ETV Bharat / state

হলদিয়ায়-মেচেদা রাজ্য সড়কে বাঘরোলের মৃতদেহ উদ্ধার - বাঘরোলের দেহ উদ্ধার

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই এলাকায় বাঘের মতো একটি প্রাণীর উপদ্রব বেড়েছিল । বাড়ি থেকে চুরি হয়ে যাচ্ছিল হাঁস-মুরগি । এরপরই গত রাতে রাজ্য সড়কের ধারে চিতাবাঘের মত একটি জন্তুকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা । পরে তারা জানতে পারে জন্তুটি আসলে বাঘরোল ।

Fish cat
বাঘরোলের মৃতদেহ
author img

By

Published : Jan 23, 2020, 4:26 AM IST

হলদিয়া , 23 জানুয়ারি : উদ্ধার হল লুপ্তপ্রায় বাঘরোলের মৃতদেহ । গতকাল রাত 9 টা নাগাদ স্থানীয় বাসিন্দারা হলদিয়া-মেচেদা রাজ্য সড়কে মৃত বাঘরোলটিকে দেখতে পায় । পরে খবর পেয়ে সুতাহাটা থানার পুলিশ ঘটনাস্থানে পৌঁছায় ৷মৃত বাঘরোলটিকে উদ্ধার করে ৷

স্থানীয় সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই এলাকায় বাঘের মতো একটি প্রাণীর উপদ্রব বেড়েছিল । বাড়ি থেকে চুরি হয়ে যাচ্ছিল হাঁস-মুরগি । এরপরই গতরাতে রাজ্য সড়কের ধারে চিতাবাঘের মত একটি জন্তুকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা ৷ তারা মনে করে ওই বাঘটি মারা গেছে । কেউ আবার বাঘটিকে লুকিয়ে নিয়ে পালানোর চেষ্টাও করে । আর তা দেখতে পেয়ে বাধা দেয় স্থানীয়দের একাংশ ৷ খবর দেওয়া হয় সুতাহাটা থানায় । ঘটনাস্থানে পৌঁছে পুলিশ স্থানীয়দের সঙ্গে কথা বলে ৷ তাদের বোঝানোর চেষ্টা করে যে মৃত জন্তুটি বাঘ নয়, বাঘরোল ৷ এবং মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ৷

এ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা সুবীরেশ পাত্র বলেন, "কয়েকজন বাঘ ভেবে ওই বাঘরোলের মৃতদেহটি লুকিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল ৷ আমরাই থানায় খবর দিই ।"

এ বিষয়ে সুতাহাটা থানার OC চন্দ্রকান্ত শাসমল জানিয়েছেন, " আগামীকাল ওই বাঘরোলের মৃতদেহ বনদপ্তরের হাতে তুলে দেওয়া হবে ।" যদিও পুলিশের বক্তব্য, বাঘরোলটি কীভাবে মারা গেছে তা এখনও পর্যন্ত জানা যায়নি ৷

হলদিয়া , 23 জানুয়ারি : উদ্ধার হল লুপ্তপ্রায় বাঘরোলের মৃতদেহ । গতকাল রাত 9 টা নাগাদ স্থানীয় বাসিন্দারা হলদিয়া-মেচেদা রাজ্য সড়কে মৃত বাঘরোলটিকে দেখতে পায় । পরে খবর পেয়ে সুতাহাটা থানার পুলিশ ঘটনাস্থানে পৌঁছায় ৷মৃত বাঘরোলটিকে উদ্ধার করে ৷

স্থানীয় সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই এলাকায় বাঘের মতো একটি প্রাণীর উপদ্রব বেড়েছিল । বাড়ি থেকে চুরি হয়ে যাচ্ছিল হাঁস-মুরগি । এরপরই গতরাতে রাজ্য সড়কের ধারে চিতাবাঘের মত একটি জন্তুকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা ৷ তারা মনে করে ওই বাঘটি মারা গেছে । কেউ আবার বাঘটিকে লুকিয়ে নিয়ে পালানোর চেষ্টাও করে । আর তা দেখতে পেয়ে বাধা দেয় স্থানীয়দের একাংশ ৷ খবর দেওয়া হয় সুতাহাটা থানায় । ঘটনাস্থানে পৌঁছে পুলিশ স্থানীয়দের সঙ্গে কথা বলে ৷ তাদের বোঝানোর চেষ্টা করে যে মৃত জন্তুটি বাঘ নয়, বাঘরোল ৷ এবং মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ৷

