ETV Bharat / state

মদের দোকান বন্ধ করতেই ভাঙচুরের চেষ্টা ক্রেতাদের, আটক 3 - মদের দোকান বন্ধ করতেই ভাঙচুরের চেষ্টা ক্রেতাদের

মদের দোকানে সকাল থেকেই লম্বা লাইন ক্রেতাদের । অনেক জায়গাতেই মানা হল না সামাজিক দূরত্ব । জেলার নন্দকুমার, ময়না সহ একাধিক এলাকায় আবার দোকান বন্ধের দাবিতেও এ'দিন বিক্ষোভ দেখায় সাধারণ মানুষ । কিন্তু বন্ধ হয়নি মদের বিকিকিনি । পরে জমায়েত তুলতে লাঠিচার্জ করে পুলিশ ।

Clash at liquor shop
Clash at liquor shop
author img

By

Published : May 4, 2020, 9:05 PM IST

নন্দকুমার, 4 মে : কোরোনা সংক্রমণের ভয়কে দূরে সরিয়ে জেলার বিভিন্ন প্রান্তে মদের দোকানে সকাল থেকেই লম্বা লাইন ক্রেতাদের । অনেক জায়গাতেই মানা হল না সামাজিক দূরত্ব । জেলার নন্দকুমার, ময়না সহ একাধিক এলাকায় আবার দোকান বন্ধের দাবিতেও এ'দিন বিক্ষোভ দেখায় সাধারণ মানুষ । কিন্তু বন্ধ হয়নি মদের বিকিকিনি । পরে জমায়েত তুলতে লাঠিচার্জ করে পুলিশ । পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার বাজার এলাকার ঘটনা । ঘটনায় ইতিমধ্যেই মদের দোকানের এক কর্মী সহ দুই ক্রেতাকে আটক করেছে নন্দকুমার থানার পুলিশ ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, সরকারি নির্দেশিকা হাতে পাওয়ার পরই আজ সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় খুলে যায় সরকার অনুমোদিত মদের দোকানগুলি । আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা । নির্দেশিকা অনুযায়ী দুপুর 12টা থেকে দোকান খোলার কথা থাকলেও সকাল ন'টা থেকে মদ কেনার জন্য হুড়োহুড়ি করেন ক্রেতারা । পরে আবগারি দপ্তর থেকে জানান হয়, বিকেল তিনটে থেকে খোলা হবে মদের দোকান ।

দুপুর বারোটা নাগাদ নন্দকুমার থানা সংলগ্ন নন্দকুমার বাজারের একটি সরকারি অনুমোদন প্রাপ্ত দোকান খোলে । মদ কিনতে ওই দোকানে ভিড় জমান শতাধিক লোক । কে আগে মদ পাবে সেই নিয়ে ক্রেতা-বিক্রেতার মধ্যে বচসা বেঁধে যায় । ইতিমধ্যেই বিকেল তিনটে থেকে দোকান খোলার নির্দেশ আসায় বাধ্য হয়ে দোকান বন্ধ করে দেন মালিক । এরপরই দোকান খোলার দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন ক্রেতারা । পরে দোকানে ইট-পাটকেল ছুড়ে ভাঙচুর চালাতে শুরু করে তাঁরা ।

খবর পেয়ে ঘটনাস্থানে আসে নন্দকুমার থানার পুলিশ । লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে ক্রেতাদের । ঘটনায় দোকানের এক কর্মী সহ তিনজনকে আটক করে পুলিশ ।

অন্যদিকে, ময়না বাজারের আনন্দপুর এলাকায় সরকার অনুমোদিত মদের দোকানের সামনে প্ল্যাকার্ড হাতে দোকান বন্ধের দাবিতে বিক্ষোভ দেখান এলাকার মহিলারা । তাঁদের অভিযোগ, এমনিতেই লকডাউনের জেরে এলাকার বহু মানুষ কাজ হারিয়েছেন । হাতে যেটুকু টাকা-পয়সা রয়েছে তা দিয়ে কোনওরকমে চলছে সংসার । দোকান খুলে দেওয়া হলে স্বল্প সঞ্চিত সেই অর্থ মদ কেনাতেই উড়িয়ে দেবে সুরাপ্রেমীরা । ফলে সংসারে অশান্তির পাশাপাশি আরও অর্থ সংকট তৈরি হবে ।

