ETV Bharat / state

দীঘায় শুরু হকার উচ্ছেদ অভিযান - দিঘা হকার্স উচ্ছেদ ,

মুখ্যমন্ত্রীর সৈকত সফরের আগে শুরু হকার উচ্ছেদ । আগামী 11 থেকে 13 ডিসেম্বর পর্যন্ত দীঘাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পপতিদের নিয়ে বৈঠক করবেন । তার আগে প্রশাসনের পক্ষ থেকে অবৈধ দোকানপাটের উচ্ছেদ শুরু হল ।

image
দোকানপাটের উচ্ছেদ
author img

By

Published : Nov 27, 2019, 10:52 PM IST

Updated : Nov 27, 2019, 11:25 PM IST

পূর্ব মেদিনীপুর,২৭ নভেম্বর : দীঘাতে 11 থেকে 13 ডিসেম্বর পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এশিয়ার অন্যতম কয়েকজন শিল্পপতিদের নিয়ে মিটিং ও প্রশাসনিক বৈঠক করবেন । তার আগে দীঘায় শুরু হল হকার উচ্ছেদ অভিযান । প্রশাসনের পক্ষ থেকে আগেই মাইক প্রচার চলেছিল, 26 নভেম্বরের মধ্যে অবৈধ দোকানপাট সরিয়ে নিতে হবে । নইলে 27 নভেম্বর থেকে প্রশাসনের তরফ থেকে উচ্ছেদ করা হবে সমস্ত দোকান । সেই অনুযায়ী আজ সকাল থেকেই উচ্ছেদ অভিযান শুরু হয় । তবে বেশ কিছু দোকানদার গতরাতেই তাদের দোকান সরিয়ে নিয়েছে ।

হকারদের উচ্ছেদ প্রসঙ্গে BJP-র সাংগঠনিক জেলা সভাপতি অনুপ চক্রবর্তী বলেন,"হকারদের পুনর্বাসন যদি না দেওয়া হয়, তাহলে আমরা বৃহত্তম আন্দোলনে নামব ।"

দেখুন ভিডিয়ো

অন্যদিকে দীঘা শঙ্করপুর উন্নয়ন পরিষদের সদস্য ও রামনগরের বিধায়ক অখিল গিরি বলেন ,"আমরা দীঘাকে পরিষ্কার করছি , তবে হকারদের পুনর্বাসনের জন্য জায়গার খোঁজ চলছে । যত তাড়াতাড়ি সম্ভব হয় হকারদের পুনর্বাসনের জন্য একটা জোন তৈরি করে দেওয়া হবে ।" এনিয়ে তৃণমূল কংগ্রেসের জেলা সম্পাদক কনিষ্ক পাণ্ডা বলেন , "BJP এখন সিপিএমের হার্মাদের কথায় দীঘাতে আন্দোলন করছে । BJP ঝামেলা করতে চাইছে, আমরা মোকাবিলা করতে প্রস্তুত আছি । "

পূর্ব মেদিনীপুর,২৭ নভেম্বর : দীঘাতে 11 থেকে 13 ডিসেম্বর পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এশিয়ার অন্যতম কয়েকজন শিল্পপতিদের নিয়ে মিটিং ও প্রশাসনিক বৈঠক করবেন । তার আগে দীঘায় শুরু হল হকার উচ্ছেদ অভিযান । প্রশাসনের পক্ষ থেকে আগেই মাইক প্রচার চলেছিল, 26 নভেম্বরের মধ্যে অবৈধ দোকানপাট সরিয়ে নিতে হবে । নইলে 27 নভেম্বর থেকে প্রশাসনের তরফ থেকে উচ্ছেদ করা হবে সমস্ত দোকান । সেই অনুযায়ী আজ সকাল থেকেই উচ্ছেদ অভিযান শুরু হয় । তবে বেশ কিছু দোকানদার গতরাতেই তাদের দোকান সরিয়ে নিয়েছে ।

হকারদের উচ্ছেদ প্রসঙ্গে BJP-র সাংগঠনিক জেলা সভাপতি অনুপ চক্রবর্তী বলেন,"হকারদের পুনর্বাসন যদি না দেওয়া হয়, তাহলে আমরা বৃহত্তম আন্দোলনে নামব ।"

