ETV Bharat / state

Chandrima Slams Suvendu: শহিদ পরিবারের সদস্যদের পা ধুয়ে দেওয়ায় শুভেন্দুকে তীব্র কটাক্ষ চন্দ্রিমার - Chandrima Bhattacharya slams Suvendu Adhikari

নন্দীগ্রাম দিবসে নন্দীগ্রামের সোনাচূড়ায় শহিদ পরিবারের সদস্যদের পা ধুয়ে দেওয়ায় শুভেন্দু অধিকারীকে তীব্র কটাক্ষ করলেন রাজ্যের অর্থ ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya slams Suvendu Adhikari on Nandigram Martyrs Day) ৷ চন্দ্রিমা বলেন, "2007 থেকে কোথায় ছিল ?"

Etv Bharat
শুভেন্দুকে তীব্র কটাক্ষ চন্দ্রিমার
author img

By

Published : Mar 14, 2023, 8:53 PM IST

Updated : Mar 15, 2023, 12:23 PM IST

শুভেন্দুকে তীব্র কটাক্ষ চন্দ্রিমার

নন্দীগ্রাম, 14 মার্চ: "লোক দেখাতে ভালো পারে। লোক দেখিয়ে এতদূর এসেছে, আর না। ওর লোক দেখানো সবাই ধরে ফেলেছে।" মঙ্গলবার শহীদ দিবসের দিন নন্দীগ্রামের সোনাচূড়ায় শহিদ পরিবারের সদস্যদের পা ধুয়ে দেওয়ায় শুভেন্দু অধিকারীকে তীব্র কটাক্ষ করলেন রাজ্যের অর্থ ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya slams Suvendu Adhikari on Nandigram Martyrs Day) ৷

আজ নন্দীগ্রাম দিবস ৷ এদিন সকালে শহিদ মিনারের অতিথিশালায় নন্দীগ্রামের শহিদ পরিবারের সদস্যদের পা ধুয়েমুছে তাঁদের নতুন বস্ত্র উপহার দেন নন্দীগ্রামের বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, "গুটিকয়েক লোক নিয়ে কয়েকজন শহিদ পরিবারের সদস্যদের গিয়ে লোক দেখানোর জন্য এরকম করে দেখাচ্ছে।" পাশাপাশি কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও দুর্নীতির সঙ্গে যোগাযোগ রয়েছে ৷ ইডি সব ধীরে ধীরে চ্যাট থেকে বের করবে। এ প্রসঙ্গে চন্দ্রিমা পালটা বলেন, "তাহলে ইডি'র সঙ্গে শুভেন্দুরও যোগ রয়েছে ৷ নইলে ইডি'র তদন্তে কী পাওয়া যাচ্ছে উনি জানছেন কীভাবে! অপেক্ষা করুন, 24-এ দেখা হবে।"

আরও পড়ুন: চাঁদের কলঙ্ক থাকতে পারে মমতার কোনও দাগ নেই, দুর্নীতি প্রসঙ্গে বললেন ফিরহাদ

2007 সালের 14 মার্চ জমি রক্ষার আন্দোলনে অংশ নিয়ে নন্দীগ্রামের গোকুলনগর ও ভাঙাবেড়ায় পুলিশি অভিযানের সময় পুলিশের গুলিতে 14 জন কৃষক নিহত হয়েছিলেন। সেই দিনটির স্মরণে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে তৃণমূল-কংগ্রেস ও বিজেপি পৃথকভাবে গোকুলনগর ও ভাঙাবেড়ায় নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। তৃণমূল কংগ্রেসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি, প্রাক্তন মন্ত্রী তথা পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি সৌমেন মহাপাত্র, অভিনেত্রী তথা তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল মুখপাত্র কোহিনূর, পাঁশকুড়া পশ্চিমের বিধায়ক ফিরোজা বিবি, তৃণমূল নেতা শেখ সুফিয়ান-সহ অন্যান্যরা। এদিন সকাল থেকে বিকেল দুই রাজনৈতিক দলের স্মরণ সভাকে ঘিরে উত্তাপ ছড়ায় জমি আন্দোলনের পীঠস্থান নন্দীগ্রামে।

শুভেন্দুকে তীব্র কটাক্ষ চন্দ্রিমার

নন্দীগ্রাম, 14 মার্চ: "লোক দেখাতে ভালো পারে। লোক দেখিয়ে এতদূর এসেছে, আর না। ওর লোক দেখানো সবাই ধরে ফেলেছে।" মঙ্গলবার শহীদ দিবসের দিন নন্দীগ্রামের সোনাচূড়ায় শহিদ পরিবারের সদস্যদের পা ধুয়ে দেওয়ায় শুভেন্দু অধিকারীকে তীব্র কটাক্ষ করলেন রাজ্যের অর্থ ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya slams Suvendu Adhikari on Nandigram Martyrs Day) ৷

আজ নন্দীগ্রাম দিবস ৷ এদিন সকালে শহিদ মিনারের অতিথিশালায় নন্দীগ্রামের শহিদ পরিবারের সদস্যদের পা ধুয়েমুছে তাঁদের নতুন বস্ত্র উপহার দেন নন্দীগ্রামের বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, "গুটিকয়েক লোক নিয়ে কয়েকজন শহিদ পরিবারের সদস্যদের গিয়ে লোক দেখানোর জন্য এরকম করে দেখাচ্ছে।" পাশাপাশি কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও দুর্নীতির সঙ্গে যোগাযোগ রয়েছে ৷ ইডি সব ধীরে ধীরে চ্যাট থেকে বের করবে। এ প্রসঙ্গে চন্দ্রিমা পালটা বলেন, "তাহলে ইডি'র সঙ্গে শুভেন্দুরও যোগ রয়েছে ৷ নইলে ইডি'র তদন্তে কী পাওয়া যাচ্ছে উনি জানছেন কীভাবে! অপেক্ষা করুন, 24-এ দেখা হবে।"

আরও পড়ুন: চাঁদের কলঙ্ক থাকতে পারে মমতার কোনও দাগ নেই, দুর্নীতি প্রসঙ্গে বললেন ফিরহাদ

2007 সালের 14 মার্চ জমি রক্ষার আন্দোলনে অংশ নিয়ে নন্দীগ্রামের গোকুলনগর ও ভাঙাবেড়ায় পুলিশি অভিযানের সময় পুলিশের গুলিতে 14 জন কৃষক নিহত হয়েছিলেন। সেই দিনটির স্মরণে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে তৃণমূল-কংগ্রেস ও বিজেপি পৃথকভাবে গোকুলনগর ও ভাঙাবেড়ায় নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। তৃণমূল কংগ্রেসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি, প্রাক্তন মন্ত্রী তথা পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি সৌমেন মহাপাত্র, অভিনেত্রী তথা তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল মুখপাত্র কোহিনূর, পাঁশকুড়া পশ্চিমের বিধায়ক ফিরোজা বিবি, তৃণমূল নেতা শেখ সুফিয়ান-সহ অন্যান্যরা। এদিন সকাল থেকে বিকেল দুই রাজনৈতিক দলের স্মরণ সভাকে ঘিরে উত্তাপ ছড়ায় জমি আন্দোলনের পীঠস্থান নন্দীগ্রামে।

Last Updated : Mar 15, 2023, 12:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.