এ'বিষয়ে নন্দকুমার থানার OC গোপাল পাঠক জানিয়েছেন, "পরিস্থিতি সামাল দিতে মৃদু লাঠিচার্জ করা হয়েছে। লকডাউন না মেনে বেআইনিভাবে জমায়েতে তিনজনকে আটক করা হয়েছে । এলাকায় কোনওভাবেই জমায়েত বরদাস্ত করা হবে না ।"

নন্দকুমার, 4 মে : কোরোনা সংক্রমণের ভয়কে দূরে সরিয়ে জেলার বিভিন্ন প্রান্তে মদের দোকানে সকাল থেকেই লম্বা লাইন ক্রেতাদের । অনেক জায়গাতেই মানা হল না সামাজিক দূরত্ব । জেলার নন্দকুমার, ময়না সহ একাধিক এলাকায় আবার দোকান বন্ধের দাবিতেও এ'দিন বিক্ষোভ দেখায় সাধারণ মানুষ । কিন্তু বন্ধ হয়নি মদের বিকিকিনি । পরে জমায়েত তুলতে লাঠিচার্জ করে পুলিশ । পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার বাজার এলাকার ঘটনা । ঘটনায় ইতিমধ্যেই মদের দোকানের এক কর্মী সহ দুই ক্রেতাকে আটক করেছে নন্দকুমার থানার পুলিশ ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, সরকারি নির্দেশিকা হাতে পাওয়ার পরই আজ সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় খুলে যায় সরকার অনুমোদিত মদের দোকানগুলি । আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা । নির্দেশিকা অনুযায়ী দুপুর 12টা থেকে দোকান খোলার কথা থাকলেও সকাল ন'টা থেকে মদ কেনার জন্য হুড়োহুড়ি করেন ক্রেতারা । পরে আবগারি দপ্তর থেকে জানান হয়, বিকেল তিনটে থেকে খোলা হবে মদের দোকান ।

দুপুর বারোটা নাগাদ নন্দকুমার থানা সংলগ্ন নন্দকুমার বাজারের একটি সরকারি অনুমোদন প্রাপ্ত দোকান খোলে । মদ কিনতে ওই দোকানে ভিড় জমান শতাধিক লোক । কে আগে মদ পাবে সেই নিয়ে ক্রেতা-বিক্রেতার মধ্যে বচসা বেঁধে যায় । ইতিমধ্যেই বিকেল তিনটে থেকে দোকান খোলার নির্দেশ আসায় বাধ্য হয়ে দোকান বন্ধ করে দেন মালিক । এরপরই দোকান খোলার দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন ক্রেতারা । পরে দোকানে ইট-পাটকেল ছুড়ে ভাঙচুর চালাতে শুরু করে তাঁরা ।

খবর পেয়ে ঘটনাস্থানে আসে নন্দকুমার থানার পুলিশ । লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে ক্রেতাদের । ঘটনায় দোকানের এক কর্মী সহ তিনজনকে আটক করে পুলিশ ।

অন্যদিকে, ময়না বাজারের আনন্দপুর এলাকায় সরকার অনুমোদিত মদের দোকানের সামনে প্ল্যাকার্ড হাতে দোকান বন্ধের দাবিতে বিক্ষোভ দেখান এলাকার মহিলারা । তাঁদের অভিযোগ, এমনিতেই লকডাউনের জেরে এলাকার বহু মানুষ কাজ হারিয়েছেন । হাতে যেটুকু টাকা-পয়সা রয়েছে তা দিয়ে কোনওরকমে চলছে সংসার । দোকান খুলে দেওয়া হলে স্বল্প সঞ্চিত সেই অর্থ মদ কেনাতেই উড়িয়ে দেবে সুরাপ্রেমীরা । ফলে সংসারে অশান্তির পাশাপাশি আরও অর্থ সংকট তৈরি হবে ।

এ'বিষয়ে নন্দকুমার থানার OC গোপাল পাঠক জানিয়েছেন, "পরিস্থিতি সামাল দিতে মৃদু লাঠিচার্জ করা হয়েছে। লকডাউন না মেনে বেআইনিভাবে জমায়েতে তিনজনকে আটক করা হয়েছে । এলাকায় কোনওভাবেই জমায়েত বরদাস্ত করা হবে না ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.