দেখুন ভিডিয়ো

অন্যদিকে দীঘা শঙ্করপুর উন্নয়ন পরিষদের সদস্য ও রামনগরের বিধায়ক অখিল গিরি বলেন ,"আমরা দীঘাকে পরিষ্কার করছি , তবে হকারদের পুনর্বাসনের জন্য জায়গার খোঁজ চলছে । যত তাড়াতাড়ি সম্ভব হয় হকারদের পুনর্বাসনের জন্য একটা জোন তৈরি করে দেওয়া হবে ।" এনিয়ে তৃণমূল কংগ্রেসের জেলা সম্পাদক কনিষ্ক পাণ্ডা বলেন , "BJP এখন সিপিএমের হার্মাদের কথায় দীঘাতে আন্দোলন করছে । BJP ঝামেলা করতে চাইছে, আমরা মোকাবিলা করতে প্রস্তুত আছি । "

Intro:মুখ্যমন্ত্রী সৈকত সফরে আসার আগে হকার্স উচ্ছেদ অভিযান শুরু হলো ।


সমুদ্র সৈকত দীঘাতে রাস্তার পাশে থাকা অবৈধ দোকানপাট প্রশাসনের পক্ষ থেকে মাইকে ঘোষণা করে বলা হয়ে ছিল 26শা নভেম্বরের মধ্যে সরকারি রাস্তার পাশে অবৈধ দোকানপাট সরিয়ে নিয়ে হবে । না হলে 27শা নভেম্বর থেকে প্রশাসনের তরফ থেকে উচ্ছেদ করা হবে । প্রশাসনের কথা অনুযায়ী আজ সকাল থেকেই বিনা বাধায় উচ্ছেদ শুরু করে প্রশাসন । চারিদিকে পুলিশিই নিরাপত্তায় মধ্যে দিয়ে চলছে রাস্তার পাশে ও সমুদ্র তীরবর্তী এলাকায় থাকা অবৈধ দোকান পাট । তবে বেশ কিছু দোকানদার গতরাত থেকে নিজেরাই তুলে নিয়ে ছিলেন । আর যারা সরাতে অনিচ্ছুক ছিল, তাদের উচ্ছেদ শুরু করলো প্রশাসন । তবে এই উচ্ছেদ নিয়ে বিজেপির তরফ থেকে কাঁথি বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি অনুপ চক্রবর্তী বলেন হকারদের পুনর্বাসন যদি না দেওয়া হয়, তাহলে বৃহত্তম আন্দলোনে নামবো । দীঘা তে 11ডিসেম্বর থেকে 13 ডিসেম্বর পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এশিয়ার বড়ো বড়ো শিল্পপতি দের নিয়ে মিটিং ও প্রশাসনিক বৈঠক করবেন । তবে প্রশাসনের তরফ থেকে দীঘা শঙ্করপুর উন্নয়ন পরিষদের মেম্বার ও রামনগরের বিধায়ক অখিল গিরি বলেন আমরা দীঘাকে পরিস্কার করছি , তবে হকারদের পুনর্বাসন জন্য জায়গা খোঁজা চলছে । যত তাড়াতাড়ি সম্ভব হয় হকারদের পুনর্বাসনের জন্য একটা হকার জোন তৈরি করে দেওয়া হবে । তৃণমূল কংগ্রেসের জেলা সম্পাদক কনিষ্ক পন্ডা বলেন বিজেপি এখন সিপিএমের হার্মাদের কথায় বিজেপি দীঘাতে আন্দলোন করছে, এতে কিছু হবে না । বিজেপি একটা গন্ডগোল করতে চাইছে ,আমরা প্রস্তুত আছি মোকাবিলা করতে ।Body:মুখ্যমন্ত্রী সৈকত সফরে আসার আগে হকার্স উচ্ছেদ অভিযান শুরু হলো ।


