হলদিয়া , 23 জানুয়ারি : উদ্ধার হল লুপ্তপ্রায় বাঘরোলের মৃতদেহ । গতকাল রাত 9 টা নাগাদ স্থানীয় বাসিন্দারা হলদিয়া-মেচেদা রাজ্য সড়কে মৃত বাঘরোলটিকে দেখতে পায় । পরে খবর পেয়ে সুতাহাটা থানার পুলিশ ঘটনাস্থানে পৌঁছায় ৷মৃত বাঘরোলটিকে উদ্ধার করে ৷
স্থানীয় সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই এলাকায় বাঘের মতো একটি প্রাণীর উপদ্রব বেড়েছিল । বাড়ি থেকে চুরি হয়ে যাচ্ছিল হাঁস-মুরগি । এরপরই গতরাতে রাজ্য সড়কের ধারে চিতাবাঘের মত একটি জন্তুকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা ৷ তারা মনে করে ওই বাঘটি মারা গেছে । কেউ আবার বাঘটিকে লুকিয়ে নিয়ে পালানোর চেষ্টাও করে । আর তা দেখতে পেয়ে বাধা দেয় স্থানীয়দের একাংশ ৷ খবর দেওয়া হয় সুতাহাটা থানায় । ঘটনাস্থানে পৌঁছে পুলিশ স্থানীয়দের সঙ্গে কথা বলে ৷ তাদের বোঝানোর চেষ্টা করে যে মৃত জন্তুটি বাঘ নয়, বাঘরোল ৷ এবং মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ৷
এ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা সুবীরেশ পাত্র বলেন, "কয়েকজন বাঘ ভেবে ওই বাঘরোলের মৃতদেহটি লুকিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল ৷ আমরাই থানায় খবর দিই ।"
এ বিষয়ে সুতাহাটা থানার OC চন্দ্রকান্ত শাসমল জানিয়েছেন, " আগামীকাল ওই বাঘরোলের মৃতদেহ বনদপ্তরের হাতে তুলে দেওয়া হবে ।" যদিও পুলিশের বক্তব্য, বাঘরোলটি কীভাবে মারা গেছে তা এখনও পর্যন্ত জানা যায়নি ৷