ETV Bharat / state

কোরোনা নয়, তৃণমূলের বিরুদ্ধে লড়ছে কেন্দ্র : রাজীব বন্দ্যোপাধ্যায় - CORONA

আজ পূর্ব মেদিনীপুরের রামতারকে পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের এক ত্রাণ বিলিতে যোগ দেন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় । আর সেখানেই পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানো নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আক্রমণ করেন তিনি ৷

state forest minister rajib bandhopadhyay said, central government is fighting against tmc not corona
কোরোনার বিরুদ্ধে নয় , তৃণমূলের বিরুদ্ধে লড়ছে কেন্দ্র , বললেন রাজীব বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : May 15, 2020, 7:04 PM IST

তমলুক, 15 মে : কোরোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে লকডাউন চলছে ৷ এই পরিস্থিতিতে ভিনরাজ্যে আটকে পড়েছেন রাজ্যের একাধিক শ্রমিক । তাঁদের ফিরিয়ে আনা নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে চাপানউতোর চলছে । আর সেই নিয়ে এবার কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, তারা কোরোনার বিরুদ্ধে লড়ছে না, তৃণমূলের মা- মাটি- মানুষের সরকারের বিরুদ্ধে লড়ছে ।

আজ পূর্ব মেদিনীপুরের রামতারকে পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের এক ত্রাণ বিলিতে যোগ দেন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় । আর সেখানেই পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানো নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আক্রমণ করেন তিনি ৷ বলেন, "সরকারের ভূমিকা নিয়ে একটা জিনিস পরিস্কার, পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে বিভিন্ন ইশুতে বাংলাকে আগে আঘাত করতে হবে ৷ রাজনৈতিক অভিসন্ধি নিয়ে রাজনৈতিক ফায়দা লোটার জন্য যা করা দরকার তা করতে হবে । আমরা যখন কেন্দ্রের কাছে চিকিৎসার সরঞ্জাম চাই তখন আমরা তা পাই না । যখন চিকিৎসার জন্য কিট চেয়ে পাঠাই তখন ভুল কিট দেওয়া হয় । কারণ যাতে বাংলা আহত হয় ৷ বাংলা যাতে চিকিৎসা না করাতে পারে । এছাড়াও আপনারা দেখেছেন GST খাতে কেন্দ্র যে প্রাপ্য রাজ্যকে দেয় সেই খাতে 52 হাজার কোটি টাকা আমাদের পাওনা । কিন্তু সেই পাওনা টাকাও কেন্দ্রীয় সরকার দেয় না । অর্থাৎ কেন্দ্র সর্বক্ষেত্রেই শুধু রাজনীতি করছে ।"

পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে আনার বিষয়ে রাজীববাবু বলেন, কেন্দ্রের চিঠি পাওয়ার আগেই মাননীয়া মুখ্যমন্ত্রী উদ্যোগ নিয়েছেন । প্রথমে দু'টি ট্রেন ঢুকেছে ৷ পরে আরও 8টি ও আরও 100টি ট্রেন পশ্চিমবঙ্গে ঢুকবে । রাজ্যজুড়ে লকডাউন জারি হওয়ায় রাজ্যের ব্রাহ্মণ ও ইমামদের দুরবস্থার কথা ভেবে আজ পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের পক্ষ থেকে প্রায় 100 জন ব্রাহ্মণ ও 100 জন ইমামের হাতে ত্রাণ তুলে দেওয়া হয় । সরকারি নির্দেশিকা মেনে মাস্ক পরে ও সামাজিক দূরত্ব মেনে ব্রাহ্মণ ও ইমামদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন রাজ্যের বনমন্ত্রী । এবিষয়ে তিনি বলেন, "জেলায় ব্রাহ্মণ ট্রাস্টের পক্ষ থেকে ত্রাণ তুলে দেওয়া হচ্ছে । রমজ়ান মাস চলছে তাই ব্রাহ্মণ ও ইমামদের হাত এই ত্রাণ তুলে দিচ্ছি আমরা । "

তমলুক, 15 মে : কোরোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে লকডাউন চলছে ৷ এই পরিস্থিতিতে ভিনরাজ্যে আটকে পড়েছেন রাজ্যের একাধিক শ্রমিক । তাঁদের ফিরিয়ে আনা নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে চাপানউতোর চলছে । আর সেই নিয়ে এবার কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, তারা কোরোনার বিরুদ্ধে লড়ছে না, তৃণমূলের মা- মাটি- মানুষের সরকারের বিরুদ্ধে লড়ছে ।

আজ পূর্ব মেদিনীপুরের রামতারকে পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের এক ত্রাণ বিলিতে যোগ দেন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় । আর সেখানেই পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানো নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আক্রমণ করেন তিনি ৷ বলেন, "সরকারের ভূমিকা নিয়ে একটা জিনিস পরিস্কার, পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে বিভিন্ন ইশুতে বাংলাকে আগে আঘাত করতে হবে ৷ রাজনৈতিক অভিসন্ধি নিয়ে রাজনৈতিক ফায়দা লোটার জন্য যা করা দরকার তা করতে হবে । আমরা যখন কেন্দ্রের কাছে চিকিৎসার সরঞ্জাম চাই তখন আমরা তা পাই না । যখন চিকিৎসার জন্য কিট চেয়ে পাঠাই তখন ভুল কিট দেওয়া হয় । কারণ যাতে বাংলা আহত হয় ৷ বাংলা যাতে চিকিৎসা না করাতে পারে । এছাড়াও আপনারা দেখেছেন GST খাতে কেন্দ্র যে প্রাপ্য রাজ্যকে দেয় সেই খাতে 52 হাজার কোটি টাকা আমাদের পাওনা । কিন্তু সেই পাওনা টাকাও কেন্দ্রীয় সরকার দেয় না । অর্থাৎ কেন্দ্র সর্বক্ষেত্রেই শুধু রাজনীতি করছে ।"

পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে আনার বিষয়ে রাজীববাবু বলেন, কেন্দ্রের চিঠি পাওয়ার আগেই মাননীয়া মুখ্যমন্ত্রী উদ্যোগ নিয়েছেন । প্রথমে দু'টি ট্রেন ঢুকেছে ৷ পরে আরও 8টি ও আরও 100টি ট্রেন পশ্চিমবঙ্গে ঢুকবে । রাজ্যজুড়ে লকডাউন জারি হওয়ায় রাজ্যের ব্রাহ্মণ ও ইমামদের দুরবস্থার কথা ভেবে আজ পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের পক্ষ থেকে প্রায় 100 জন ব্রাহ্মণ ও 100 জন ইমামের হাতে ত্রাণ তুলে দেওয়া হয় । সরকারি নির্দেশিকা মেনে মাস্ক পরে ও সামাজিক দূরত্ব মেনে ব্রাহ্মণ ও ইমামদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন রাজ্যের বনমন্ত্রী । এবিষয়ে তিনি বলেন, "জেলায় ব্রাহ্মণ ট্রাস্টের পক্ষ থেকে ত্রাণ তুলে দেওয়া হচ্ছে । রমজ়ান মাস চলছে তাই ব্রাহ্মণ ও ইমামদের হাত এই ত্রাণ তুলে দিচ্ছি আমরা । "

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.