ETV Bharat / state

Panchayat Elections 2023: তমলুকে শুভেন্দু অধিকারীর সভা নিয়ে জটিলতা, আদালতে যাওয়ার হুমকি বিজেপির - suvendu adhikari

5 জুলাই পূর্ব মেদিনীপুরের তমলুকে সভা করার কথা শুভেন্দু অধিকারীর ৷ কিন্তু বিজেপির অভিযোগ, এই সভার অনুমতি দিচ্ছে না পুলিশ ৷

ETV Bharat
শুভেন্দু অধিকারীর সভা নিয়ে জটিলতা
author img

By

Published : Jul 2, 2023, 10:59 PM IST

তমলুকে শুভেন্দু অধিকারীর সভা নিয়ে জটিলতা

তমলুক, 2 জুলাই: আগামী 8 জুলাই রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন ৷ প্রচারপর্ব শেষ হতে হাতে আর দিন সাতেক সময় রয়েছে ৷ অর্থাৎ বর্তমানে প্রায় শেষ পর্যায়ের নির্বাচনী প্রচার চাচাচ্ছে রাজনৈতিক দলগুলি । এরই মাঝে তাঁর নিজের জেলা পূর্ব মেদিনীপুরের তমলুকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটি প্রচারসভার অনুমতি পাওয়া নিয়ে শুরু হয়েছে প্রশাসনিক জটিলতা ৷

5 জুলাই তারিখে পূর্ব মেদনীপুর জেলার তমলুক থানার হোগলবেড়িয়া গ্রামে শুভেন্দু অধিকারীর একটি জনসভা নিয়ে জটিলতা তৈরি হয়েছে । পুলিশ অনুমতি না-দিলে হাইকোর্টে যাওয়ার হুমকি দিয়েছেন বিজেপি নেতারা। হোগলবেড়িয়া গ্রামের মাঠে আগামী 5 তারিখে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জনসভা হওয়ার জন্য প্রায় প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে । অভিযোগ, বিজেপির তরফ থেকে মাঠের পারমিশন নেওয়া হয়েছিল । বাকি ছিল খালি পুলিশের অনুমতি ৷ সেই মর্মে সভার জন্য মাঠ তৈরির কাজও শুরু হয় ৷ অভিযোগ, সভামঞ্চ তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে চলে এলেও পুলিশ এখনও অনুমতি দেয়নি ।

বিজেপির দাবি, প্রথমে তারা থানায় অনুমতি চাইতে গিয়েছিল । থানা থেকে জানানো হয়, 72 ঘণ্টা আগে নির্বাচনী প্রচারের জন্য আবেদন করতে হবে । সেই মর্মে রবিবার সকাল 10 টায় যখন বিজেপির তরফ থেকে অনুমতির জন্য থানায় যাওয়া হয়, তখন থানা থেকে বলা হয়, ওই জায়গার অন্য একটি দলকে সভা করার অনুমতি দেওয়া হয়েছে ৷ বিজেপির দাবি, তৃণমূল পরিকল্পিতভাবে পুলিশকে দিয়ে পারমিশন দেওয়া বন্ধ করছে । প্রয়োজনে আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন বিজেপি নেতা বামদেব গুছাইত ৷

আরও পড়ুন: শহিদ দিবসের মঞ্চে হবে পঞ্চায়েতের বিজয়োৎসব, মালদায় ঘোষণা অভিষেকের

যদিও এইসব অভিযোগ মানতে নারাজ এলাকার তৃণমূল নেতা মৃত্যুঞ্জয় মান্না । তিনি বলেন,"আমরা এই মাঠে সভার জন্য অনুমতি অনেক আগে থেকেই নিয়েছি । সেই মর্মে থানা থেকেও পারমিশন আমরা পেয়েছি । কিন্তু দেখছি মাঠে কে বা কারা বাঁশ ফেলেছে, আমার জানা নেই । আমাদের অনুমতি রয়েছে চলতি মাসের 5 তারিখে সভা করার । কে কোথায় কী সভা করবে তা আমার জানা নেই ।"

তমলুকে শুভেন্দু অধিকারীর সভা নিয়ে জটিলতা

তমলুক, 2 জুলাই: আগামী 8 জুলাই রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন ৷ প্রচারপর্ব শেষ হতে হাতে আর দিন সাতেক সময় রয়েছে ৷ অর্থাৎ বর্তমানে প্রায় শেষ পর্যায়ের নির্বাচনী প্রচার চাচাচ্ছে রাজনৈতিক দলগুলি । এরই মাঝে তাঁর নিজের জেলা পূর্ব মেদিনীপুরের তমলুকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটি প্রচারসভার অনুমতি পাওয়া নিয়ে শুরু হয়েছে প্রশাসনিক জটিলতা ৷

5 জুলাই তারিখে পূর্ব মেদনীপুর জেলার তমলুক থানার হোগলবেড়িয়া গ্রামে শুভেন্দু অধিকারীর একটি জনসভা নিয়ে জটিলতা তৈরি হয়েছে । পুলিশ অনুমতি না-দিলে হাইকোর্টে যাওয়ার হুমকি দিয়েছেন বিজেপি নেতারা। হোগলবেড়িয়া গ্রামের মাঠে আগামী 5 তারিখে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জনসভা হওয়ার জন্য প্রায় প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে । অভিযোগ, বিজেপির তরফ থেকে মাঠের পারমিশন নেওয়া হয়েছিল । বাকি ছিল খালি পুলিশের অনুমতি ৷ সেই মর্মে সভার জন্য মাঠ তৈরির কাজও শুরু হয় ৷ অভিযোগ, সভামঞ্চ তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে চলে এলেও পুলিশ এখনও অনুমতি দেয়নি ।

বিজেপির দাবি, প্রথমে তারা থানায় অনুমতি চাইতে গিয়েছিল । থানা থেকে জানানো হয়, 72 ঘণ্টা আগে নির্বাচনী প্রচারের জন্য আবেদন করতে হবে । সেই মর্মে রবিবার সকাল 10 টায় যখন বিজেপির তরফ থেকে অনুমতির জন্য থানায় যাওয়া হয়, তখন থানা থেকে বলা হয়, ওই জায়গার অন্য একটি দলকে সভা করার অনুমতি দেওয়া হয়েছে ৷ বিজেপির দাবি, তৃণমূল পরিকল্পিতভাবে পুলিশকে দিয়ে পারমিশন দেওয়া বন্ধ করছে । প্রয়োজনে আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন বিজেপি নেতা বামদেব গুছাইত ৷

আরও পড়ুন: শহিদ দিবসের মঞ্চে হবে পঞ্চায়েতের বিজয়োৎসব, মালদায় ঘোষণা অভিষেকের

যদিও এইসব অভিযোগ মানতে নারাজ এলাকার তৃণমূল নেতা মৃত্যুঞ্জয় মান্না । তিনি বলেন,"আমরা এই মাঠে সভার জন্য অনুমতি অনেক আগে থেকেই নিয়েছি । সেই মর্মে থানা থেকেও পারমিশন আমরা পেয়েছি । কিন্তু দেখছি মাঠে কে বা কারা বাঁশ ফেলেছে, আমার জানা নেই । আমাদের অনুমতি রয়েছে চলতি মাসের 5 তারিখে সভা করার । কে কোথায় কী সভা করবে তা আমার জানা নেই ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.