ETV Bharat / state

পূর্ব মেদিনীপুরের ১০ থানার OC বদল - জেলা পুলিশ সুপার ইন্দিরা মুখোপাধ্যায়

ফের পূর্ব মেদিনীপুর জেলা পুলিশে বড়সড় পরিবর্তন ৷ 10 থানার OCসহ 14 জন সাব ইন্সপেক্টরের হল রদবদল ৷ মঙ্গলবার বিকেলে নাগাদ জেলা পুলিশ সুপার এই বদলির নির্দেশ প্রকাশ করেন ।

changes again at office of the superintendent of police in East Midnapore
ফের পূর্ব মেদিনীপুর জেলা পুলিশে বড়োসড়ো পরিবর্তন, ১০ থানার ওসি সহ ১৪ জন সাব ইন্সপেক্টর
author img

By

Published : Feb 10, 2020, 11:50 PM IST

তমলুক, 10 ফেব্রুয়ারি : ফের বড়সড় রদবদল হল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশে । জেলার বিভিন্ন থানা থেকে একসঙ্গে বদলি হলেন 14 জন সাব ইন্সপেক্টর । তার মধ্যে রয়েছেন 10 জন থানার OC । এছাড়াও নতুন OC হিসেবে পদোন্নতি পেয়েছেন ৪ জন সাব ইন্সপেক্টর । ঠিক তেমন ভাবেই OC পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে 4 জনকে । মঙ্গলবার বিকেল নাগাদ জেলা পুলিশ সুপার এই বদলির নির্দেশ প্রকাশ করেন ।

জেলা পুলিশের তরফে জানানো হয়েছে, কোলাঘাট থানার OC কাশীনাথ চৌধুরিকে এগরা থানায় বদলি করা হয়েছে । OC পদ থেকে সরিয়ে এগরা থেকে কাঁথি থানায় বদলি করা হয়েছে রবি গ্রাহিকারকে । কাঁথি থানার সাব ইন্সপেক্টর স্বপনকুমার চাবাড়িকে সুতাহাটা থানার OC হিসেবে নিয়োগ করা হয়েছে । সুতাহাটা থেকে পটাশপুরের OC হিসেবে বদলি করা হয়েছে চন্দ্রকান্ত শাসমলকে । পটাশপুর থেকে রাজকুমার দেবনাথ OC হিসেবে বদলি হয়ে যাচ্ছেন কোলাঘাট থানায় । দিঘা মোহনা কোস্টাল থানার OC সঞ্জয় মাইতিকে OC পদ থেকে সরিয়ে বদলি করা হচ্ছে দুর্গাচক থানায় । দুর্গাচক থানার সাব ইন্সপেক্টর রাজু কুন্ডুকে জুনপুট কোস্টাল থানার OC নিয়োগ করা হচ্ছে । OC পদ থেকে সরিয়ে জনপুট থেকে তমলুক থানায় পাঠানো হয়েছে সঞ্জীব দত্তকে । তমলুক থানার সাব ইন্সপেক্টর সত্যজিৎ চাণককে OC-র পদে নিযুক্ত করা হচ্ছে খেজুরি থানায় । খেজুরি থেকে নন্দকুমারে OC-র পদে যোগদান করছেন গোপাল পাঠক । নন্দকুমার থানার OC জলেশ্বর তেওয়ারি যোগ দিচ্ছেন জেলার সদর শহর তমলুকের OC হয়ে । তমলুক থেকে সরিয়ে দিঘা থানার OC-র দায়িত্ব দেওয়া হয়েছে কৃষেন্দু প্রধানকে । পাঁশকুড়ার সাব ইন্সপেক্টর বিজয় মান্না নতুন OC-র দায়িত্ব পাচ্ছেন দিঘা মোহনা কোস্টাল থানার । দিঘা থেকে পাঁশকুড়ার বদলি হচ্ছেন সাব ইন্সপেক্টর নবকুমার রাজোয়াড় । খুব শীঘ্রই এই নির্দেশ কার্যকর হবে বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার ।

changes again at office of the superintendent of police in East Midnapore
পূর্ব মেদিনীপুরে ১০ থানার OC সহ ১৪ জন সাব ইন্সপেক্টর বদল


