ETV Bharat / state

Dilip Ghosh: খাদিকুলে এসে এবার এনআইএ তদন্তের দাবিতে সরব দিলীপ - মৃতদের পরিবারের সদস্যদেরও সমবেদনা

বিস্ফোরণ ক্ষতিগ্রস্ত এলাকা সরজমিনে ঘুরে দেখেন এলাকার সাংসদ ৷ পাশাপাশি মৃতদের পরিবারের সদস্যদেরও সমবেদনা জানান তিনি।

Etv Bharat
খড়গপুরের সাংসদ দিলীপ ঘোষ
author img

By

Published : May 18, 2023, 6:14 PM IST

খড়গপুরের সাংসদ দিলীপ ঘোষ

এগরা, 18 মে: বৃহস্পতিবার এগরার বিস্ফোরণস্থল পরিদর্শনে এলেন খড়গপুরের সাংসদ দিলীপ ঘোষ ৷ খাদিকুলে বিস্ফোরণে স্বজনহারা পরিবারের সঙ্গেও দেখা করেন দীলিপ ঘোষ ৷ খাদিকুলের ওই বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের জেরে প্রায় আটজন গ্রামবাসী বেঘোরে প্রাণ হারান ৷ এরপরই ঘটনার ঘনঘটা শুরু হয় ৷ একের পর এক অভিযোগে সরব হতে থাকে বিরোধী দলগুলির তরফে ৷ বিজেপি অভিযোগ করে, এগরায় বাজি কারখানার আড়ালে বোমা বাঁধার কাজ চলত ৷ ঘটনার সঙ্গে রাজ্যের শাসকদল তৃণমূল জড়িত আছে বলেও অভিযোগ করে বিজেপি ৷ ঘটনায় এনআইএ তদন্তের দাবি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আগেই চিঠি লেখেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷

পরদিনই ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন রাজ্যের বিরোধীদলনেতা শুভেন্দু অধিকারী ৷ বৃহস্পতিবার খাদিকুলে আসেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ । বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত এলাকা সরজমিনে ঘুরে দেখেন এলাকার সাংসদ ৷ পাশাপাশি মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলে তাদের সমবেদনা জানান তিনি। অভিযোগ, ঘটনার পরপরই এলাকা ছেড়ে পালিয়ে যান মূল অভিযুক্ত ভানু বাগ ৷ ওড়িশায় পালিয়ে গিয়েছেন বলে খবর থাকলেও দু'দিন কেটে গেলেও তাঁকে ধরতে পারেনি পুলিশ ৷ ইতিমধ্যেই অবশ্য সিআইডির হাতে গ্রেফতার হয়েছেন এই বিস্ফোরণের মূল অভিযুক্ত ভানু বাগ ৷ গ্রেফতার করা হয়েছে ভানু বাগের ছেলে ও ভাইপোকেও। এদিন ঘটনেস্থলে এসে দিলীপ ঘোষ প্রশ্ন তোলেন, ভানু বাগকে গ্রেফতার করতে কেন এত দেরি হল কেন? ঘটনাস্থলে এসে পুলিশ এবং রাজ্যের শাসকদলেরও তীব্র সমালোচনা করতে শোনা গেল সাংসদকে। তিনি জানান, আদতে গুরু পাপে লঘু দণ্ড দেওয়া হয়েছে অভিযুক্তদের ৷ দিলীপ ঘোষও এদিন বিস্ফোরণস্থলে এসে ঘটনার এনআইএ তদন্তের দাবি করেন।

গত বুধবার বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী এসে এনআইএ তদন্তের দাবি জানিয়েছিলেন। এদিন শুভেন্দুর সুরেই গলা মেলালেন দিলীপ ঘোষও। রাজ্য সরকারের তদন্ত নিয়েও প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, "যে ধারা দেওয়া হয়েছে, সাধারণ পাড়ায় মারামারি হলেও এর থেকে কঠিন ধারা দেওয়া হয় ৷ আমরা আন্দোলন করলে এর থেকে কঠিন ধারা দেওয়া হয় ৷ আর একজন এতবড় সমাজবিরোধী কাজ করল, তাঁকে বিস্ফোরণের কোনও ধারা দেওয়া হল না ? এইজন্যই আমরা এনআইএ তদন্তের দাবি জানাচ্ছি ৷" সূত্রের খবর, ওড়িশার বালেশ্বরের সরকারি হাসপাতালে প্রথমে চিকিৎসাধীন ছিলেন ভানু বাগ। তারপর তার অবনতি হলে তাকে কটকের একটি হাসপাতলে চিকিৎসাধীন রয়েছেন। সেখানেই ভানু বাগ ও ভুনু বাগের ছেলে সহ ভানুর ভাইপোকেও গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই। এই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতোর। এই দুর্ঘটনায় প্রকৃত অপরাধীর শাস্তি চাইছে আপামর মানুষ। বৃহস্পতিবার ঘটনার স্থলে দিলীপ ঘোষ আসার পর গ্রামবাসীরা তাদের অভিযোগের কথা জানান। এখন পর্যন্ত বিস্ফোরণ হওয়া ঘটনা কেন্দ্র পুলিশ চারিদিকে ঘিরে রেখেছে।

