হলদিয়া, 3 এপ্রিল : কোরোনা আতঙ্কে হলদিয়া বন্দরে কাজ বন্ধ করে চলে গেলেন শ্রমিকরা । ফলে আজ দুপুর নাগাদ বন্দরের ম্যানুয়াল হ্যান্ডেলিংয়ের কাজ পুরোপুরি বন্ধ হয়ে যায় । তবে মেকানিক্যাল অপারেশন চালানো হচ্ছে বলে জানানো হয়েছে বন্দর কর্তৃপক্ষের তরফে ।
স্থানীয় ও বন্দর সূত্রে জানা গিয়েছে, আজ সকালে বন্দরের সব শ্রমিকই কাজে এসেছিলেন । সকালের শিফটে শুরু হয়েছিল কাজও । তারপরই তাঁরা জানতে পারেন, নিজ়ামউদ্দিন থেকে ফিরে এক ইঞ্জিনিয়র কাজে যোগ দিয়েছেন । তিনি হলদিয়া বন্দরেরই শিপ হ্যান্ডেলিং বিভাগে কর্মরত । এই খবর জানাজানি হতেই সমস্ত শ্রমিক কাজ ফেলে বন্দর থেকে চম্পট দেয় । যার জেরে পুরোপুরি বন্ধ হয়ে যায় ম্যানুয়ালি বন্দরের লোডিং আনলোডিংয়ের কাজ । তবে কর্তৃপক্ষ বর্তমানে মেকানিক্যাল অপারেশনের মাধ্যমে লোডিং আনলোডিংয়ের কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে ।
জানা গেছে, বন্দরে কর্মরত ওই ইঞ্জিনিয়র 23 মার্চ দিল্লির নিজ়ামউদ্দিন থেকে ফিরে 25 মার্চ হলদিয়া মহকুমা হাসপাতালে নিজের স্বাস্থ্য পরীক্ষা করান । চিকিৎসকদের পরামর্শে তাঁর 14 দিন হোম কোয়ারেন্টাইনে থাকার কথা ছিল । তা সত্ত্বেও তিনি 30 মার্চ বন্দরে কাজে যোগ দেন । আর তা জানার পরই বন্দরের কর্মীরা রীতিমতো আতঙ্কিত হয়ে কাজ ছেড়ে চলে যান ।
এ বিষয়ে হলদিয়া বন্দরের জেনেরাল ম্যানেজার (ট্র্যাফিক) অভয় মহাপাত্র বলেন, "কোরোনা আক্রান্ত ওই ইঞ্জিনিয়র গত মাসের 30 তারিখ বার্থে কবে জাহাজ লাগবে তা জানার জন্য বন্দরের মূল অফিসে এসেছিলেন । তা জানতে পেরেই শ্রমিকরা আতঙ্কে কাজ বন্ধ করে চলে গিয়েছে । CCTV ফুটেজ দেখে অফিসের মধ্যে সে সময় উপস্থিত সব আধিকারিকদের আজ দুপুর থেকেই শারীরিক পরীক্ষা করা হচ্ছে । ইতিমধ্যে 11জন আধিকারিককে বন্দরের চিকিৎসক হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছেন । বাকিদেরও শারীরিক পরীক্ষা করানো হবে । বর্তমানে বন্দরের ম্যানুয়ালি হ্যান্ডলিংয়ের কাজ বন্ধ থাকলেও আশা করা যায় কিছুদিনের মধ্যেই তা ফের চালু করা যাবে ।"