পূর্ব মেদিনীপুর, 29 জুন: একের পর এক জেলা সফর করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ 11 জুলাই পূর্ব মেদিনীপুর জেলা সফরে যাবেন তিনি (CM Mamata banerjee visit to East Midnapore on 11 July)৷ করোনাকালে ঘূর্ণিঝড়ে তছনছ হয়ে যাওয়া দিঘা রাজ্য সরকারের উদ্যোগে ফের সেজে উঠছে ৷ ধ্বংসস্তূপ থেকে আবার সৈকত সুন্দরীর সৌন্দর্য্যবর্ধনের কাজ করছে রাজ্য সরকার ।
আরও পড়ুন : আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চলে 22 হাজার কোটি বিনিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রীর
এই সফরে মুখ্যমন্ত্রী প্রশাসনিক রিভিউ বৈঠকের পাশাপাশি সরকারি সভাও করবেন ৷ জানা গিয়েছে, ইতিমধ্যেই ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসে চেয়ে পাঠানো হয়েছে দফতর ভিত্তিক বিভিন্ন ধরনের স্কিমের উদ্বোধন তালিকা । কী কী শিলান্যাস হবে, প্রস্তুত করা হচ্ছে সেই তালিকাও ।
উদ্বোধনী তালিকায় থাকছে, তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও দিঘা জেলা পরিষদ গেস্ট হাউস । এবারের সফরে এসে মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন নবরূপে সুসজ্জিত দিঘার । দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন দেশের বিভিন্ন প্রান্তে সমুদ্র সৈকত মেরিন ড্রাইভের মতো মেরিন ড্রাইভ তৈরি হোক দিঘাতেও । চকচকে রাস্তা সুসজ্জিত আলোয় সাজানো দিঘা থেকে শৌলা পর্যন্ত মেরিন ড্রাইভ ইতিমধ্যেই তৈরি হয়েছে । 11 জুলাই মুখ্যমন্ত্রী নিজে হাতে এই মেরিন ড্রাইভের উদ্বোধন করবেন ।
আরও পড়ুন : পর্যটকদের আকর্ষণ বাড়াতে নয়া রূপে সাজছে সৈকত সুন্দরী