ETV Bharat / state

কাঁথিতে আগুনে পুড়ে বৃদ্ধার রহস্য-মৃত্যু - burned body of a old woman found in kanthi

আগুনে পুড়ে বৃদ্ধার রহস্য-মৃত্যু । মৃত পীযূষ কণা গিরি (80) কাঁথি ব্রাহ্ম বালিকা বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা ছিলেন । পুলিশের বক্তব্য, ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত কিছু বলা যাবে না ।

fire
fire
author img

By

Published : Jan 5, 2021, 4:43 PM IST

কাঁথি, 5 জানুয়ারি : আগুনে পুড়ে বৃদ্ধার রহস্য-মৃত্যু । পূর্ব মেদিনীপুরের কাঁথি পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের প্রফেসার কলোনির বাসিন্দা ছিলেন ওই বৃদ্ধা । মৃত পীযূষ কণা গিরি (80) কাঁথি ব্রাহ্ম বালিকা বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা ছিলেন ।

গতকাল রাতে তার সহায়িকা তাঁকে খাইয়ে বাড়ি চলে যায় । আজ সকালে এসে পীযূষ কণা দেবীর দগ্ধদেহ দেখতে পায় । তার চিৎকারে প্রতিবেশীরা এসে কাঁথি থানায় খবর দেন । কাঁথি থানার পুলিশ প্রাক্তন শিক্ষিকার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাঁথির মহকুমা হাসপাতালে পাঠিয়েছে ।

বৃদ্ধার রহস্য মৃত্যুতে স্থানীয় পৌরপ্রতিনিধির প্রতিক্রিয়া

14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুবল মান্না বলেন, " ওনার এক মেয়ে ছিলেন, অনেক আগে তিনি মারা যান । তার পর ওনার স্বামী ও মারা যান । তিনি বাড়িতে একাই থাকতেন । গতকাল রাতে পীযূষ দিদিমনির কেয়ারটেকার খাওয়া দাওয়া করিয়ে বাড়ি চলে যায়। তারপর সকালে দেখতে পাওয়া যায়, দিদিমণি আগুনে পুড়ে গেছেন । তাঁর বেশ কিছু আসবাবও পুড়ে গেছে ।

যদিও পুলিশের বক্তব্য, ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত কিছু বলা যাবে না ।

কাঁথি, 5 জানুয়ারি : আগুনে পুড়ে বৃদ্ধার রহস্য-মৃত্যু । পূর্ব মেদিনীপুরের কাঁথি পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের প্রফেসার কলোনির বাসিন্দা ছিলেন ওই বৃদ্ধা । মৃত পীযূষ কণা গিরি (80) কাঁথি ব্রাহ্ম বালিকা বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা ছিলেন ।

গতকাল রাতে তার সহায়িকা তাঁকে খাইয়ে বাড়ি চলে যায় । আজ সকালে এসে পীযূষ কণা দেবীর দগ্ধদেহ দেখতে পায় । তার চিৎকারে প্রতিবেশীরা এসে কাঁথি থানায় খবর দেন । কাঁথি থানার পুলিশ প্রাক্তন শিক্ষিকার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাঁথির মহকুমা হাসপাতালে পাঠিয়েছে ।

বৃদ্ধার রহস্য মৃত্যুতে স্থানীয় পৌরপ্রতিনিধির প্রতিক্রিয়া

14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুবল মান্না বলেন, " ওনার এক মেয়ে ছিলেন, অনেক আগে তিনি মারা যান । তার পর ওনার স্বামী ও মারা যান । তিনি বাড়িতে একাই থাকতেন । গতকাল রাতে পীযূষ দিদিমনির কেয়ারটেকার খাওয়া দাওয়া করিয়ে বাড়ি চলে যায়। তারপর সকালে দেখতে পাওয়া যায়, দিদিমণি আগুনে পুড়ে গেছেন । তাঁর বেশ কিছু আসবাবও পুড়ে গেছে ।

যদিও পুলিশের বক্তব্য, ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত কিছু বলা যাবে না ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.