ETV Bharat / state

"ভারতীদিকে শুভেচ্ছা জানাব" - ঘাটাল

ভোট ঘোষণার পর থেকেই দেব ও ভারতী ঘোষ একে অপরের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন । জনসভা থেকে একে অপরের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন । তবে ভোটের ফল প্রকাশিত হওয়ার পর নিকটতম প্রতিদ্বন্দ্বী ভারতী ঘোষের বিরুদ্ধে আর কোনও অভিযোগ করতে চান না দেব । বরং তাঁর বিরুদ্ধে লড়ার জন্য শুভেচ্ছা জানাতে চান ভারতীকে ।

ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে জয়ী তৃণমূল প্রার্থী দেব
author img

By

Published : May 24, 2019, 6:09 AM IST

ঘাটাল, 24 মে : ভোট ঘোষণার পর থেকেই দেব ও ভারতী ঘোষ একে অপরের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন । জনসভা থেকে একে অপরের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন । তবে ভোটের ফল প্রকাশিত হওয়ার পর নিকটতম প্রতিদ্বন্দ্বী ভারতী ঘোষের বিরুদ্ধে আর কোনও অভিযোগ করতে চান না দেব । বরং তাঁর বিরুদ্ধে লড়ার জন্য শুভেচ্ছা জানাতে চান ভারতীকে । গতকাল ফলাফল পরিষ্কার হয়ে যাওয়ার পর এই ইচ্ছেই প্রকাশ করেন দেব । ঘাটাল লোকসভার গণনাকেন্দ্রে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বললেন, "ভারতীদিকেও শুভেচ্ছা । উনিও খুব পরিশ্রম করেছেন । আমার বিরুদ্ধে ওঁর অভিযোগ থাকতেই পারে । তা নিয়ে যা ব্যবস্থা করার কমিশনই করবে ।"

2014 সালের মতো এবারও ঘাটাল কেন্দ্র থেকে জিতলেন দেব । তবে গতবারের তুলনায় ভোটের মার্জিন কমেছে । এনিয়ে দেব বলেন, "শুধু পশ্চিমবঙ্গে নয়, সারা ভারতবর্ষে প্রত্যেকের মার্জিন কমেছে । এই জয় ধরে রেখে মার্জিন আরও বাড়াতে হবে । মানুষের জন্য কাজ করতে হবে । যারা জিতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ । আমাদের দেশকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য এই নির্বাচন । তার জন্য আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

এবারের ভোটে কেশপুর বিধানসভা এলাকা থেকে অনেক বেশি লিড পেয়েছেন তিনি । এনিয়ে বলেন, "কেশপুরের ভূমিপুত্র আমি । তাই সেখানকার মানুষ সবসময় আমাকে ভালোবাসা দিয়েছেন ।" এরপরই ভারতী ঘোষের প্রসঙ্গে বলেন, "ভারতীদিকে অনেক শুভেচ্ছা । তিনি এই নির্বাচনের জন্য অনেক খেটেছেন । দেখা হলেই আমি শুভেচ্ছা জানাব।"

ঘাটাল, 24 মে : ভোট ঘোষণার পর থেকেই দেব ও ভারতী ঘোষ একে অপরের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন । জনসভা থেকে একে অপরের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন । তবে ভোটের ফল প্রকাশিত হওয়ার পর নিকটতম প্রতিদ্বন্দ্বী ভারতী ঘোষের বিরুদ্ধে আর কোনও অভিযোগ করতে চান না দেব । বরং তাঁর বিরুদ্ধে লড়ার জন্য শুভেচ্ছা জানাতে চান ভারতীকে । গতকাল ফলাফল পরিষ্কার হয়ে যাওয়ার পর এই ইচ্ছেই প্রকাশ করেন দেব । ঘাটাল লোকসভার গণনাকেন্দ্রে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বললেন, "ভারতীদিকেও শুভেচ্ছা । উনিও খুব পরিশ্রম করেছেন । আমার বিরুদ্ধে ওঁর অভিযোগ থাকতেই পারে । তা নিয়ে যা ব্যবস্থা করার কমিশনই করবে ।"

2014 সালের মতো এবারও ঘাটাল কেন্দ্র থেকে জিতলেন দেব । তবে গতবারের তুলনায় ভোটের মার্জিন কমেছে । এনিয়ে দেব বলেন, "শুধু পশ্চিমবঙ্গে নয়, সারা ভারতবর্ষে প্রত্যেকের মার্জিন কমেছে । এই জয় ধরে রেখে মার্জিন আরও বাড়াতে হবে । মানুষের জন্য কাজ করতে হবে । যারা জিতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ । আমাদের দেশকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য এই নির্বাচন । তার জন্য আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

এবারের ভোটে কেশপুর বিধানসভা এলাকা থেকে অনেক বেশি লিড পেয়েছেন তিনি । এনিয়ে বলেন, "কেশপুরের ভূমিপুত্র আমি । তাই সেখানকার মানুষ সবসময় আমাকে ভালোবাসা দিয়েছেন ।" এরপরই ভারতী ঘোষের প্রসঙ্গে বলেন, "ভারতীদিকে অনেক শুভেচ্ছা । তিনি এই নির্বাচনের জন্য অনেক খেটেছেন । দেখা হলেই আমি শুভেচ্ছা জানাব।"

sample description
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.