পূর্ব মেদিনীপুর, 27 মার্চ: পঞ্চায়েত নির্বাচনের আগে আবার নতুন করে তৃণমূল-বিজেপি সংঘর্ষে সোমবার উত্তপ্ত হল ময়নার বাকচা (Again TMC and BJP Clash in Moyna)। রবিবার রাতে বোমাবাজি-সহ বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করার পর সোমবার সকালে ফের ঝামেলার অভিযোগ উঠেছে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নতুন করে কোনও ঝামেলা এড়াতে ঘটনাস্থলে চলছে পুলিশি টহল ৷
রবিবার বিকেলে ময়নার বাকচা দক্ষিণ আড়ং কেয়ারানা এলাকায় বিজেপি কর্মী সমর্থকরা এলাকায় একটি মিছিল বের করে । সেই মিছিল চলাকালীন তৃণমূলের দুষ্কৃতীরা মিছিলের উপর হামলা চালায় বলে অভিযোগ । তারপর তৃণমূল-বিজেপির দু'পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় । খবর পেয়ে ঘটনাস্থলে আসে ময়না থানার পুলিশ । সেখান থেকে তৃণমূল ও বিজেপি উভয়পক্ষেরই বেশ কয়েকজন কর্মীকে আটক করে পুলিশ। এই ঘটনার জের কাটতে না কাটতেই সোমবার ভোর থেকে আবার শুরু হয় বোমাবাজি ।
বিজেপি কর্মীদের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মী-সমর্থকের বাড়ি ভাঙচুর করা হয়েছে বলে দাবি করে বিজেপি। যদিও তৃণমূল কংগ্রেস বিজেপির অভিযোগ অস্বীকার করে ৷ বিষয়টি নিয়ে ময়নার প্রাক্তন তৃণমূল বিধায়ক সংগ্রাম দলুই বলেন, "এলাকায় বিজেপি নতুন করে সন্ত্রাস সৃষ্টি করছে । রবিবার আমাদের কর্মী-সমর্থকরা রাস্তা দিয়ে যাবার সময় মারধর করে। এমনকি এই ঘটনায় দু'জন পুলিশও আহত হয়। আর বিজেপির মধ্যে এখন তুমুল গোষ্ঠীকোন্দল শুরু হয়েছে। ভোট এলেই ওরা সন্ত্রাস সৃষ্টি করে। ওদের কাজ হচ্ছে মারধর আর গুন্ডামি করা ।"
এদিকে স্থানীয় বিজেপি নেতা তপন বন্দ্যোপাধ্যায় বলেন, "এই এলাকা থেকে বিজেপি ভোটে অনেক লিড পেয়েছিল ৷ সেটাই সহ্য হচ্ছে না তৃণমূলের ৷ ফের ভোট আসার আগেই তাই এসব করে ভয় দেখাতে চাইছে তারা ৷ বেছে বেছে আমাদের কর্মীদের মারছে ৷ কিন্তু এসব আর বেশিদিন চলবে না ৷ আগামী ভোটেই মানুষ এক জবাব দেবে ৷"
আরও পড়ুন : তুফানগঞ্জে বিজেপি বিধায়ককে কালো পতাকা তৃণমূলের