ETV Bharat / state

স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে খুন, সোনা ও নগদ নিয়ে পালাল দুষ্কৃতীরা - স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে খুন

Businessman Murdered in Kolaghat: কোলাঘাটে শ্যুটআউট ৷ গতকাল রাত 9টা নাগাদ কোলাঘাটে দোকান বন্ধ করে পাঁশকুড়ায় বাড়ি ফিরছিলেন এক স্বর্ণ ব্যবসায়ী ৷ সেই সময় তাঁর ওপর হামলা চালায় দুষ্কৃতীরা ৷ পরে সোনা ও টাকা নিয়ে পালায় দুষ্কৃতীরা ৷

Businessman Murdered in Kolaghat
স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে খুন
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 21, 2023, 6:41 AM IST

Updated : Nov 21, 2023, 7:32 AM IST

সোনা ও নগদ নিয়ে পালাল দুষ্কৃতীরা

কোলাঘাট, 21 নভেম্বর: জাতীয় সড়কে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে খুন ৷ রাস্তার উপরেই স্বর্ণ ব্যবসায়ীর দেহ ফেলে তাঁর ব্যাগভরতি টাকা নিয়ে বাইকে করে চম্পট দিল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে সোমবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানা এলাকার দেউলবাড় এলাকার 6 নম্বর জাতীয় সড়কে।

স্থানীয় সূত্রে জানা যায়, এ দিন রাত 9টা নাগাদ সমীর পড়িয়া নামে এক স্বর্ণ ব্যবসায়ী তাঁর সোনার দোকান বন্ধ করে মোটর বাইকে করে বাড়ি ফিরছিলেন। সেই সময় কোলাঘাট 6 নম্বর জাতীয় সড়কের দেউলবাড় এলাকায় তিনটি বাইক থাকা দুষ্কৃতীরা তাঁর পথ আটকায় । তারপর তাঁর কাছে থাকা টাকা ও সোনার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তখন সোনা ব্যবসাই সমীর পড়িয়া বাধা দেন। তিনি চিৎকার শুরু করতেই খুব কাছ থেকে তাঁকে গুলি করে খুন করা হয়।

মুহূর্তে রাস্তায় লুটিয়ে পড়েন ওই ব্যবসায়ী। স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে ছুটে আসতেই দুষ্কৃতীরা টাকা ও সোনার ব্যাগ নিয়ে চম্পট দেয়। আহত সোনা ব্যবসায়ীকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় বাসিন্দা প্রশান্ত পড়িয়া বলেন, "এ দিন রাতে সমীর পড়িয়া তাঁর সোনার দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় তিনটি বাইকে করে দুষ্কৃতীরা এসে তাঁর পথ আটকায়। এরপরই এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। সমীরের মাথায় গুলি লাগে। তারপর সে মাটিতে লুটিয়ে পড়ে।"

তিনি আরও বলেন, "তখন ওই দুষ্কৃতীরা সমীরের কাছ থেকে সোনা ও টাকার ব্যাগ নিয়ে চম্পট দেয়। এই ঘটনার খবর পেয়ে আমরা এসে দেখি ওই ব্যবসায়ী লুটিয়ে পড়ে রয়েছেন জাতীয় সড়কে। রক্তে ভেসে যাচ্ছে গোটা রাস্তা। তখনই কোলাঘাট থানার পুলিশকে খবর দিই।" এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। প্রতিবাদে রাস্তা অবরোধ করেন স্থানীয়রা। পুলিশ উপযুক্ত পদক্ষেপ করার আশ্বাস দিলে অবরোধ ওঠে।কোলাঘাট থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনুষ্কা মাইতি বলেন, "কী কারণে খুন? তা পুলিশের তরফ থেকে তদন্ত শুরু হয়েছে ।"

আরও পড়ুন:

  1. ঋণ-পারিবারিক বিবাদের জের, রাজস্থানে স্ত্রী ও দুই মেয়েকে খুন যুবকের !
  2. জয়নগরের পর আমডাঙা, ফের খুন শাসক নেতা! মুহুর্মুহু বোমাবাজিতে এলাকায় আতঙ্ক

সোনা ও নগদ নিয়ে পালাল দুষ্কৃতীরা

কোলাঘাট, 21 নভেম্বর: জাতীয় সড়কে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে খুন ৷ রাস্তার উপরেই স্বর্ণ ব্যবসায়ীর দেহ ফেলে তাঁর ব্যাগভরতি টাকা নিয়ে বাইকে করে চম্পট দিল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে সোমবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানা এলাকার দেউলবাড় এলাকার 6 নম্বর জাতীয় সড়কে।

স্থানীয় সূত্রে জানা যায়, এ দিন রাত 9টা নাগাদ সমীর পড়িয়া নামে এক স্বর্ণ ব্যবসায়ী তাঁর সোনার দোকান বন্ধ করে মোটর বাইকে করে বাড়ি ফিরছিলেন। সেই সময় কোলাঘাট 6 নম্বর জাতীয় সড়কের দেউলবাড় এলাকায় তিনটি বাইক থাকা দুষ্কৃতীরা তাঁর পথ আটকায় । তারপর তাঁর কাছে থাকা টাকা ও সোনার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তখন সোনা ব্যবসাই সমীর পড়িয়া বাধা দেন। তিনি চিৎকার শুরু করতেই খুব কাছ থেকে তাঁকে গুলি করে খুন করা হয়।

মুহূর্তে রাস্তায় লুটিয়ে পড়েন ওই ব্যবসায়ী। স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে ছুটে আসতেই দুষ্কৃতীরা টাকা ও সোনার ব্যাগ নিয়ে চম্পট দেয়। আহত সোনা ব্যবসায়ীকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় বাসিন্দা প্রশান্ত পড়িয়া বলেন, "এ দিন রাতে সমীর পড়িয়া তাঁর সোনার দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় তিনটি বাইকে করে দুষ্কৃতীরা এসে তাঁর পথ আটকায়। এরপরই এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। সমীরের মাথায় গুলি লাগে। তারপর সে মাটিতে লুটিয়ে পড়ে।"

তিনি আরও বলেন, "তখন ওই দুষ্কৃতীরা সমীরের কাছ থেকে সোনা ও টাকার ব্যাগ নিয়ে চম্পট দেয়। এই ঘটনার খবর পেয়ে আমরা এসে দেখি ওই ব্যবসায়ী লুটিয়ে পড়ে রয়েছেন জাতীয় সড়কে। রক্তে ভেসে যাচ্ছে গোটা রাস্তা। তখনই কোলাঘাট থানার পুলিশকে খবর দিই।" এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। প্রতিবাদে রাস্তা অবরোধ করেন স্থানীয়রা। পুলিশ উপযুক্ত পদক্ষেপ করার আশ্বাস দিলে অবরোধ ওঠে।কোলাঘাট থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনুষ্কা মাইতি বলেন, "কী কারণে খুন? তা পুলিশের তরফ থেকে তদন্ত শুরু হয়েছে ।"

আরও পড়ুন:

  1. ঋণ-পারিবারিক বিবাদের জের, রাজস্থানে স্ত্রী ও দুই মেয়েকে খুন যুবকের !
  2. জয়নগরের পর আমডাঙা, ফের খুন শাসক নেতা! মুহুর্মুহু বোমাবাজিতে এলাকায় আতঙ্ক
Last Updated : Nov 21, 2023, 7:32 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.