এ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা সুবীরেশ পাত্র বলেন, "কয়েকজন বাঘ ভেবে ওই বাঘরোলের মৃতদেহটি লুকিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল ৷ আমরাই থানায় খবর দিই ।"

এ বিষয়ে সুতাহাটা থানার OC চন্দ্রকান্ত শাসমল জানিয়েছেন, " আগামীকাল ওই বাঘরোলের মৃতদেহ বনদপ্তরের হাতে তুলে দেওয়া হবে ।" যদিও পুলিশের বক্তব্য, বাঘরোলটি কীভাবে মারা গেছে তা এখনও পর্যন্ত জানা যায়নি ৷

Intro:হলদিয়া,২৩ জানুয়ারি: বুধবার রাতে মৃত লুপ্তপ্রায় বাগরোলের দেহ উদ্ধারকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়ালো হলদিয়ার দ্বারিবেরিয়া এলাকায়। স্থানীয় বাসিন্দারা সন্ধ্যা নটা নাগাদ সাইকেল চালিয়ে বাড়ি ফেরার সময় হলদিয়া মেচেদা রাজ্য সড়কে মৃত বাগরোল টিকে দেখতে পান। সড়কে গাড়ি চাপা পড়ে বাঘের মৃত্যু হয়েছে খবর ছড়িয়ে পড়তেই এলাকার বাসিন্দারা জমায়েত শুরু করেন। পরে স্থানীয়দের তরফে খবর পেয়ে সুতাহাটা থানা পুলিশ ঘটনাস্থান গিয়ে মৃত বন্য জন্তুটির দেহ উদ্ধার করেন।Body:স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই এলাকায় বাঘের মতো একটি প্রাণীর উপদ্রব বড়ে ছিল। থাকতে থাকতেই হাপিস হয়ে যাচ্ছিল একের পর এক বাড়ির হাঁস-মুরগি ।যে কারণে স্থানীয় বাসিন্দারা বেশ আতঙ্কেই দিন কাটাছিলেন। এ দিন রাত্রি বেলা রাজ্য সড়কের ধারে চিতাবাঘের মত একটি জন্তুকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এলাকায় দাপিয়ে বেড়ানো বাঘের মৃত্যু হয়েছে খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমে ঘটনাস্থানে। অতি উৎসাহী কেউ কেউ আবার বাঘটিকে লুকিয়ে নিয়ে পালানোর চেষ্টাও করেন। তাতে বাধা দেন এলাকারই কিছু স্থানীয় বাসিন্দা। খবর যায় সুতাহাটা থানার পুলিশের কাছে। পরে পুলিশ সাধারণ মানুষকে বুঝিয়ে বাগরোলের সঠিক পরিচয় দিয়ে দেহ উদ্ধার করেন।Conclusion:স্থানীয় বাসিন্দা সুবীরেশ পাত্র জানিয়েছেন, কিছু মানুষ বাঘ ভেবে যন্ত্রটিকে লুকিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করায় আমরাই থানায় খবর দিই। পুলিশ দেহ উদ্ধার করার সময় সেটি যে বাঘ নয় তা জানিয়ে দেওয়ায় এলাকার মানুষের বর্তমানে আতঙ্ক কেটেছে। আজ তা না জানা গেলে অযথাই মানুষ দিনের পর দিন আতঙ্কে দিন কাটাতেন।


এ বিষয়ে সুতাহাটা থানার ওসি চন্দ্রকান্ত শাসমল জানিয়েছেন, বাঘ ভেবে কিছু মানুষ বাঘরোল টি কে নিয়ে পালানোর চেষ্টা চালিয়েছিল। কিছু মানুষ তাতে বাধা দেওয়ায় ঝামেলা শুরু হয়। খবর পেয়ে আমরা মৃত বাগরোলটিকে উদ্ধার করে এনেছি। আগামীকাল বনদপ্তরের হাতে তুলে দেওয়া হবে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.