজ্য থেকে রামনগর এলাকায় বহু পরিযায়ী শ্রমিক বাড়ি ফিরেছেন । তাঁরা প্রত্যেকেই 14 দিন কোয়ারানটিনে ছিলেন । কোয়ারানটিনে থাকার সময় তাঁদের লালারসের নমুনা পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছিল । কিন্তু রিপোর্ট দেরিতে আসায় এবং তাঁদের কোয়ারানটিন সেন্টার থেকে ছেড়ে দেওয়া হয়েছিল । কিন্তু ছয়জনের রিপোর্ট পজ়িটিভ আসার পর এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে । তাই বাজার ব্যবসায়ী সমিতি তিন দিন বাজার বন্ধ রাখার নির্দেশ দেয় । রামনগর বাজারের ছোটো বড় দোকান সহ পুরো এলাকায় স্যানিটাইজ় করা হবে । এই তিনদিনের মধ্যে আর সব পরিযায়ী শ্রমিকদের লালারসের রিপোর্ট যদি ভালো আসে, তাহলে রামনগর বাজার খোলা হবে । অন্যথা বুধবার বসে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে ।”