ETV Bharat / state

'প্যানিক পারচেজ়ে' ভোগার কারণ নেই, বলছে ব্যবসায়ী সংগঠন - প্যানিক পারচেজ়ে

কোরোনা আতঙ্কের জেরে নিত্যপ্রয়োজনীয় জিনিসের কেনাকাটা বেড়েছে৷জিনিসপত্রের যোগান কিছুটা কম থাকায় দাম দু'এক টাকা দাম বেড়েছে ৷

ছবি
ছবি
author img

By

Published : Mar 25, 2020, 12:15 PM IST

Updated : Mar 25, 2020, 1:39 PM IST

বর্ধমান, 25 মার্চ : কোরোনা আতঙ্কের জেরে নিত্যপ্রয়োজনীয় জিনিসের চাহিদা বেড়েছে ৷ তবে এনিয়ে অহেতুক আতঙ্কের কারণ নেই বলে মত পূর্ব বর্ধমানের ব্যবসায়ী সংগঠনের৷

সোমবার বিকাল থেকে শুরু হয়েছে লকডাউন । ফলে সকাল হতে না হতেই বর্ধমান শহরের নীলপুর বাজার , স্টেশন বাজার, রানিগঞ্জ বাজার, ঝুরঝুরে পুলসহ বিভিন্ন বাজারগুলিতে আলু পেঁয়াজ, শাকসবজিসহ অন্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য ভিড় উপচে পড়ছে । ক্রেতাদের অভিযোগ, এই সুযোগে ব্যবসায়ীরা তাঁদের নিজেদের ইচ্ছেমত জিনিসপত্রের দাম বাড়িয়ে চলেছেন । চড়া দামে বিক্রি হচ্ছে আলু ,পেঁয়াজ ডিমসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিস ।

এই বিষয়ে,রামপ্রসাদ দেবনাথ নামে এক ব্যক্তি বলেন, "বেশিরভাগ জিনিসই পাওয়া যাচ্ছে না । তবে বিভিন্ন সবজি,ডিমসহ জিনিসের দাম এক লাফে অনেকটাই বেড়ে গেছে । ব্যবসায়ীরা নিজেদের ইচ্ছে মতো জিনিসের দাম বাড়াচ্ছেন ৷" 'চেম্বার অফ ট্রেডার্সের সাধারণ সম্পাদক চন্দ্র বিজয় যাদব বলেন, " আগের থেকে জিনিসপত্রের যোগান বেড়েছে তবে দাম দুই বা এক টাকা বেশি ঠিকই কিন্তু সেটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই ৷ দুই-একদিনের মধ্যেই দাম আগের মতই স্বাভাবিক হয়ে যাবে ।"

বর্ধমান, 25 মার্চ : কোরোনা আতঙ্কের জেরে নিত্যপ্রয়োজনীয় জিনিসের চাহিদা বেড়েছে ৷ তবে এনিয়ে অহেতুক আতঙ্কের কারণ নেই বলে মত পূর্ব বর্ধমানের ব্যবসায়ী সংগঠনের৷

সোমবার বিকাল থেকে শুরু হয়েছে লকডাউন । ফলে সকাল হতে না হতেই বর্ধমান শহরের নীলপুর বাজার , স্টেশন বাজার, রানিগঞ্জ বাজার, ঝুরঝুরে পুলসহ বিভিন্ন বাজারগুলিতে আলু পেঁয়াজ, শাকসবজিসহ অন্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য ভিড় উপচে পড়ছে । ক্রেতাদের অভিযোগ, এই সুযোগে ব্যবসায়ীরা তাঁদের নিজেদের ইচ্ছেমত জিনিসপত্রের দাম বাড়িয়ে চলেছেন । চড়া দামে বিক্রি হচ্ছে আলু ,পেঁয়াজ ডিমসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিস ।

এই বিষয়ে,রামপ্রসাদ দেবনাথ নামে এক ব্যক্তি বলেন, "বেশিরভাগ জিনিসই পাওয়া যাচ্ছে না । তবে বিভিন্ন সবজি,ডিমসহ জিনিসের দাম এক লাফে অনেকটাই বেড়ে গেছে । ব্যবসায়ীরা নিজেদের ইচ্ছে মতো জিনিসের দাম বাড়াচ্ছেন ৷" 'চেম্বার অফ ট্রেডার্সের সাধারণ সম্পাদক চন্দ্র বিজয় যাদব বলেন, " আগের থেকে জিনিসপত্রের যোগান বেড়েছে তবে দাম দুই বা এক টাকা বেশি ঠিকই কিন্তু সেটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই ৷ দুই-একদিনের মধ্যেই দাম আগের মতই স্বাভাবিক হয়ে যাবে ।"

Last Updated : Mar 25, 2020, 1:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.