ETV Bharat / state

Offline Exam Protest : অফলাইনে পরীক্ষা দিতে নারাজ পড়ুয়ারা, বিক্ষোভ কাঁথির সরকারি পলিটেকনিক কলেজে - অফলাইন পরীক্ষা

প্রায় দু'বছর অনলাইন পড়াশোনায় ছাত্রছাত্রীদের মানসিক গঠনে পরিবর্তন হয়েছে ৷ অফলাইনে পরীক্ষা দেওয়ার মতো মানসিক অবস্থা নেই তাঁদের ৷ তাই কাঁথির পলিটেকনিক কলেজে বিক্ষোভে নামল পড়ুয়ারা (Offline Exam Protest) ৷

Students protest over offline exam in Contai
কাঁথিতে অফলাইন পরীক্ষার প্রতিবাদে বিক্ষোভ
author img

By

Published : Feb 11, 2022, 10:48 AM IST

Updated : Feb 11, 2022, 2:13 PM IST

কাঁথি, 11 ফেব্রুয়ারি : অনলাইন পরীক্ষার দাবিতে কলেজের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভে শামিল হল পড়ুয়ারা । আর এই বিক্ষোভের জেরে কলেজে ঢুকতে না পেরে দীর্ঘক্ষণ কলেজের অধ্যাপক, অধ্যাপিকারা গাছের তলায় বসে রইলেন । ঘটনাটি পূর্ব মেদিনীপুরের কাঁথির পলিটেকনিক কলেজের । পড়ুয়াদের দাবি না মানলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে । করোনা আবহ কিছুটা শিথিল হতেই কলেজ কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের অফলাইনে পরীক্ষা নেওয়ার কথা জানায় । বৃহস্পতিবার কাঁথি পলিটেকনিক কলেজের ছাত্র-ছাত্রীরা কলেজের গেটে তালা লাগিয়ে ও হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে (Contai Government Polytechnic College students protest over offline exam) ।

আন্দোলনকারীদের দাবি, করোনা আবহে প্রায় দু'বছর রাজ্যের সব স্কুল, কলেজ বন্ধ । এই সময়ে পলিটেকনিক কলেজেও অনলাইনে ক্লাস হয়েছে ৷ বিক্ষোভরত এক পড়ুয়া বললেন, "আমাদের প্রতিবাদ কোনও শিক্ষক ইনস্টিটিউট বা কাউন্সিলের বিরুদ্ধ নয় ৷ কাউন্সিলের হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা লড়ছি ৷ কাউন্সিল আর এক সিদ্ধান্ত জানাবে, কাল আরেকরকম সিদ্ধান্ত ৷ এর বিরুদ্ধেই আমাদের বিক্ষোভ ৷" তিনি জানালেন, কাউন্সিল প্রায় একমাস আগে অনলাইনে পরীক্ষা নেওয়ার কথা জানিয়ে নোটিস দিয়েছিল ৷ সেখানে এও জানানো হয়েছিল যে এই সিদ্ধান্তে বদল হবে না ৷ অথচ ক'দিন আগে অফলাইন পরীক্ষার নোটিস দেওয়া হচ্ছে ৷

অনলাইন পরীক্ষার দাবিতে ছাত্র জমায়েত কাঁথি পলিটেকনিক কলেজে

আরও পড়ুন : Offline Exam Protest : দুর্গাপুরে অফলাইন পরীক্ষার প্রতিবাদে কলেজের সামনে বিক্ষোভ পড়ুয়াদের

ওই পড়ুয়া বলেন, "এই সিদ্ধান্ত আমরা মানতে পারব না ৷" অফলাইন পরীক্ষা দেওয়ার জন্য মানসিক ভাবে প্রস্তুত নয় ছাত্রছাত্রীরা, জানালেন পড়ুয়ারা ৷ অনলাইন পরীক্ষার নোটিস পেয়ে সেই ভাবে পড়াশোনা করেছে ছাত্রছাত্রীরা ৷ এখন কলেজ খুলে হঠাৎ অফলাইন পরীক্ষার কথা ঘোষণায় সমস্যায় পড়েছেন তাঁরা ৷ পড়ুয়াদের দাবি, দু'বছর ধরে অনলাইনে পড়াশোনার পর এখন অফলাইন পরীক্ষা দেওয়ার মতো মানসিক স্থিরতা নেই তাঁদের ৷ এমনকি অনেকেরই সিলেবাস সম্পূর্ণ হয়নি ৷ এই অবস্থায় কী ভাবে অফলাইন পরীক্ষা দেওয়া সম্ভব, প্রশ্ন পড়ুয়াদের ৷

