পটাশপুর, 13 মে : নদীর পাড় থেকে সদ্যোজাত শিশুকন্যার দেহ উদ্ধার ৷ এলাকায় ব্যাপক চাঞ্চল্য ৷ দেহটিকে ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালের পাঠিয়েছে পুলিশ । ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের পটাশপুরে কেলেঘাই নদীতে ৷
আজ সকালে মৎস্যজীবীরা প্রথম ওই সদ্যোজাতের দেহটি দেখতে পায় ৷ তারপর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । খবর দেওয়া হয় পটাশপুর থানায় ৷ পুলিশ এসে মৃতদেহটি ময়না তদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে ।
পটাশপুর থানার OC চন্দ্রকান্ত শাসমল বলেন, "খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ গিয়ে কেলেঘাই নদীর পাড় থেকে দেহটি উদ্ধার করে । ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে । কিন্তু কাঁথি মহকুমা হাসপাতালে আজকে ময়না তদন্ত না হওয়ার কারণে আগামীকাল মেদিনীপুর পাঠানো হবে । ময়নাতদন্তের রিপোর্ট আসার পর পরিষ্কার জানা যাবে মৃত্যুর কারণ । তবে একটি অস্বভাবিক মৃত্যু মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে ।"