ETV Bharat / state

কোলাঘাট ইঞ্জিনিয়ারিং কলেজে সংঘর্ষ, পড়ুয়াদের ধর্ষণের হুমকি - Kolghat

নবীনবরণ উৎসবের প্রস্তুতি পর্বে  তৃতীয় ও চতুর্থ বর্ষের ছাত্রছাত্রীদের না ডাকায় দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের মারধর ৷ অভিযোগ, তৃতীয় ও চতুর্থ বর্ষের ছাত্রছাত্রীদের বিরুদ্ধে ৷ এর জেরে জখম 4 । কোলাঘাট ইঞ্জিনিয়ারিং কলেজের ঘটনা

কোলাঘাট ইঞ্জিনিয়ারিং কলেজ
author img

By

Published : Aug 23, 2019, 12:53 PM IST

Updated : Aug 23, 2019, 3:09 PM IST

কোলাঘাট, 23 আগস্ট : ‌নবীনবরণ উৎসবের প্রস্তুতিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল কোলাঘাট ইঞ্জিনিয়ারিং কলেজ ৷ নবীনবরণ উৎসবের প্রস্তুতি পর্বে তৃতীয় ও চতুর্থ বর্ষের ছাত্রছাত্রীদের না ডাকায় দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের মারধর ৷ অভিযোগ, তৃতীয় ও চতুর্থ বর্ষের ছাত্রছাত্রীদের বিরুদ্ধে ৷ এর জেরে জখম 4 । এর প্রতিবাদে গতকাল কলেজের ডিরেক্টরের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করে কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীরা ৷ খবর পেয়ে ঘটনাস্থানে যায় কোলাঘাট থানার পুলিশ ৷ তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ৷ জখম ছাত্রছাত্রীদের চিকিৎসার জন্য কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের হাসপাতালে ভরতি করা হয়েছে।

ভিডিয়োয় শুনুন পিয়াসা জানার বক্তব্য

7 সেপ্টেম্বর কোলাঘাট ইঞ্জিনিয়ারিং কলেজের নবীনবরণ অনুষ্ঠান ৷ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য বুধবার বিকেলে দ্বিতীয়বর্ষের ছাত্রছাত্রীরা রিহার্সাল শুরু করে । এই রিহার্সালে উপস্থিত ছিল না তৃতীয় ও চতুর্থবর্ষের ছাত্রছাত্রীরা ৷ অভিযোগ, তাদের ডাকা হয়নি । এ নিয়ে সন্ধ্যার দিকে দু'পক্ষের বচসা শুরু হয় । হয় হাতাহাতি । এরপর দ্বিতীয়বর্ষের ছাত্রছাত্রীদের হস্টেল রুমে ভাঙচুর চালায় তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীরা । খাবারও ফেলে দেয় । এই নিয়ে বুধবার রাত থেকে বিক্ষোভ দেখাতে শুরু করে দ্বিতীয়বর্ষের ছাত্রছাত্রীরা । খবর পেয়ে গতকাল সকালে কলেজে যান ডিরেক্টর ৷ তাঁকে ঘিরেও বিক্ষোভ দেখানো হয় । বন্ধ হয়ে যায় কলেজের পঠন-পাঠন । খবর পেয়ে ঘটনাস্থানে যায় কোলাঘাট থানার পুলিশ । তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে ।

Kolghat Engineering College
পিয়াসা জানা

ইলেক্ট্রিকাল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী পিয়াসা জানা বলেন, "তৃতীয় ও চতুর্থবর্ষের পড়ুয়ারা আমাদের ধর্ষণের হুমকি দিচ্ছে । আতঙ্কে আছি ।" দ্বিতীয় বর্ষের এক ছাত্রের অভিভাবক আশিস হালদার বলেন, "গতরাত থেকে যা হচ্ছে তাতে আমরা খুবই আতঙ্কিত ।"
কলেজের ডিরেক্টর প্রভাসকুমার বোস বলেন, "কলেজের গেটে তালা লাগিয়ে দেওয়ায় পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশকে ডাকা হয়েছিল । পরে দু'পক্ষকে নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আলোচনা করা হয়েছে । এটা কলেজের অভ্যন্তরীণ বিষয় । সামান্য একটা ভুল বোঝাবুঝির জন্যই ঘটেছে । পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক ।"