দীর্ঘক্ষণ বিক্ষোভের পর কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে আশ্বাস পেয়ে অবস্থান বিক্ষোভ তুলে নেয় পড়ুয়ারা । এরপর কলেজ কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের নিয়ে আলোচনায় বসেন । তবে কর্তৃপক্ষ না মানলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে নামবো বলে হুঁশিয়ারি দিয়েছে ছাত্রছাত্রীরা । যদিও এই বিষয়ে কলেজ কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

কাঁথি, 11 ফেব্রুয়ারি : অনলাইন পরীক্ষার দাবিতে কলেজের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভে শামিল হল পড়ুয়ারা । আর এই বিক্ষোভের জেরে কলেজে ঢুকতে না পেরে দীর্ঘক্ষণ কলেজের অধ্যাপক, অধ্যাপিকারা গাছের তলায় বসে রইলেন । ঘটনাটি পূর্ব মেদিনীপুরের কাঁথির পলিটেকনিক কলেজের । পড়ুয়াদের দাবি না মানলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে । করোনা আবহ কিছুটা শিথিল হতেই কলেজ কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের অফলাইনে পরীক্ষা নেওয়ার কথা জানায় । বৃহস্পতিবার কাঁথি পলিটেকনিক কলেজের ছাত্র-ছাত্রীরা কলেজের গেটে তালা লাগিয়ে ও হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে (Contai Government Polytechnic College students protest over offline exam) ।

আন্দোলনকারীদের দাবি, করোনা আবহে প্রায় দু'বছর রাজ্যের সব স্কুল, কলেজ বন্ধ । এই সময়ে পলিটেকনিক কলেজেও অনলাইনে ক্লাস হয়েছে ৷ বিক্ষোভরত এক পড়ুয়া বললেন, "আমাদের প্রতিবাদ কোনও শিক্ষক ইনস্টিটিউট বা কাউন্সিলের বিরুদ্ধ নয় ৷ কাউন্সিলের হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা লড়ছি ৷ কাউন্সিল আর এক সিদ্ধান্ত জানাবে, কাল আরেকরকম সিদ্ধান্ত ৷ এর বিরুদ্ধেই আমাদের বিক্ষোভ ৷" তিনি জানালেন, কাউন্সিল প্রায় একমাস আগে অনলাইনে পরীক্ষা নেওয়ার কথা জানিয়ে নোটিস দিয়েছিল ৷ সেখানে এও জানানো হয়েছিল যে এই সিদ্ধান্তে বদল হবে না ৷ অথচ ক'দিন আগে অফলাইন পরীক্ষার নোটিস দেওয়া হচ্ছে ৷

অনলাইন পরীক্ষার দাবিতে ছাত্র জমায়েত কাঁথি পলিটেকনিক কলেজে

আরও পড়ুন : Offline Exam Protest : দুর্গাপুরে অফলাইন পরীক্ষার প্রতিবাদে কলেজের সামনে বিক্ষোভ পড়ুয়াদের

ওই পড়ুয়া বলেন, "এই সিদ্ধান্ত আমরা মানতে পারব না ৷" অফলাইন পরীক্ষা দেওয়ার জন্য মানসিক ভাবে প্রস্তুত নয় ছাত্রছাত্রীরা, জানালেন পড়ুয়ারা ৷ অনলাইন পরীক্ষার নোটিস পেয়ে সেই ভাবে পড়াশোনা করেছে ছাত্রছাত্রীরা ৷ এখন কলেজ খুলে হঠাৎ অফলাইন পরীক্ষার কথা ঘোষণায় সমস্যায় পড়েছেন তাঁরা ৷ পড়ুয়াদের দাবি, দু'বছর ধরে অনলাইনে পড়াশোনার পর এখন অফলাইন পরীক্ষা দেওয়ার মতো মানসিক স্থিরতা নেই তাঁদের ৷ এমনকি অনেকেরই সিলেবাস সম্পূর্ণ হয়নি ৷ এই অবস্থায় কী ভাবে অফলাইন পরীক্ষা দেওয়া সম্ভব, প্রশ্ন পড়ুয়াদের ৷

দীর্ঘক্ষণ বিক্ষোভের পর কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে আশ্বাস পেয়ে অবস্থান বিক্ষোভ তুলে নেয় পড়ুয়ারা । এরপর কলেজ কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের নিয়ে আলোচনায় বসেন । তবে কর্তৃপক্ষ না মানলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে নামবো বলে হুঁশিয়ারি দিয়েছে ছাত্রছাত্রীরা । যদিও এই বিষয়ে কলেজ কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

Last Updated : Feb 11, 2022, 2:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.