আরও পড়ুন: টাকা দিচ্ছে না কেন্দ্র, তাই বাজি কারখানায় বিপজ্জনক কাজ করছে মানুষ; এগরাকাণ্ডে সাফাই তৃণমূলের

খড়গপুরের সাংসদ দিলীপ ঘোষ

এগরা, 18 মে: বৃহস্পতিবার এগরার বিস্ফোরণস্থল পরিদর্শনে এলেন খড়গপুরের সাংসদ দিলীপ ঘোষ ৷ খাদিকুলে বিস্ফোরণে স্বজনহারা পরিবারের সঙ্গেও দেখা করেন দীলিপ ঘোষ ৷ খাদিকুলের ওই বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের জেরে প্রায় আটজন গ্রামবাসী বেঘোরে প্রাণ হারান ৷ এরপরই ঘটনার ঘনঘটা শুরু হয় ৷ একের পর এক অভিযোগে সরব হতে থাকে বিরোধী দলগুলির তরফে ৷ বিজেপি অভিযোগ করে, এগরায় বাজি কারখানার আড়ালে বোমা বাঁধার কাজ চলত ৷ ঘটনার সঙ্গে রাজ্যের শাসকদল তৃণমূল জড়িত আছে বলেও অভিযোগ করে বিজেপি ৷ ঘটনায় এনআইএ তদন্তের দাবি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আগেই চিঠি লেখেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷

পরদিনই ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন রাজ্যের বিরোধীদলনেতা শুভেন্দু অধিকারী ৷ বৃহস্পতিবার খাদিকুলে আসেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ । বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত এলাকা সরজমিনে ঘুরে দেখেন এলাকার সাংসদ ৷ পাশাপাশি মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলে তাদের সমবেদনা জানান তিনি। অভিযোগ, ঘটনার পরপরই এলাকা ছেড়ে পালিয়ে যান মূল অভিযুক্ত ভানু বাগ ৷ ওড়িশায় পালিয়ে গিয়েছেন বলে খবর থাকলেও দু'দিন কেটে গেলেও তাঁকে ধরতে পারেনি পুলিশ ৷ ইতিমধ্যেই অবশ্য সিআইডির হাতে গ্রেফতার হয়েছেন এই বিস্ফোরণের মূল অভিযুক্ত ভানু বাগ ৷ গ্রেফতার করা হয়েছে ভানু বাগের ছেলে ও ভাইপোকেও। এদিন ঘটনেস্থলে এসে দিলীপ ঘোষ প্রশ্ন তোলেন, ভানু বাগকে গ্রেফতার করতে কেন এত দেরি হল কেন? ঘটনাস্থলে এসে পুলিশ এবং রাজ্যের শাসকদলেরও তীব্র সমালোচনা করতে শোনা গেল সাংসদকে। তিনি জানান, আদতে গুরু পাপে লঘু দণ্ড দেওয়া হয়েছে অভিযুক্তদের ৷ দিলীপ ঘোষও এদিন বিস্ফোরণস্থলে এসে ঘটনার এনআইএ তদন্তের দাবি করেন।

গত বুধবার বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী এসে এনআইএ তদন্তের দাবি জানিয়েছিলেন। এদিন শুভেন্দুর সুরেই গলা মেলালেন দিলীপ ঘোষও। রাজ্য সরকারের তদন্ত নিয়েও প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, "যে ধারা দেওয়া হয়েছে, সাধারণ পাড়ায় মারামারি হলেও এর থেকে কঠিন ধারা দেওয়া হয় ৷ আমরা আন্দোলন করলে এর থেকে কঠিন ধারা দেওয়া হয় ৷ আর একজন এতবড় সমাজবিরোধী কাজ করল, তাঁকে বিস্ফোরণের কোনও ধারা দেওয়া হল না ? এইজন্যই আমরা এনআইএ তদন্তের দাবি জানাচ্ছি ৷" সূত্রের খবর, ওড়িশার বালেশ্বরের সরকারি হাসপাতালে প্রথমে চিকিৎসাধীন ছিলেন ভানু বাগ। তারপর তার অবনতি হলে তাকে কটকের একটি হাসপাতলে চিকিৎসাধীন রয়েছেন। সেখানেই ভানু বাগ ও ভুনু বাগের ছেলে সহ ভানুর ভাইপোকেও গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই। এই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতোর। এই দুর্ঘটনায় প্রকৃত অপরাধীর শাস্তি চাইছে আপামর মানুষ। বৃহস্পতিবার ঘটনার স্থলে দিলীপ ঘোষ আসার পর গ্রামবাসীরা তাদের অভিযোগের কথা জানান। এখন পর্যন্ত বিস্ফোরণ হওয়া ঘটনা কেন্দ্র পুলিশ চারিদিকে ঘিরে রেখেছে।

আরও পড়ুন: টাকা দিচ্ছে না কেন্দ্র, তাই বাজি কারখানায় বিপজ্জনক কাজ করছে মানুষ; এগরাকাণ্ডে সাফাই তৃণমূলের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.