কোলাঘাট, 23 আগস্ট : ‌নবীনবরণ উৎসবের প্রস্তুতিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল কোলাঘাট ইঞ্জিনিয়ারিং কলেজ ৷ নবীনবরণ উৎসবের প্রস্তুতি পর্বে তৃতীয় ও চতুর্থ বর্ষের ছাত্রছাত্রীদের না ডাকায় দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের মারধর ৷ অভিযোগ, তৃতীয় ও চতুর্থ বর্ষের ছাত্রছাত্রীদের বিরুদ্ধে ৷ এর জেরে জখম 4 । এর প্রতিবাদে গতকাল কলেজের ডিরেক্টরের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করে কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীরা ৷ খবর পেয়ে ঘটনাস্থানে যায় কোলাঘাট থানার পুলিশ ৷ তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ৷ জখম ছাত্রছাত্রীদের চিকিৎসার জন্য কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের হাসপাতালে ভরতি করা হয়েছে।

ভিডিয়োয় শুনুন পিয়াসা জানার বক্তব্য

7 সেপ্টেম্বর কোলাঘাট ইঞ্জিনিয়ারিং কলেজের নবীনবরণ অনুষ্ঠান ৷ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য বুধবার বিকেলে দ্বিতীয়বর্ষের ছাত্রছাত্রীরা রিহার্সাল শুরু করে । এই রিহার্সালে উপস্থিত ছিল না তৃতীয় ও চতুর্থবর্ষের ছাত্রছাত্রীরা ৷ অভিযোগ, তাদের ডাকা হয়নি । এ নিয়ে সন্ধ্যার দিকে দু'পক্ষের বচসা শুরু হয় । হয় হাতাহাতি । এরপর দ্বিতীয়বর্ষের ছাত্রছাত্রীদের হস্টেল রুমে ভাঙচুর চালায় তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীরা । খাবারও ফেলে দেয় । এই নিয়ে বুধবার রাত থেকে বিক্ষোভ দেখাতে শুরু করে দ্বিতীয়বর্ষের ছাত্রছাত্রীরা । খবর পেয়ে গতকাল সকালে কলেজে যান ডিরেক্টর ৷ তাঁকে ঘিরেও বিক্ষোভ দেখানো হয় । বন্ধ হয়ে যায় কলেজের পঠন-পাঠন । খবর পেয়ে ঘটনাস্থানে যায় কোলাঘাট থানার পুলিশ । তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে ।

Kolghat Engineering College
পিয়াসা জানা

ইলেক্ট্রিকাল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী পিয়াসা জানা বলেন, "তৃতীয় ও চতুর্থবর্ষের পড়ুয়ারা আমাদের ধর্ষণের হুমকি দিচ্ছে । আতঙ্কে আছি ।" দ্বিতীয় বর্ষের এক ছাত্রের অভিভাবক আশিস হালদার বলেন, "গতরাত থেকে যা হচ্ছে তাতে আমরা খুবই আতঙ্কিত ।"
কলেজের ডিরেক্টর প্রভাসকুমার বোস বলেন, "কলেজের গেটে তালা লাগিয়ে দেওয়ায় পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশকে ডাকা হয়েছিল । পরে দু'পক্ষকে নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আলোচনা করা হয়েছে । এটা কলেজের অভ্যন্তরীণ বিষয় । সামান্য একটা ভুল বোঝাবুঝির জন্যই ঘটেছে । পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক ।"

