দিঘা, 24 সেপ্টেম্বর: 2023 সালের ডিসেম্বর মাসের মধ্য়েই পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) সৈকত নগরী দিঘায় (Digha) জগন্নাথ মন্দির (Jagannath Temple) তৈরির কাজ শেষ হয়ে যাবে ৷ শনিবার সংশ্লিষ্ট সরকারি দফতরের পক্ষ থেকে এক আধিকারিক একথা জানিয়েছেন ৷ এই মন্দির তৈরি করতে 100 কোটি টাকা খরচ করবে রাজ্য সরকার ৷
সৈকত লাগোয়া একটি এলাকায় 20 একর জমির উপর এই মন্দির গড়ে তোলা হচ্ছে ৷ নির্মাণকাজের দায়িত্বে রয়েছে রাজ্য সরকারি সংস্থা হিডকো (HIDCO)-কে ৷ ওডিশার পুরীতে শতাব্দী প্রাচীন জগন্নাথ মন্দিরের আদলেই তৈরি হবে দিঘার এই মন্দির ৷ যার সর্বোচ্চ চূড়ার উচ্চতা হবে 65 মিটার ৷ হিডকোর মুখ্য বাস্তুকার সুমন নিয়োগী এই তথ্য দিয়ে জানিয়েছেন, দিঘার এই মন্দিরে জগন্নাথ দেবের পাশাপাশি বলরাম ও সুভদ্রার মূর্তিও থাকবে ৷ নির্মাণের কাজ শেষ হলে মন্দিরটি পরিচালনার দায়িত্ব সামলাবে দিঘা শংকরপুর উন্নয়ন কর্তৃপক্ষ (Digha Shankarpur Development Authority) বা ডিএসডিএ (DSDA) ৷
আরও পড়ুন: পুজোর মুখে জমজমাট দিঘা-সুন্দরী, গড়ে উঠছে থ্রি স্টার হোটেল
এদিন এই প্রসঙ্গে সুমন বলেন, "আমাদের আশা, আগামী বছরের শেষেই এই মন্দির তৈরির কাজও সমাপ্ত হয়ে যাবে ৷ এই মন্দির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের স্বপ্ন ৷ সেই স্বপ্নপূরণ করতে প্রায় 200 জন শ্রমিক সারাক্ষণ কাজ করে চলেছেন ৷ পুরীর মন্দিরের আদলেই দিঘার এই মন্দির গড়ে তোলা হবে ৷" সুমন আরও জানিয়েছেন, লাল বেলে পাথরে তৈরি হবে এই অপরূপ স্থাপত্য ৷ সেই পাথর আনা হচ্ছে রাজস্থান থেকে ৷ এই প্রসঙ্গে হিডকোর মুখ্য বাস্তুকার বলেন, "পুরীর মন্দির তৈরির জন্য কোথা থেকে পাথর আনা হয়েছিল, তা আমরা জানি না ৷ কিন্তু, এখানকার মন্দিরেও যাতে ওই মন্দিরের অবয়ব পূর্ণ রূপে ফুটিয়ে তোলা যায়, তা নিশ্চিত করতে আমরা সবরকম চেষ্টা করছি ৷" সুমন জানিয়েছেন, চলতি বছরের মে মাসে দিঘার এই মন্দিরের নির্মাণ কাজ শুরু করা হয় ৷
প্রসঙ্গত, দিঘার কাছেই রয়েছে 300 বছরের প্রাচীন নয়াখালির মন্দির ৷ ডিএসডিএ-এর তরফ থেকে এই মন্দিরে লাইট অ্য়ান্ড সাউন্ড শো শুরু করা হবে ৷ এই প্রসঙ্গে হিডকোর কার্যনির্বাহী আধিকারিক মানসকুমার মণ্ডল জানান, "ওই হেরিটেজ সাইটে একটি ফোয়ারা বসানো হবে এবং লাইট অ্য়ান্ড সাউন্ড শো শুরু করা হবে ৷ এর জন্য আমরা 15 কোটি টাকা খরচ করছি ৷" আগামী জানুয়ারি মাসের মধ্যেই এই কাজ শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন মানস ৷ রাজ্যের পর্যটনে জোয়ার আনতে দিঘা, মন্দারমণিকে ঢেলে সাজানো হচ্ছে ৷ সংশ্লিষ্ট প্রকল্পগুলি সেই পরিকল্পনার আওতাতেই রূপায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন হিডকোর আধিকারিকরা ৷ এই প্রসঙ্গে মানস বলেন, "আমরা চাই, পর্যটকরা দিঘা, মন্দারমণিকে একটু অন্যভাবেও আবিষ্কার করুন ৷"