খেজুরি, 1 জুন : খেজুরির কন্ঠিবাড়িতে BJP ও তৃণমূলের সংঘর্ষ । আজ দুপুর থেকে দফায় দফায় দুপক্ষের সংঘর্ষে উত্তেজনা ছড়ায় এলাকায় । ঘটনায় জখম হয়েছেন একজন BJP কর্মী । সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ । তাতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে । অভিযোগ, পুলিশের গাড়ি লক্ষ্য করে হামলা চালায় BJP কর্মীরা । পরে পুলিশের গাড়ি আটকে অবরোধও করে তারা।
ঘটনার সূত্রপাত আজ সকালে । এলাকারই BJP কর্মী শেখ নুর আলমকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধর করে তৃণমূলের লোকজন । এই খবর চাউর হতেই এলাকায় উত্তেজনা ছড়ায় । অভিযোগ, দলীয় কর্মীর উপর হামলার প্রতিশোধ নিতে BJP কর্মীরা তৃণমূলের পার্টিঅফিসে হামলা চালায় ও ভাঙচুর করে । বাধা দিতে যায় তৃণমূল কর্মীরা । তখনই দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় । সংঘর্ষ থামাতে ঘটনাস্থানে পৌঁছায় খেজুরি থানার পুলিশ । তখন পুলিশের গাড়ির উপরও হামলা চালানো হয় । তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ।
ঘটনায় আহত শেখ নুর আলম বলেন, "সকালে পাড়ায় গোরু, ছাগল কিনতে গেছিলাম । বাড়ি ফেরার সময় কয়েকজন তৃণমূলের দুষ্কৃতী আমাকে তুলে নিয়ে জঙ্গলে যায় । কোনওরকমে পালিয়ে বাঁচি । BJP করি বলে আমার উপর এই আক্রমণ ।" খেজুরি-2 এর BJP মণ্ডল সভাপতি শুভ্রাংশু শেখর দাস বলেন, "তৃণমূলের গুন্ডারা শেখ নুর আলমের উপর আজ সকালে আক্রমণ চালায় । হাত-পা ভেঙে দেয় । খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে । খেজুরি-1-এও তৃণমূলের দুষ্কৃতীরা আমাদের দলীয় সমর্থক সনৎ মাইতিকে তুলে নিয়ে গিয়ে মারধর করে । তার অবস্থাও আশঙ্কাজনক ।"