উল্লেখ্য, কয়েক মাস আগে জেলার একাধিক থানার OC-র রদবদল ঘটেছিল । এরপর ফের আজ জেলার 10টি থানার OC-র বদলি হওয়ায় জেলার পুলিশ মহলে বেশ শোরগোল পড়েছে । জেলা পুলিশ সুপার ইন্দিরা মুখোপাধ্যায় জানিয়েছেন, এটি একটি রুটিন বদলি । বদলির সিদ্ধান্ত অনুযায়ী ১০ থানার OC সহ মোট ১৪ জন সাব ইন্সপেক্টরকে স্থানান্তরিত করা হয়েছে ।

তমলুক, 10 ফেব্রুয়ারি : ফের বড়সড় রদবদল হল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশে । জেলার বিভিন্ন থানা থেকে একসঙ্গে বদলি হলেন 14 জন সাব ইন্সপেক্টর । তার মধ্যে রয়েছেন 10 জন থানার OC । এছাড়াও নতুন OC হিসেবে পদোন্নতি পেয়েছেন ৪ জন সাব ইন্সপেক্টর । ঠিক তেমন ভাবেই OC পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে 4 জনকে । মঙ্গলবার বিকেল নাগাদ জেলা পুলিশ সুপার এই বদলির নির্দেশ প্রকাশ করেন ।

জেলা পুলিশের তরফে জানানো হয়েছে, কোলাঘাট থানার OC কাশীনাথ চৌধুরিকে এগরা থানায় বদলি করা হয়েছে । OC পদ থেকে সরিয়ে এগরা থেকে কাঁথি থানায় বদলি করা হয়েছে রবি গ্রাহিকারকে । কাঁথি থানার সাব ইন্সপেক্টর স্বপনকুমার চাবাড়িকে সুতাহাটা থানার OC হিসেবে নিয়োগ করা হয়েছে । সুতাহাটা থেকে পটাশপুরের OC হিসেবে বদলি করা হয়েছে চন্দ্রকান্ত শাসমলকে । পটাশপুর থেকে রাজকুমার দেবনাথ OC হিসেবে বদলি হয়ে যাচ্ছেন কোলাঘাট থানায় । দিঘা মোহনা কোস্টাল থানার OC সঞ্জয় মাইতিকে OC পদ থেকে সরিয়ে বদলি করা হচ্ছে দুর্গাচক থানায় । দুর্গাচক থানার সাব ইন্সপেক্টর রাজু কুন্ডুকে জুনপুট কোস্টাল থানার OC নিয়োগ করা হচ্ছে । OC পদ থেকে সরিয়ে জনপুট থেকে তমলুক থানায় পাঠানো হয়েছে সঞ্জীব দত্তকে । তমলুক থানার সাব ইন্সপেক্টর সত্যজিৎ চাণককে OC-র পদে নিযুক্ত করা হচ্ছে খেজুরি থানায় । খেজুরি থেকে নন্দকুমারে OC-র পদে যোগদান করছেন গোপাল পাঠক । নন্দকুমার থানার OC জলেশ্বর তেওয়ারি যোগ দিচ্ছেন জেলার সদর শহর তমলুকের OC হয়ে । তমলুক থেকে সরিয়ে দিঘা থানার OC-র দায়িত্ব দেওয়া হয়েছে কৃষেন্দু প্রধানকে । পাঁশকুড়ার সাব ইন্সপেক্টর বিজয় মান্না নতুন OC-র দায়িত্ব পাচ্ছেন দিঘা মোহনা কোস্টাল থানার । দিঘা থেকে পাঁশকুড়ার বদলি হচ্ছেন সাব ইন্সপেক্টর নবকুমার রাজোয়াড় । খুব শীঘ্রই এই নির্দেশ কার্যকর হবে বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার ।

changes again at office of the superintendent of police in East Midnapore
পূর্ব মেদিনীপুরে ১০ থানার OC সহ ১৪ জন সাব ইন্সপেক্টর বদল


