ETV Bharat / state

Suvendu Adhikari : শুভেন্দুর স্লোগান, "বেকারত্ব ঘরে ঘরে, দিদি হারবে ভবানীপুরে" - by election

উপনির্বাচনে ভবানীপুর বিধানসভা আসন থেকে হারবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ দাবি বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ৷

Suvendu Adhikari
Suvendu Adhikari
author img

By

Published : Sep 11, 2021, 7:21 PM IST

নিমতৌড়ি, 11 সেপ্টেম্বর : নন্দীগ্রামে হারিয়েছি ৷ এবার ভবানীপুরেও হারাব ৷ উপনির্বাচনে ভবানীপুরের তৃণমূল কংগ্রস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয় নিয়ে আত্মবিশ্বাসী রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তিনি বলছেন, তালিবানি রাজত্ব থেকে বাঁচতে হলে পদ্মফুলে ভোট দিতে হবে ৷ ভবানীপুরের শিক্ষিত ভোটাররাই ঠিক করবেন তাঁরা কি চান ৷

আজ পূর্ব মেদিনীপুরের নিমতৌড়িতে বিজেপির সেবামূলক কর্মসূচি এবং রক্তদান শিবিরে যোগ দেন নন্দীগ্রামের বিধায়ক ৷ সেখানে মমতার উদ্দেশে বলেন, ‘‘নন্দীগ্রামে হারিয়েছি ৷ চিন্তা করবেন না ভবানীপুরেও হারাব । নন্দীগ্রামে জাহাজ বাড়ির মালিক (নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ান ) বলেছিলেন, 80 হাজার ভোটে আপনাকে জেতাবে । দেখেছেন নন্দীগ্রামে কি অবস্থা হয়েছে । পায়ে ব্যান্ডেজ জড়িয়ে কি কাণ্ড ! সবাই দেখেছে । তারপরও আমি ওখানে জিতেছি ।" এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু স্লোগান দিয়ে বলেন, "বেকারত্ব ঘরে ঘরে, দিদি হারবে ভবানীপুরে ৷"

ভবানীপুরে মমতাকে বিরুদ্ধে দাঁড়িয়েছেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল ৷ দলের প্রার্থীর জয় নিয়ে আত্মবিশ্বাসী শুভেন্দু বলেছেন, "ভোট দিতে পারলেই মানুষ প্রস্তুত । ভবানীপুরের ভোটারদের বেরিয়ে আসতে হবে । তালিবানি রাজত্ব থেকে বাঁচতে হলে পদ্মফুলে ভোট দিতে হবে । এই লড়াই মর্যাদার লড়াই । এই লড়াই অভিজিৎ সরকারের মায়ের চোখের জলের লড়াই ।"

উপনির্বাচনে ভবানীপুরের তৃণমূল কংগ্রস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যাকে কটাক্ষ শুভেন্দুর

আরও পড়ুন : Subhendu Adhikari: দুয়ারে গর্ত, গণেশ পুজোর উদ্বোধনে সরকারকে বিঁধলেন শুভেন্দু

এদিকে শুভেন্দুর কটাক্ষের জবাব দিয়েছেন রাজ্যের সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র । তিনি বলেন, "ওঁর মন্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক । তালিবান সম্পর্কে ওঁর কোনও ধারণা নেই । যদি থাকত তবে এই ধরনের মন্তব্য করতেন না । বরং তালিবানি শাসনের ঝলক দেখতে পাওয়া যায় কেন্দ্রে সরকারের পরিচালনার মধ্যে দিয়ে । থুতু উপরের দিকে ছুঁড়লে তা নিজের গায়েই এসে পড়বে ।"

নিমতৌড়ি, 11 সেপ্টেম্বর : নন্দীগ্রামে হারিয়েছি ৷ এবার ভবানীপুরেও হারাব ৷ উপনির্বাচনে ভবানীপুরের তৃণমূল কংগ্রস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয় নিয়ে আত্মবিশ্বাসী রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তিনি বলছেন, তালিবানি রাজত্ব থেকে বাঁচতে হলে পদ্মফুলে ভোট দিতে হবে ৷ ভবানীপুরের শিক্ষিত ভোটাররাই ঠিক করবেন তাঁরা কি চান ৷

আজ পূর্ব মেদিনীপুরের নিমতৌড়িতে বিজেপির সেবামূলক কর্মসূচি এবং রক্তদান শিবিরে যোগ দেন নন্দীগ্রামের বিধায়ক ৷ সেখানে মমতার উদ্দেশে বলেন, ‘‘নন্দীগ্রামে হারিয়েছি ৷ চিন্তা করবেন না ভবানীপুরেও হারাব । নন্দীগ্রামে জাহাজ বাড়ির মালিক (নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ান ) বলেছিলেন, 80 হাজার ভোটে আপনাকে জেতাবে । দেখেছেন নন্দীগ্রামে কি অবস্থা হয়েছে । পায়ে ব্যান্ডেজ জড়িয়ে কি কাণ্ড ! সবাই দেখেছে । তারপরও আমি ওখানে জিতেছি ।" এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু স্লোগান দিয়ে বলেন, "বেকারত্ব ঘরে ঘরে, দিদি হারবে ভবানীপুরে ৷"

ভবানীপুরে মমতাকে বিরুদ্ধে দাঁড়িয়েছেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল ৷ দলের প্রার্থীর জয় নিয়ে আত্মবিশ্বাসী শুভেন্দু বলেছেন, "ভোট দিতে পারলেই মানুষ প্রস্তুত । ভবানীপুরের ভোটারদের বেরিয়ে আসতে হবে । তালিবানি রাজত্ব থেকে বাঁচতে হলে পদ্মফুলে ভোট দিতে হবে । এই লড়াই মর্যাদার লড়াই । এই লড়াই অভিজিৎ সরকারের মায়ের চোখের জলের লড়াই ।"

উপনির্বাচনে ভবানীপুরের তৃণমূল কংগ্রস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যাকে কটাক্ষ শুভেন্দুর

আরও পড়ুন : Subhendu Adhikari: দুয়ারে গর্ত, গণেশ পুজোর উদ্বোধনে সরকারকে বিঁধলেন শুভেন্দু

এদিকে শুভেন্দুর কটাক্ষের জবাব দিয়েছেন রাজ্যের সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র । তিনি বলেন, "ওঁর মন্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক । তালিবান সম্পর্কে ওঁর কোনও ধারণা নেই । যদি থাকত তবে এই ধরনের মন্তব্য করতেন না । বরং তালিবানি শাসনের ঝলক দেখতে পাওয়া যায় কেন্দ্রে সরকারের পরিচালনার মধ্যে দিয়ে । থুতু উপরের দিকে ছুঁড়লে তা নিজের গায়েই এসে পড়বে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.