ETV Bharat / state

অবস্থা বেহাল, তার মধ্যেই শুরু পঞ্চম শ্রেণি - Classes have started in Rautara School

পরিকাঠামো ছাড়াই পঞ্চম শ্রেণির ক্লাস শুরু রাউতাড়া প্রাথমিক বিদ্যালয়ে ৷ অভিযোগ স্থানীয় ও অভিভাবকদের ৷ প্রধান শিক্ষকের বক্তব্য উন্নত পরিকাঠামোর জন্য আবেদন জানিয়েও পাওয়া যায়নি কোনও সুফল ৷

Rautara School
রাউতাড়া প্রাথমিক বিদ্যালয়
author img

By

Published : Feb 17, 2020, 2:07 PM IST

পটাশপুর, 17 ফেব্রুয়ারি : পর্যাপ্ত পরিকাঠামো ছাড়াই স্কুলের পঞ্চম শ্রেণির ক্লাস শুরু ৷ ক্লাসঘরের সংখ্যা মাত্রা 6 টি ৷ আর শিক্ষকের সংখ্যা মাত্র 4 ৷ স্কুলের ক্লাসঘর ও শিক্ষকের সংখ্যা কম থাকায় কখনও একটি ঘরে বসে দু'টি ক্লাস চালাতে হয় ৷ এমনই চিত্র দেখা গেল পূ্র্ব মেদিনীপুরের পটাশপুরের 2 নম্বর ব্লকের রাউতাড়া প্রাথমিক বিদ্যালয়ে ৷

দেওয়ালে ধরেছে ফাটল ,উপরের টিন ও অ্যাজ়বেস্টারের চালের অবস্থা সংকটজনক । চলতি বছরে এই অবস্থাতেই নতুন ভাবে চালু হয়েছে ক্লাস ফাইভ । সব মিলিয়ে ক্লাসঘরের সংখ্যা 6 । আর শিক্ষকের সংখ্যা মাত্র 4 ৷ যাদের মধ্যে 3 জন রেগুলার ও 1 জন প্যারা টিচার রয়েছেন । আবার সপ্তাহে দু-তিনদিন প্রধান শিক্ষককে স্কুলের কাগজপত্র এবং অফিস সামলানোর জন্য বাইরেই থাকতে হয় । তাই কখনও একজন শিক্ষককে দু'টি করে ক্লাস সামলাতে হয় । অথচ বিদ্যালয়ের বর্তমান ছাত্র সংখ্যা 83 । আবার বিদ্যালয় ভবনের ক্লাসঘরের সংখ্যা কম থাকায় একটি রুমে বসে দু'টি করে ক্লাস চালাতে হয় ।

এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক বাদলচন্দ্র মাইতি বলেন, "আমাদের স্কুলের পরিবেশ ও পরিকাঠামো সমস্যা রয়েছে । স্কুলের সামনেই রয়েছে গ্রামের খেলার মাঠ । আর স্কুলের পিছনে রয়েছে একটি জল নিকাশি । তাতেও অধিকাংশ সময় আবর্জনায় পরিপূর্ণ হয়ে থাকে । আর সেখান থেকে ছড়াচ্ছে দূষণ , মশা মাছির উপদ্রব । বিদ্যালয়ের টিন ও অ্যাজ়বেস্টারের চালের অবস্থাও খারাপ ৷ বৃষ্টি হলেই স্কুলের ভিতরে যেখানে সেখানে জল পড়তে থাকে । স্কুলের ভবন মেরামতির জন্য ও আরও শিক্ষক নিয়োগ চেয়ে আমরা আবেদন জানিয়েছি । যদিও এখনও কোনও কিছুই পাওয়া যায় নি । "

অন্যদিকে, একই অভিযোগ অভিভাবকদেরও ৷ এক অভিভাবক বাদল মাইতি বলেন, "স্কুলের পরিকাঠামোর বেহাল অবস্থা । পঠনপাঠন ঠিক থাকলেও স্কুলের ঘরের অবস্থা অনেক খারাপ । বৃষ্টির সময় টিনের চালা দিয়ে বৃষ্টির জল পড়তে থাকে ৷ স্কুলের ঠিক পিছনে রয়েছে একটি নালা , তাতেও প্রায় সবসময় আবর্জনায় ভর্তি থাকে । এলাকায় অন্য কোনও স্কুলও নেই । "

বিদ্যালয়ের অবস্থা বেহাল , অভিযোগ প্রধান শিক্ষক থেকে অভিভাবকদের

পটাশপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দনকুমার সাউ বলেন, " এই সমস্ত দেখার দায়িত্ব গ্রাম পঞ্চায়েতের এবং সেখানকার স্থানীয় সদস্যদের । কারণ আমাদের পক্ষে সম্ভব নয় সব জায়গায় গিয়ে সবকিছু দেখাশোনা করার । কিন্তু তারা তো আমাকে কিছুই জানায়নি । এমনকি স্কুলের শিক্ষকেরাও আজ পর্যন্ত আমার কাছে কোনও দিন এই সব অভিযোগ নিয়ে আসেননি । তাই এখন আমাকে যা করার নিজেকেই করতে হবে । আর এখন দেখার এটাই, যে এই বিদ্যালয়ের ভবন পুনর্নির্মাণের জন্য টাকা বা নতুন করে শিক্ষক নিয়োগ কবে হবে ৷ "