উল্লেখ্য, কয়েক মাস আগে জেলার একাধিক থানার OC-র রদবদল ঘটেছিল । এরপর ফের আজ জেলার 10টি থানার OC-র বদলি হওয়ায় জেলার পুলিশ মহলে বেশ শোরগোল পড়েছে । জেলা পুলিশ সুপার ইন্দিরা মুখোপাধ্যায় জানিয়েছেন, এটি একটি রুটিন বদলি । বদলির সিদ্ধান্ত অনুযায়ী ১০ থানার OC সহ মোট ১৪ জন সাব ইন্সপেক্টরকে স্থানান্তরিত করা হয়েছে ।

Intro:তমলুক, ১০ ফেব্রুয়ারি:ফের বড়সড় রদবদল হল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশে। জেলার বিভিন্ন থানা থেকে একসঙ্গে বদলি হলেন ১৪ জন সাব ইন্সপেক্টর। তাদের মধ্যে রয়েছেন ১০ থানার ওসি। এছাড়াও নতুন ওসি হিসেবে পদোন্নতি পেয়েছেন ৪ জন সাব ইন্সপেক্টর। ঠিক তেমন ভাবেই ওসি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ৪ জনকে। মঙ্গলবার বিকেল নাগাদ জেলা পুলিশ সুপার এই বদলির নির্দেশ প্রকাশ করেন। Body:উল্লেখ্য, কয়েক মাস আগে জেলার একাধিক থানার ওসির রদবদল ঘটেছিল। এরপর ফের এদিন জেলার ১০ টি থানার ওসির বদলি হওয়ায় জেলার পুলিশ মহলে বেশ শোরগোল পড়েছে। জেলা পুলিশ সুপার ইন্দিরা মুখোপাধ্যায় জানিয়েছেন, এটি একটি রুটিন বদলি। বদলির সিদ্ধান্ত অনুযায়ী ১০ থানার ওসি সহ মোট ১৪ জন সাব ইন্সপেক্টরকে স্থানান্তরিত করা হয়েছে।

Conclusion:জেলা পুলিশের তরফে জানানো হয়েছে, কোলাঘাট থানার ওসি কাশীনাথ চৌধুরীকে এগরা থানায় বদলি করা হয়েছে। ওসি পদ থেকে সরিয়ে এগরা থেকে কাঁথি থানায় বদলি করা হয়েছে রবি গ্রাহিকারকে। কাঁথি থানার সাব ইন্সপেক্টর স্বপনকুমার চাবাড়িকে সুতাহাটা থানার ওসি হিসেবে নিয়োগ করা হয়েছে। সুতাহাটা থেকে পটাশপুরের ওসি হিসেবে বদলি করা হয়েছে চন্দ্রকান্ত শাসমলকে। পটাশপুর থেকে রাজকুমার দেবনাথ ওসি হিসেবে বদলি হয়ে যাচ্ছেন কোলাঘাট থানায়। দিঘা মোহনা কোস্টাল থানার ওসি সঞ্জয় মাইতিকে ওসি পদ থেকে সরিয়ে বদলি করা হচ্ছে দুর্গাচক থানায়। দুর্গাচক থানার সাব ইন্সপেক্টর রাজু কুন্ডুকে জুনপুট কোস্টাল থানার ওসি নিয়োগ করা হচ্ছে। ওসি পদ থেকে সরিয়ে জনপুট থেকে তমলুক থানায় পাঠানো হয়েছে সঞ্জীব দত্তকে। তমলুক থানার সাব ইন্সপেক্টর সত্যজিৎ চাণককে ওসির পদে নিযুক্ত করা হচ্ছে খেজুরি থানায়। খেজুরি থেকে নন্দকুমারে ওসির পদে যোগদান করছেন গোপাল পাঠক। নন্দকুমার থানার ওসি জলেশ্বর তেওয়ারি যোগ দিচ্ছেন জেলার সদর শহর তমলুকের ওসি হয়ে। তমলুক থেকে সরিয়ে দিঘা থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে কৃষেন্দু প্রধানকে। পাঁশকুড়ার সাব ইন্সপেক্টর বিজয় মান্না নতুন ওসির দায়িত্ব পাচ্ছেন দিঘা মোহনা কোস্টাল থানার। দিঘা থেকে পাঁশকুড়ার বদলি হচ্ছেন সাব ইন্সপেক্টর নবকুমার রাজোয়াড়। খুব শীঘ্রই এই নির্দেশ কার্যকর হবে বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.