ETV Bharat / state

হলদিয়ায় বিধায়কের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি - বোমাবাজি

হলদিয়ার বিধায়কের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি ৷ ঘটনার তদন্ত করছে পুলিশ ৷

tapashi mondal
তাপসী মন্ডল
author img

By

Published : Jan 29, 2021, 2:24 PM IST

হলদিয়া, 29 জানুয়ারি : হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডলের বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে । সকালে বাড়ির সামনে দুটি তাজা বোমাও পড়ে থাকতে দেখেন তিনি । ঘটনাস্থানে দুর্গাচক থানার পুলিশ বোমা দু'টি উদ্ধার করে নিয়ে যায়।

ডিসেম্বরে মেদিনীপুরে অমিত শাহর সভায় তিনি বিজেপিতে যোগ দেন । তাঁর যোগদানের আগেই বিজেপিতে যোগ দেন তাপসীর স্বামী অর্জুন মণ্ডল ৷ সিপিআই(এম) দলের বিরুদ্ধে কার্যত অনাস্থা দেখিয়ে তিনি বিজেপিতে যোগ দেন ৷

বিধায়ক তাপসী মণ্ডলের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি

আরও পড়ুন :ইন্দ্রনীল সেনের বাড়ির সামনে বোমাবাজির ঘটনায় ধৃত 6

গতকাল রাতে তাঁর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ৷ বুধবার রাতে কসবায় রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়িতেও বোমাবাজি হয় ৷ হলদিয়ায় এই বোমাবাজির ঘটনায় কে বা কারা জড়িত তা খতিয়ে দেখছ পুলিশ ৷

তাপসী বলেন,"রাতে বিশাল আওয়াজ হয় ৷ আমার ঘুম ভেঙে যায় ৷ পর দিন সকালে গোটা ঘটনা সামনে আসে ৷ " এর পিছনে তৃণমূলের হাত আছে বলে তিনি অভিযোগ করেন ৷ বলেন,"এর আগেও তৃণমূল আমার উপর আক্রমণ করেছে ৷ আমার বাড়ি ভাঙচুর করেছে ৷ তৃণমূল রাজ্যে জমি হারিয়ে ফেলেছে তাই এই আক্রমণ ৷ হলদিয়ায় এভাবে আমাকে ভয় দেখিয়ে কোনও লাভ নেই ৷"

হলদিয়া, 29 জানুয়ারি : হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডলের বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে । সকালে বাড়ির সামনে দুটি তাজা বোমাও পড়ে থাকতে দেখেন তিনি । ঘটনাস্থানে দুর্গাচক থানার পুলিশ বোমা দু'টি উদ্ধার করে নিয়ে যায়।

ডিসেম্বরে মেদিনীপুরে অমিত শাহর সভায় তিনি বিজেপিতে যোগ দেন । তাঁর যোগদানের আগেই বিজেপিতে যোগ দেন তাপসীর স্বামী অর্জুন মণ্ডল ৷ সিপিআই(এম) দলের বিরুদ্ধে কার্যত অনাস্থা দেখিয়ে তিনি বিজেপিতে যোগ দেন ৷

বিধায়ক তাপসী মণ্ডলের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি

আরও পড়ুন :ইন্দ্রনীল সেনের বাড়ির সামনে বোমাবাজির ঘটনায় ধৃত 6

গতকাল রাতে তাঁর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ৷ বুধবার রাতে কসবায় রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়িতেও বোমাবাজি হয় ৷ হলদিয়ায় এই বোমাবাজির ঘটনায় কে বা কারা জড়িত তা খতিয়ে দেখছ পুলিশ ৷

তাপসী বলেন,"রাতে বিশাল আওয়াজ হয় ৷ আমার ঘুম ভেঙে যায় ৷ পর দিন সকালে গোটা ঘটনা সামনে আসে ৷ " এর পিছনে তৃণমূলের হাত আছে বলে তিনি অভিযোগ করেন ৷ বলেন,"এর আগেও তৃণমূল আমার উপর আক্রমণ করেছে ৷ আমার বাড়ি ভাঙচুর করেছে ৷ তৃণমূল রাজ্যে জমি হারিয়ে ফেলেছে তাই এই আক্রমণ ৷ হলদিয়ায় এভাবে আমাকে ভয় দেখিয়ে কোনও লাভ নেই ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.