পটাশপুর, 17 ফেব্রুয়ারি : পর্যাপ্ত পরিকাঠামো ছাড়াই স্কুলের পঞ্চম শ্রেণির ক্লাস শুরু ৷ ক্লাসঘরের সংখ্যা মাত্রা 6 টি ৷ আর শিক্ষকের সংখ্যা মাত্র 4 ৷ স্কুলের ক্লাসঘর ও শিক্ষকের সংখ্যা কম থাকায় কখনও একটি ঘরে বসে দু'টি ক্লাস চালাতে হয় ৷ এমনই চিত্র দেখা গেল পূ্র্ব মেদিনীপুরের পটাশপুরের 2 নম্বর ব্লকের রাউতাড়া প্রাথমিক বিদ্যালয়ে ৷

দেওয়ালে ধরেছে ফাটল ,উপরের টিন ও অ্যাজ়বেস্টারের চালের অবস্থা সংকটজনক । চলতি বছরে এই অবস্থাতেই নতুন ভাবে চালু হয়েছে ক্লাস ফাইভ । সব মিলিয়ে ক্লাসঘরের সংখ্যা 6 । আর শিক্ষকের সংখ্যা মাত্র 4 ৷ যাদের মধ্যে 3 জন রেগুলার ও 1 জন প্যারা টিচার রয়েছেন । আবার সপ্তাহে দু-তিনদিন প্রধান শিক্ষককে স্কুলের কাগজপত্র এবং অফিস সামলানোর জন্য বাইরেই থাকতে হয় । তাই কখনও একজন শিক্ষককে দু'টি করে ক্লাস সামলাতে হয় । অথচ বিদ্যালয়ের বর্তমান ছাত্র সংখ্যা 83 । আবার বিদ্যালয় ভবনের ক্লাসঘরের সংখ্যা কম থাকায় একটি রুমে বসে দু'টি করে ক্লাস চালাতে হয় ।

এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক বাদলচন্দ্র মাইতি বলেন, "আমাদের স্কুলের পরিবেশ ও পরিকাঠামো সমস্যা রয়েছে । স্কুলের সামনেই রয়েছে গ্রামের খেলার মাঠ । আর স্কুলের পিছনে রয়েছে একটি জল নিকাশি । তাতেও অধিকাংশ সময় আবর্জনায় পরিপূর্ণ হয়ে থাকে । আর সেখান থেকে ছড়াচ্ছে দূষণ , মশা মাছির উপদ্রব । বিদ্যালয়ের টিন ও অ্যাজ়বেস্টারের চালের অবস্থাও খারাপ ৷ বৃষ্টি হলেই স্কুলের ভিতরে যেখানে সেখানে জল পড়তে থাকে । স্কুলের ভবন মেরামতির জন্য ও আরও শিক্ষক নিয়োগ চেয়ে আমরা আবেদন জানিয়েছি । যদিও এখনও কোনও কিছুই পাওয়া যায় নি । "

অন্যদিকে, একই অভিযোগ অভিভাবকদেরও ৷ এক অভিভাবক বাদল মাইতি বলেন, "স্কুলের পরিকাঠামোর বেহাল অবস্থা । পঠনপাঠন ঠিক থাকলেও স্কুলের ঘরের অবস্থা অনেক খারাপ । বৃষ্টির সময় টিনের চালা দিয়ে বৃষ্টির জল পড়তে থাকে ৷ স্কুলের ঠিক পিছনে রয়েছে একটি নালা , তাতেও প্রায় সবসময় আবর্জনায় ভর্তি থাকে । এলাকায় অন্য কোনও স্কুলও নেই । "

বিদ্যালয়ের অবস্থা বেহাল , অভিযোগ প্রধান শিক্ষক থেকে অভিভাবকদের

পটাশপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দনকুমার সাউ বলেন, " এই সমস্ত দেখার দায়িত্ব গ্রাম পঞ্চায়েতের এবং সেখানকার স্থানীয় সদস্যদের । কারণ আমাদের পক্ষে সম্ভব নয় সব জায়গায় গিয়ে সবকিছু দেখাশোনা করার । কিন্তু তারা তো আমাকে কিছুই জানায়নি । এমনকি স্কুলের শিক্ষকেরাও আজ পর্যন্ত আমার কাছে কোনও দিন এই সব অভিযোগ নিয়ে আসেননি । তাই এখন আমাকে যা করার নিজেকেই করতে হবে । আর এখন দেখার এটাই, যে এই বিদ্যালয়ের ভবন পুনর্নির্মাণের জন্য টাকা বা নতুন করে শিক্ষক নিয়োগ কবে হবে ৷ "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.