সমুদ্র সৈকত দীঘাতে রাস্তার পাশে থাকা অবৈধ দোকানপাট প্রশাসনের পক্ষ থেকে মাইকে ঘোষণা করে বলা হয়ে ছিল 26শা নভেম্বরের মধ্যে সরকারি রাস্তার পাশে অবৈধ দোকানপাট সরিয়ে নিয়ে হবে । না হলে 27শা নভেম্বর থেকে প্রশাসনের তরফ থেকে উচ্ছেদ করা হবে । প্রশাসনের কথা অনুযায়ী আজ সকাল থেকেই বিনা বাধায় উচ্ছেদ শুরু করে প্রশাসন । চারিদিকে পুলিশিই নিরাপত্তায় মধ্যে দিয়ে চলছে রাস্তার পাশে ও সমুদ্র তীরবর্তী এলাকায় থাকা অবৈধ দোকান পাট । তবে বেশ কিছু দোকানদার গতরাত থেকে নিজেরাই তুলে নিয়ে ছিলেন । আর যারা সরাতে অনিচ্ছুক ছিল, তাদের উচ্ছেদ শুরু করলো প্রশাসন । তবে এই উচ্ছেদ নিয়ে বিজেপির তরফ থেকে কাঁথি বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি অনুপ চক্রবর্তী বলেন হকারদের পুনর্বাসন যদি না দেওয়া হয়, তাহলে বৃহত্তম আন্দলোনে নামবো । দীঘা তে 11ডিসেম্বর থেকে 13 ডিসেম্বর পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এশিয়ার বড়ো বড়ো শিল্পপতি দের নিয়ে মিটিং ও প্রশাসনিক বৈঠক করবেন । তবে প্রশাসনের তরফ থেকে দীঘা শঙ্করপুর উন্নয়ন পরিষদের মেম্বার ও রামনগরের বিধায়ক অখিল গিরি বলেন আমরা দীঘাকে পরিস্কার করছি , তবে হকারদের পুনর্বাসন জন্য জায়গা খোঁজা চলছে । যত তাড়াতাড়ি সম্ভব হয় হকারদের পুনর্বাসনের জন্য একটা হকার জোন তৈরি করে দেওয়া হবে । তৃণমূল কংগ্রেসের জেলা সম্পাদক কনিষ্ক পন্ডা বলেন বিজেপি এখন সিপিএমের হার্মাদের কথায় বিজেপি দীঘাতে আন্দলোন করছে, এতে কিছু হবে না । বিজেপি একটা গন্ডগোল করতে চাইছে ,আমরা প্রস্তুত আছি মোকাবিলা করতে ।Conclusion:মুখ্যমন্ত্রী সৈকত সফরে আসার আগে হকার্স উচ্ছেদ অভিযান শুরু হলো ।


সমুদ্র সৈকত দীঘাতে রাস্তার পাশে থাকা অবৈধ দোকানপাট প্রশাসনের পক্ষ থেকে মাইকে ঘোষণা করে বলা হয়ে ছিল 26শা নভেম্বরের মধ্যে সরকারি রাস্তার পাশে অবৈধ দোকানপাট সরিয়ে নিয়ে হবে । না হলে 27শা নভেম্বর থেকে প্রশাসনের তরফ থেকে উচ্ছেদ করা হবে । প্রশাসনের কথা অনুযায়ী আজ সকাল থেকেই বিনা বাধায় উচ্ছেদ শুরু করে প্রশাসন । চারিদিকে পুলিশিই নিরাপত্তায় মধ্যে দিয়ে চলছে রাস্তার পাশে ও সমুদ্র তীরবর্তী এলাকায় থাকা অবৈধ দোকান পাট । তবে বেশ কিছু দোকানদার গতরাত থেকে নিজেরাই তুলে নিয়ে ছিলেন । আর যারা সরাতে অনিচ্ছুক ছিল, তাদের উচ্ছেদ শুরু করলো প্রশাসন । তবে এই উচ্ছেদ নিয়ে বিজেপির তরফ থেকে কাঁথি বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি অনুপ চক্রবর্তী বলেন হকারদের পুনর্বাসন যদি না দেওয়া হয়, তাহলে বৃহত্তম আন্দলোনে নামবো । দীঘা তে 11ডিসেম্বর থেকে 13 ডিসেম্বর পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এশিয়ার বড়ো বড়ো শিল্পপতি দের নিয়ে মিটিং ও প্রশাসনিক বৈঠক করবেন । তবে প্রশাসনের তরফ থেকে দীঘা শঙ্করপুর উন্নয়ন পরিষদের মেম্বার ও রামনগরের বিধায়ক অখিল গিরি বলেন আমরা দীঘাকে পরিস্কার করছি , তবে হকারদের পুনর্বাসন জন্য জায়গা খোঁজা চলছে । যত তাড়াতাড়ি সম্ভব হয় হকারদের পুনর্বাসনের জন্য একটা হকার জোন তৈরি করে দেওয়া হবে । তৃণমূল কংগ্রেসের জেলা সম্পাদক কনিষ্ক পন্ডা বলেন বিজেপি এখন সিপিএমের হার্মাদের কথায় বিজেপি দীঘাতে আন্দলোন করছে, এতে কিছু হবে না । বিজেপি একটা গন্ডগোল করতে চাইছে ,আমরা প্রস্তুত আছি মোকাবিলা করতে ।
Last Updated : Nov 27, 2019, 11:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.