ETV Bharat / state

দিদি এক কোটির বেশি চাকরি দিয়েছেন : দেব

"ভোটের সময় প্রচারে অনেক চাপ থাকে। যেহেতু আমি উনাকে চিনি। তাই প্রচারের মধ্যে এই ঘটনাকে দু:খজনক বলছি ।" ভারতী ঘোষকে CID জেরা প্রসঙ্গে একথা বললেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব ।

দেব
author img

By

Published : Apr 21, 2019, 11:36 AM IST

তমলুক, 21 এপ্রিল : "ভারতী ঘোষের অভিযোগ সত্যি হলে CBI নির্বাচনের আগে বা নির্বাচনের সময় রাজ্য সরকারকে বিরক্ত করছিল এটাও সত্যি । তখন আমাদেরকে বলা হয়েছিল CBI নিজের কাজ করছে । তাহলে আমিও বলতে পারি, CID নিজের কাজ করছে । কারণ উনি দেড় বছর ছিলেন না । সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী CID নিজের কাজ করছে ।" ভারতী ঘোষকে CID জেরা প্রসঙ্গে একথা বললেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব ।

গতকাল মেদিনীপুরে মনোনয়নপত্র জমা দেন দেব । এরপর বিকেলে পাঁশকুড়ার গোবিন্দনগর গ্রাম পঞ্চায়েতের গোপালপুর ছাড়াও বাহারপোঁতায় সভা করেন । গোপালপুরের জনসভাতে দেব বলেন, "যদি আপনাদের মনে হয় আমরা আপনাদের জন্য কাজ করেছি, তাহলে আমাদের ভোট দেবেন । পাঁচ বছর আগে আমাকে যখন প্রার্থী করা হয় তখন আমি ভয় পেয়েছিলাম । এই পাঁচ বছরে আমি সৎ ভাবে কাজ করার চেষ্টা করেছি । কেউ বলতে পারবে না, পাঁচ বছরে ঘাটাল এলাকা থেকে এক টাকা চুরি করেছি । আমি জিতি বা হারি আপনাদের পাশে থাকব ।" এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী, রূপশ্রীর সঙ্গে বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের তুলনা করে বলেন, "আমাদের দিদি বাংলায় কন্যাশ্রী, রূপশ্রী প্রকল্পের জন্য 7 বছরে 7 হাজার কোটি টাকা খরচ করেছেন । ছাত্রছাত্রীদের 1 কোটি টাকার সাইকেল দিয়েছেন । 1 কোটির বেশি চাকরি দিয়েছেন । আর কেন্দ্রীয় সরকার বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের জন্য ভারতের সবকটি রাজ্য মিলিয়ে 5 বছরে 650 কোটি টাকা খরচ করেছে ।"

দেব আরও বলেন, "আজকের রাজনীতি অন্য রকম হয়ে গেছে । আপনি ভোট দিলে রামমন্দির হবে ! জাতপাত, ধর্ম, সেনাকে নিয়ে আজকের রাজনীতি হয়ে গেছে ।" ভারতী ঘোষকে CID জেরা প্রসঙ্গে দেব বলেন, "ভোটের সময় প্রচারে অনেক চাপ থাকে । যেহেতু আমি ওঁকে চিনি । তাই এই ঘটনাকে দুঃখজনক বলছি । 12 মে এখনও দেরি আছে । আমি দেখতে পাচ্ছি উনি অনেক পরিশ্রম করছেন । সকলেই পরিশ্রম করছেন । প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী ও সকল কর্মীই প্রচারে ব্যস্ত । তারমধ্যে মানুষ যাকে চাইবে, যাকে বেশি ভালোবাসবে তাকে ভোট দেবে ।" রাজ্যজুড়ে হিংসা প্রসঙ্গে বলেন, "আমি আবারও বলছি এইসব রাজনীতি আমার একেবারেই পছন্দ নয় । যেই করুক না কেন । আমার দল করে থাকলেও তা ঠিক নয় । ওঁর দল করলেও তা ঠিক নয়। ভয় দেখিয়ে ভোট নেওয়া যায় না । উন্নয়ন নিয়ে রাজনীতি হলে আমরা অনেক এগিয়ে আছি । তাই উন্নয়ন নিয়ে লড়াই হোক । এর জন্য ভালো লোকের রাজনীতিতে আসার দরকার । ভালো লোকের সংখ্যা বাড়া উচিত ।"