Intro:কোলাঘাট,২২ আগস্ট:‌ কোলাঘাট ইঞ্জনিয়ারিং কলেজ এ নবীন বরণ উৎসবের প্রস্তুতি পর্বে তৃতীয় ও ৪র্থ বর্ষের ছাত্রছাত্রীদের না ডাকায় দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের মারধরের অভিযোগ তৃতীয় ও ৪র্থ বর্ষের ছাত্রছাত্রীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে গত রাতেই রণক্ষেত্রর চেহারা নেয় কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এণ্ড ম্যানেজম্যান্ট, কোলাঘাট। এদিন দুপুরে কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীরা ঘটনার প্রতিবাদে কলেজের ডিরেক্টারের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোলাঘাট থানা থেকে কলেজ চত্বরে বিশাল পুলিশ বাহিনী ছুটে আসে।Body:কলেজ সূত্রে জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার কোলাঘাট ইঞ্জিনিয়ারিং কলেজ এ আগামী 7 সেপ্টেম্বর কলেজ এর নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে অংশ গ্রহন করার জন্য দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীরা গতকাল বিকেল নাগাদ রিয়ারসাল শুরু করে। অভিযোগ, এই রিয়ারশালে তৃতীয় ও ৪র্থ বর্ষের ছাত্রছাত্রীদের না ডাকায় দুই পক্ষের মধ্যে বিবাদ শুরু হয়। আর তা নিয়ে কলেজ চত্বর উত্তপ্ত হয়ে উঠে। শুরু হয় দফায় দফায় দুই পক্ষের হাতাহাতি মারধর। দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের হোস্টেলের একাধিক রুমে ভাঙচুর চালায় তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীরা। ফেলে দেওয়া হয় কন্টিনে থাকা দ্বিতীয় বর্ষের জন্য বরাদ্দ খাওয়ার। রাত থেকেই তাই অভুক্ত অবস্থায় কলেজের মধ্যেই বিক্ষোভ দেখাতে শুরু করে দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীরা। এরপর সকাল হতেই ফের ডাইরেক্টরকে বিক্ষোভ দেখাতে থাকে দ্বিতীয় বর্ষের ছাত্র ছাত্রীরা। আর এই চরম অরাজকতা বিশঙ্খলার ফলে বন্ধ হয়ে যায় কলেজের পঠনপাঠন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের সাহায্য নেয় কলেজ কর্তপক্ষ। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কিক ছাত্রছাত্রীরা কলেজ ছেড়ে বাড়ির চলে যায় বেশকিছু ছাত্রছাত্রী। পরিস্থিতি জানতে পেরে ঘটনাস্থলে ছুটে আসেন অভিবাবকেরা। পরে পুলিশ কলেজে ঢুকতে গেলে গেটে তালা ঝুলিয়ে বাধা দেয় তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীরা। শেষ পাওয়া খবর অনুযায়ী, দুই পক্ষের ছাত্রছাত্রীদের নিয়ে মীমাংসা সূত্র বের করতে বৈঠকে বসেছে পুলিশ। এদিকে এই সংঘর্ষের জেরে দুই পক্ষের জখম হয়েছেন ৪ছাত্রছাত্রী। তাদের চিকিৎসার জন্য কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের হাসপাতালে ভর্তি করা হয়েছে। Conclusion:দ্বিতীয় বর্ষের এক ছাত্রের বাবা আশিষ হালদার বলেন, গতকাল রাত থেকে যা হচ্ছে তাতে আমরা অভিবাকেরা খুবই আতঙ্কিত হয়ে পড়েছি। ইলেক্ট্রিক্যাল বিভাগের ২য় বর্ষের ছাত্রী পিয়াসা জানা বলেন, ৪বর্ষ ও ৩বর্ষের ছেলেরা আমাদের ধর্ষণ করার হুমকি দিচ্ছে। আমরা খুবই আতঙ্কে আছি।
কলেজের ডিরেক্টর প্রভাস কুমার বোস জানিয়েছেন, হঠাৎ করে কলেজের গেটে তালা লাগিয়ে দেওয়ায় পরিস্থিতি স্বাভাবিত করতে পুলিকে ডাকা হয়েছিল। পরে দুই পক্ষকেই নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আলোচনা করা হয়েছে। এটা কলেজের আভন্তরিণ বিষয়। সামান্য একটা ভুলবোঝাবুঝির জেরেই এমনটা ঘটেছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।
Last Updated : Aug 23, 2019, 3:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.