কাঁথি (পূর্ব মেদিনীপুর), 15 নভেম্বর: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) মানসিক ভাবে অসুস্থ ৷ এমনটাই অভিযোগ তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) ৷ তাই নন্দীগ্রামের (Nandigram) বিধায়কের সুস্থতা কামনা করে সোমবার পূর্ব মেদিনীপুরের কাঁথিতে শুভেন্দুর বাড়ির সামনে হাজির হয়েছিলেন তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) ও তৃণমূল যুব কংগ্রেসের (TMYC) কর্মী-সমর্থকরা ৷ সেই ঘটনায় অভিযোগ দায়ের হল কাঁথি থানায় ৷
প্রসঙ্গত, সোমবারের ওই ঘটনা ঘিরে উত্তেজনাও ছড়িয়েছিল শুভেন্দুর বাড়ি শান্তিকুঞ্জের সামনে ৷ ঘাসফুল শিবিরের ছাত্র-যুব কর্মীদের দাবি ছিল, তাঁরা বিজেপির এই নেতার সুস্থতা কামনা করে গ্রিটিংস কার্ড ও গোলাপ ফুল দিতে চান ৷ এই নিয়ে পুলিশের সঙ্গে বচসা বাঁধে ৷ বেশ কিছুক্ষণ গোলমাল হয় ৷ পরে পরিস্থিতি স্বাভাবিক হয় ৷
ওই ঘটনায় ক্রিমিনাল বার অ্যাসোসিয়েশনের সদস্য শ্রীকৃষ্ণ মাইতি কাঁথি থানায় অভিযোগ দায়ের হয় ৷ রাজ্যের কারামন্ত্রী অখিল গিরির (Akhil Giri) পুত্র সুপ্রকাশ গিরি-সহ 17 জনের বিরুদ্ধে মামলা হয়েছে ।
এই নিয়ে তৃণমূল নেতা সুপ্রকাশ গিরি বলেন, ‘‘ফুল দিতে গিয়েছিলাম ৷ চরম রেগে গিয়েছে ৷ ফুল নিয়ে গিয়েছিলাম গোলাপ ৷ গোলাপে আবার কাঁটা থাকে ৷ সেই কাঁটা এত বেশি লেগেছে যে মামলা করতে হয়েছে ৷’’ তাঁর আরও দাবি, শুভেন্দু মামলার ভরসাতেই রয়েছেন ৷ যখন তিনি লড়াই করতে পারেন না, তখন তিনি হাইকোর্টে যাওয়ার হুমকি দেন ৷
তাঁর কটাক্ষ, শুভেন্দু অধিকারীর সুস্থতা কামনা করতে তাঁরা গিয়েছিলেন ৷ কারণ, শুভেন্দু অধিকারী যত সমালোচনা করবেন, তত তৃণমূল কংগ্রেসের জনপ্রিয়তা বাড়বে ৷ তাই তাঁরা চাইছেন যে শুভেন্দু দ্রুত সুস্থ হয়ে উঠুক ৷
তাঁর আরও বক্তব্য, শুভেন্দু এখন সবকিছুতেই সিবিআই তদন্ত চান ৷ তাই এই বিক্ষোভ নিয়েও সিবিআই তদন্ত চাইছেন ৷ এর পর দৈনন্দিন যে কোনও সমস্যা নিয়েও শুভেন্দু সিবিআই তদন্ত চাইতে পারেন বলেও কটাক্ষ করেন অখিল পুত্র সুপ্রকাশ ৷
অন্যদিকে রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছিলেন শুভেন্দু অধিকারী । এই ভিডিয়োটি ভাইরাল হয়েছে । সেই ভিডিয়োর পরিপ্রেক্ষিতে পূর্ব মেদিনীপুর জেলা-সহ রাজ্যের বিভিন্ন থানায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা হয়েছে ।
আরও পড়ুন: রাষ্ট্রপতিকে নিয়ে অখিল গিরির মন্তব্যের বিরুদ্ধে থানায় অভিযোগ বিজেপি'র