তমলুক, 21 এপ্রিল : "ভারতী ঘোষের অভিযোগ সত্যি হলে CBI নির্বাচনের আগে বা নির্বাচনের সময় রাজ্য সরকারকে বিরক্ত করছিল এটাও সত্যি । তখন আমাদেরকে বলা হয়েছিল CBI নিজের কাজ করছে । তাহলে আমিও বলতে পারি, CID নিজের কাজ করছে । কারণ উনি দেড় বছর ছিলেন না । সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী CID নিজের কাজ করছে ।" ভারতী ঘোষকে CID জেরা প্রসঙ্গে একথা বললেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব ।

গতকাল মেদিনীপুরে মনোনয়নপত্র জমা দেন দেব । এরপর বিকেলে পাঁশকুড়ার গোবিন্দনগর গ্রাম পঞ্চায়েতের গোপালপুর ছাড়াও বাহারপোঁতায় সভা করেন । গোপালপুরের জনসভাতে দেব বলেন, "যদি আপনাদের মনে হয় আমরা আপনাদের জন্য কাজ করেছি, তাহলে আমাদের ভোট দেবেন । পাঁচ বছর আগে আমাকে যখন প্রার্থী করা হয় তখন আমি ভয় পেয়েছিলাম । এই পাঁচ বছরে আমি সৎ ভাবে কাজ করার চেষ্টা করেছি । কেউ বলতে পারবে না, পাঁচ বছরে ঘাটাল এলাকা থেকে এক টাকা চুরি করেছি । আমি জিতি বা হারি আপনাদের পাশে থাকব ।" এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী, রূপশ্রীর সঙ্গে বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের তুলনা করে বলেন, "আমাদের দিদি বাংলায় কন্যাশ্রী, রূপশ্রী প্রকল্পের জন্য 7 বছরে 7 হাজার কোটি টাকা খরচ করেছেন । ছাত্রছাত্রীদের 1 কোটি টাকার সাইকেল দিয়েছেন । 1 কোটির বেশি চাকরি দিয়েছেন । আর কেন্দ্রীয় সরকার বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের জন্য ভারতের সবকটি রাজ্য মিলিয়ে 5 বছরে 650 কোটি টাকা খরচ করেছে ।"

দেব আরও বলেন, "আজকের রাজনীতি অন্য রকম হয়ে গেছে । আপনি ভোট দিলে রামমন্দির হবে ! জাতপাত, ধর্ম, সেনাকে নিয়ে আজকের রাজনীতি হয়ে গেছে ।" ভারতী ঘোষকে CID জেরা প্রসঙ্গে দেব বলেন, "ভোটের সময় প্রচারে অনেক চাপ থাকে । যেহেতু আমি ওঁকে চিনি । তাই এই ঘটনাকে দুঃখজনক বলছি । 12 মে এখনও দেরি আছে । আমি দেখতে পাচ্ছি উনি অনেক পরিশ্রম করছেন । সকলেই পরিশ্রম করছেন । প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী ও সকল কর্মীই প্রচারে ব্যস্ত । তারমধ্যে মানুষ যাকে চাইবে, যাকে বেশি ভালোবাসবে তাকে ভোট দেবে ।" রাজ্যজুড়ে হিংসা প্রসঙ্গে বলেন, "আমি আবারও বলছি এইসব রাজনীতি আমার একেবারেই পছন্দ নয় । যেই করুক না কেন । আমার দল করে থাকলেও তা ঠিক নয় । ওঁর দল করলেও তা ঠিক নয়। ভয় দেখিয়ে ভোট নেওয়া যায় না । উন্নয়ন নিয়ে রাজনীতি হলে আমরা অনেক এগিয়ে আছি । তাই উন্নয়ন নিয়ে লড়াই হোক । এর জন্য ভালো লোকের রাজনীতিতে আসার দরকার । ভালো লোকের সংখ্যা বাড়া উচিত ।"

sample description

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.