হলদিয়া, 9 মে : হলদিয়ায় নরেন্দ্র মোদির পালটা সভায় TDP প্রধান তথা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকে এনেও মাঠ ভরাতে পারল না তৃণমূল কংগ্রেস । হলদিয়া হ্যালিপ্যাড ময়দানে প্রধানমন্ত্রীর সভাস্থানের পাশে গতকাল বিকেলে তৃণমূলের এই সভা হয় । চন্দ্রবাবু ছাড়াও সভায় ছিলেন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী, তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী দিব্যেন্দু অধিকারী, উত্তর মালদার তৃণমূল প্রার্থী মৌসম বেনজির নুর সহ অন্য নেতা-নেত্রীরা ।
বিকেল তিনটেয় সভা শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের অনেক পরে সভা শুরু হয়। সাড়ে চারটা নাগাদ চন্দ্রবাবু নাইডুকে নিয়ে শুভেন্দুবাবু হেলিকপ্টারে নামেন । তখনও মাঠ প্রায় ফাঁকা । এর মধ্যেই বক্তব্য রাখেন চন্দ্রবাবু । তিনি বলেন, "আজ মমতাদিদি বাংলার বাঘ । আগামী দিনে ভারতবর্ষের বাঘ হবেন। আমি দিদিকে সম্পূর্ণভাবে সমর্থন করছি। আজ বাংলা যা ভাবে, আগামীকাল সারা ভারতবর্ষ তাই ভাবে।"
হলদিয়া নিয়ে চন্দ্রবাবু বলেন, "সারা দেশের মধ্যে হলদিয়া খুব গুরুত্বপূর্ণ ও সুন্দর শিল্পাঞ্চল । এই এলাকার উন্নয়ন অব্যাহত রাখতে তৃণমূলের ক্ষমতায় আসা দরকার । আমি আপনাদের জন্য অন্ধ্রপ্রদেশ থেকে এসেছি । আমার কোনও সন্দেহ নেই এই রাজ্যে 42টি আসনই তৃণমূল জিতবে । অন্ধ্রপ্রদেশের মতো হলদিয়াও পোর্টসিটি । হলদিয়াকে আগামী দিনে দেশের সেরা পোর্ট হিসেবে দেখতে চাই । সেটা একমাত্র দিদির নেতৃত্বেই হওয়া সম্ভব । সম্প্রতি এখানে মোদি এসেছিলেন । আমি তাঁকে প্রশ্ন করতে চাই, হলদিয়া ও পশ্চিমবঙ্গের জন্য কী করেছেন ? গত সাতবছরে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ভালো কাজ করেছেন । আমি মোদিকে চ্যালেঞ্জ করছি, পাঁচবছরে আপনি যা উন্নয়ন করেছেন, আর গত সাতবছরে মমতাদিদি যা উন্নয়ন করেছেন, তা নিয়ে বিতর্ক হোক । মোদি ইলেকশন প্রধানমন্ত্রী, আর দিদি সাধারণ মানুষের মুখ্যমন্ত্রী । তিনি সব সময় সাধারণ মানুষের জন্য ভাবছেন ও কাজ করছেন ।"
নরেন্দ্র মোদির সমালোচনা করে চন্দ্রবাবু বলেন, "মোদি নোটবাতিল করেছিলেন । বলেছিলেন, দুর্নীতি শেষ হবে । কালো টাকা উদ্ধার হবে । এছাড়াও অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন । কিন্তু কোনও প্রতিশ্রুতি পূরণ হয়নি । টাকা দিয়ে উত্তরপ্রদেশে ক্ষমতায় এসেছে । রাজনীতিকে দূষিত করতে এখনও প্রচুর টাকা খরচ করছে । মোদির এক একটি পোশাকের দাম 10 থেকে 20 লাখ টাকা । সেখানে মমতাদিদি সাধারণ হ্যান্ডলুমের শাড়ি পড়েন । এটাই দিদির সরলতা । মোদির থেকে আমরা অনেক বেশি দেশপ্রেমী । নির্বাচনী প্রতিশ্রুতিতে মোদি বলেছিলেন, সুইস ব্যাঙ্ক থেকে কালো টাকা আনবেন । সবার অ্যাকাউন্টে 15 লাখ টাকা দেবেন । কিন্তু কাউকে টাকা দিতে পারেননি । প্রতিবছর 2কোটি বেকারের চাকরি দিতে পারেননি । তার সময় দেশে সব থেকে বেশি মানুষ চাকরি হারিয়েছেন । GST এনে ছোটো ব্যবসায়ীদের ধ্বংস করে দিয়েছেন । দেশের বিকাশ থমকে গিয়েছে । কৃষিতে মমতাদি রাজ্যের কৃষকদের আয় তিনগুণ বাড়িয়েছেন । কোনও সন্দেহ নেই মোদি এই ভোটে হারবেন । নরেন্দ্রমোদি আর প্রধানমন্ত্রী হবেন না। এই রাজ্যে ইচ্ছাকৃতভাবে সাত দফায় ভোট করা হচ্ছে । মোদি ও তার দলবল, এই রাজ্যে টাকার অপব্যবহার করছে, ক্ষমতার অপব্যবহার করছে ।
এই সভার আগে রাহুল গান্ধির সঙ্গে তাঁর বৈঠকের বিষয়ে সাংবাদিকদের বলেন, "আমরা নিজেদের মধ্যে কথা বলছি। সম্ভবত 21 তারিখ আমরা ভোটপরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনায় বসব।" কে নতুন প্রধানমন্ত্রী হবেন ? এই প্রশ্নের উত্তর চন্দ্রবাবু বলেন, "নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হতে পারবেন না । দেশে নতুন প্রধানমন্ত্রী পাবে । আমি আজ কারও নাম বলছি না । নির্বাচনের শেষে আমরা একসঙ্গে বসে এই বিষয়ে আলোচনা করব । সকলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে । যেই হোক না কেন, তিনি নরেন্দ্র মোদির থেকে অনেক ভালো প্রধানমন্ত্রী হবেন ।"