ETV Bharat / state

Road Block at East Medinipur : পথ অবরোধে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আটক 5 - পূর্ব মেদিনীপুরের খবর

পূর্ব মেদিনীপুরে পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুর জেরে জাতীয় সড়ক অবরোধ স্থানীয় বাসিন্দাদের ৷ অবরোধ তুলতে গিয়ে আক্রান্ত পুলিশ ৷ আটক পাঁচ গ্রামবাসী ৷

Road Block at East Medinipur
Road Block at East Medinipur
author img

By

Published : Nov 21, 2021, 10:52 AM IST

কাঁথি, 21 নভেম্বর : পূর্ব মেদিনীপুরের কাঁথি থানার দিঘা নন্দকুমার 116 বি জাতীয় সড়ক মহিষাগোট বাসস্ট্যাণ্ডের কাছে একটি পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় রাস্তা অবরোধ (Road Block at East Medinipur) ৷ অবরোধ তুলতে গিয়ে আহত হন বেশ কয়েকজন পুলিশ ৷ এই ঘটনায় রবিবার গভীর রাতে অভিযান চালিয়ে কাঁথি থানার পুলিশ পাঁচজনকে আটক করে ।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পীযূষ মাইতি নামে এক ব্যক্তি শনিবার বেলার দিকে মহিষাগোটে বাজার করতে আসার সময় একটি সরকারি বাসের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, স্টেট বাসটি ওভারটেক করতে গিয়ে ধাক্কা মারে ওই ব্যক্তিকে । যার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর । মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে জমায়েত হতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা । তারপর দিঘা নন্দকুমার 116 বি জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে তারা । ফলে জাতীয় সড়কের চারদিকে যানজট জমে যায় । হয়রানির শিকার হন বহু নিত্যযাত্রী থেকে পর্যটকরা ।

আরও পড়ুন : Agitation in School : স্কুল খুলতেই নতুন বিল্ডিংয়ের দাবিতে বিক্ষোভ খেজুরিতে

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে গ্রামবাসীদের বুঝিয়ে অবরোধ (Road Block at East Medinipur) তুলতে বললে শুরু হয় দু‘পক্ষের ধস্তাধস্তি ও ইটবৃষ্টি ৷ যার জেরে বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি বাস ক্ষতিগ্রস্ত হয় ৷ আহত হন কয়েকজন পুলিশ কর্মী । এই ঘটনা দেখে আতঙ্কে বাসের জানলা দিয়ে পালাতে থাকেন পর্যটকেরা । পরে আরও পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিক্ষোভকারীদের বেশ কয়েকজনকে আটক করে থানায় নিয়ে আসে ।

রাস্তা যানজট মুক্ত করার পর মৃতদেহ উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য নিয়ে আসে । জানা গিয়েছ, পীযূষ মাইতির বাড়িতে তাঁর স্ত্রী-সহ দুই নাবালিকা সন্তান রয়েছে । পীযূষবাবুই ছিলেন বাড়ির একমাত্র উপার্জনকারী । তাই স্বাভাবিকভাবেই তাঁর মৃত্যুতে পরিবার ভেঙে পড়েছে ৷

স্থানীয়দের দাবি, সংসার চালাতে একটি চাকরির সুযোগ বা পাঁচ লাখ টাকা আর্থিক সাহায্য না করা পর্যন্ত এই অবরোধ চলবে ৷

আরও পড়ুন : Chandipur Accident : বাস ও সবজি বোঝাই ভ্যানের সংঘর্ষে চণ্ডীপুরে মৃত 3, আহত 17

কাঁথি, 21 নভেম্বর : পূর্ব মেদিনীপুরের কাঁথি থানার দিঘা নন্দকুমার 116 বি জাতীয় সড়ক মহিষাগোট বাসস্ট্যাণ্ডের কাছে একটি পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় রাস্তা অবরোধ (Road Block at East Medinipur) ৷ অবরোধ তুলতে গিয়ে আহত হন বেশ কয়েকজন পুলিশ ৷ এই ঘটনায় রবিবার গভীর রাতে অভিযান চালিয়ে কাঁথি থানার পুলিশ পাঁচজনকে আটক করে ।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পীযূষ মাইতি নামে এক ব্যক্তি শনিবার বেলার দিকে মহিষাগোটে বাজার করতে আসার সময় একটি সরকারি বাসের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, স্টেট বাসটি ওভারটেক করতে গিয়ে ধাক্কা মারে ওই ব্যক্তিকে । যার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর । মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে জমায়েত হতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা । তারপর দিঘা নন্দকুমার 116 বি জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে তারা । ফলে জাতীয় সড়কের চারদিকে যানজট জমে যায় । হয়রানির শিকার হন বহু নিত্যযাত্রী থেকে পর্যটকরা ।

আরও পড়ুন : Agitation in School : স্কুল খুলতেই নতুন বিল্ডিংয়ের দাবিতে বিক্ষোভ খেজুরিতে

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে গ্রামবাসীদের বুঝিয়ে অবরোধ (Road Block at East Medinipur) তুলতে বললে শুরু হয় দু‘পক্ষের ধস্তাধস্তি ও ইটবৃষ্টি ৷ যার জেরে বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি বাস ক্ষতিগ্রস্ত হয় ৷ আহত হন কয়েকজন পুলিশ কর্মী । এই ঘটনা দেখে আতঙ্কে বাসের জানলা দিয়ে পালাতে থাকেন পর্যটকেরা । পরে আরও পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিক্ষোভকারীদের বেশ কয়েকজনকে আটক করে থানায় নিয়ে আসে ।

রাস্তা যানজট মুক্ত করার পর মৃতদেহ উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য নিয়ে আসে । জানা গিয়েছ, পীযূষ মাইতির বাড়িতে তাঁর স্ত্রী-সহ দুই নাবালিকা সন্তান রয়েছে । পীযূষবাবুই ছিলেন বাড়ির একমাত্র উপার্জনকারী । তাই স্বাভাবিকভাবেই তাঁর মৃত্যুতে পরিবার ভেঙে পড়েছে ৷

স্থানীয়দের দাবি, সংসার চালাতে একটি চাকরির সুযোগ বা পাঁচ লাখ টাকা আর্থিক সাহায্য না করা পর্যন্ত এই অবরোধ চলবে ৷

আরও পড়ুন : Chandipur Accident : বাস ও সবজি বোঝাই ভ্যানের সংঘর্ষে চণ্ডীপুরে মৃত 3, আহত 17

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.