ETV Bharat / state

রোগীমৃত্যুকে ঘিরে উত্তেজনা এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে

রোগীমৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বাকবিতণ্ডায় জড়াল রোগীর পরিবার ৷ ঘটনাটি ঘটেছে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ৷

এগরা সুপার স্পেশালিটি হাসপাতাল
এগরা সুপার স্পেশালিটি হাসপাতাল
author img

By

Published : Jul 11, 2021, 1:03 PM IST

এগরা, 11 জুলাই : রোগীমৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল পূর্ব মেদিনীপুরের এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে । জানা গিয়েছে, এগরা শহরের বাসিন্দা গীতারানি আচার্য (77) গত 6 তারিখে শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হন এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ৷ এরপর চিকিৎসা চলাকালীন শনিবার মারা যান তিনি ।

পরিবারের তরফে অভিযোগ, মারা যাওয়ার খবর পেয়ে হাসপাতালে ঢুকতে গিয়ে বাধার মুখে পড়েন তাঁরা । এই নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি । খবর দেওয়া হয় এগরা থানায় । এরপর পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে ।

মৃতার ছেলে রতন আচার্যের বলেন, "6 তারিখে আমার মা গীতারানি আচার্যকে ভর্তি করি এই হাসপাতালে । শনিবার সকালে খবর পাই মা মারা গেছেন । দেখা করতে গেলে হাসপাতালের গেটে আমাকে আটকানো হয় । এমনকি আমি ঢোকার চেষ্টা করলেই আমাকে ধাক্কা মেরে বাইরে বের করে দেওয়া হয় । মাকে দেখতেও দেওয়া হয়নি । কী কারণে মৃত্যু হয়েছে তা জানতে পারছি না ।"

রোগীমৃত্যুকে ঘিরে বচসা এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে

যদিও এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ এই সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, "রোগীর পরিবারের সঙ্গে যদি কোনও অসম্মানজনক ঘটনা ঘটে থাকে তাহলে আপনারা থানায় অভিযোগ করুন ।"

আরও পড়ুন : Babake Bolo : ‘বাবাকে বলো’ নিয়ে কিছুই বলার নেই, বলছে তৃণমূল !

এগরা, 11 জুলাই : রোগীমৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল পূর্ব মেদিনীপুরের এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে । জানা গিয়েছে, এগরা শহরের বাসিন্দা গীতারানি আচার্য (77) গত 6 তারিখে শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হন এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ৷ এরপর চিকিৎসা চলাকালীন শনিবার মারা যান তিনি ।

পরিবারের তরফে অভিযোগ, মারা যাওয়ার খবর পেয়ে হাসপাতালে ঢুকতে গিয়ে বাধার মুখে পড়েন তাঁরা । এই নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি । খবর দেওয়া হয় এগরা থানায় । এরপর পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে ।

মৃতার ছেলে রতন আচার্যের বলেন, "6 তারিখে আমার মা গীতারানি আচার্যকে ভর্তি করি এই হাসপাতালে । শনিবার সকালে খবর পাই মা মারা গেছেন । দেখা করতে গেলে হাসপাতালের গেটে আমাকে আটকানো হয় । এমনকি আমি ঢোকার চেষ্টা করলেই আমাকে ধাক্কা মেরে বাইরে বের করে দেওয়া হয় । মাকে দেখতেও দেওয়া হয়নি । কী কারণে মৃত্যু হয়েছে তা জানতে পারছি না ।"

রোগীমৃত্যুকে ঘিরে বচসা এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে

যদিও এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ এই সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, "রোগীর পরিবারের সঙ্গে যদি কোনও অসম্মানজনক ঘটনা ঘটে থাকে তাহলে আপনারা থানায় অভিযোগ করুন ।"

আরও পড়ুন : Babake Bolo : ‘বাবাকে বলো’ নিয়ে কিছুই বলার নেই, বলছে তৃণমূল !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.