ETV Bharat / state

তিন দিন নিখোঁজ থাকার পর বাড়ির অদূরে উদ্ধার দেহ - পুতপুতিয়া

আজ সকালে স্থানীয় বাসিন্দারা বাড়ির অদূরে খালে বল্লভের দেহ ভাসতে দেখেন । তার পরিবারের অভিযোগ অলোক খুন করেছে । অলোকের বাড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা । তমলুক থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করতে গেলে তাদের ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা । পরে পুলিশ কুকুর এনে তদন্তের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয় ।

body recovered
খাল থেকে উদ্ধার এক ব্যক্তির দেহ
author img

By

Published : Dec 18, 2019, 6:15 PM IST

Updated : Dec 18, 2019, 7:10 PM IST

তমলুক, 18 ডিসেম্বর : বাড়ির অদূরেই খাল থেকে উদ্ধার মৃতদেহ । ঘটনাস্থান তমলুক থানার পুতপুতিয়া গ্রাম । মৃত ব্যক্তির নাম বল্লভ জানা (57) ৷ তিন দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি ৷ কী কারণে মৃত্যু তা এখনও স্পষ্ট নয় ৷ দেহ ময়নাতদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ৷ ঘটনায় জড়িত সন্দেহে অলোক জানা নামে এক প্রতিবেশীকে আটক করেছে তমলুক থানার পুলিশ ৷

গত রবিবার সন্ধেয় বল্লভবাবুকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় অলোক । রাতে এলাকার একটি মাছের ভেড়ির গুদামঘরে মত্ত অবস্থায় তারা নিজেদের মধ্যে বচসায় জড়িয়ে পড়ে । চিৎকার শুনে বল্লভবাবুর বাড়ির লোকজন ঘটনাস্থানে গিয়ে তাকে বাড়ি ফিরিয়ে আনার চেষ্টা করলে তাতে বাধা দেয় অলোক । বাধ্য হয়ে ফিরে আসে অলোকের পরিবারের লোকজন । রাতে বল্লভবাবু বাড়ি না ফেরায় তার ছেলে কালীপদ সকালে ফের ভেড়ির গুদামঘরে যায় । বল্লভবাবুকে সেখানে দেখতে না পেয়ে অলোককে প্রশ্ন করে কালীপদ ৷ তখন সেখান থেকে চম্পট দেয় অলোক ।

ভিডিয়োয় দেখুন কী বলছেন মৃতের মা

আরও পড়ুন : দুর্ঘটনায় যুবতির মৃত্যু, ঘাতক ট্রাকে আগুন ধরাল জনতা

সোমবার তমলুক থানায় নিখোঁজ ডায়েরি করেন কালীপদ । ঘটনার পর থেকেই গা ঢাকা দেয় অলোক । গতসন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অলোককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে । আজ সকালে স্থানীয় বাসিন্দারা বাড়ির অদূরে খালে বল্লভের দেহ ভাসতে দেখেন । তার পরিবারের অভিযোগ অলোক খুন করেছে । অলোকের বাড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা । তমলুক থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করতে গেলে তাদের ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা । পরে পুলিশ কুকুর এনে তদন্তের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয় ।

তমলুক থানার OC কৃষ্ণেন্দু প্রধান জানিয়েছেন, "দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে । পুলিশের কুকুর এনে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে । অলোককে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে ।"

তমলুক, 18 ডিসেম্বর : বাড়ির অদূরেই খাল থেকে উদ্ধার মৃতদেহ । ঘটনাস্থান তমলুক থানার পুতপুতিয়া গ্রাম । মৃত ব্যক্তির নাম বল্লভ জানা (57) ৷ তিন দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি ৷ কী কারণে মৃত্যু তা এখনও স্পষ্ট নয় ৷ দেহ ময়নাতদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ৷ ঘটনায় জড়িত সন্দেহে অলোক জানা নামে এক প্রতিবেশীকে আটক করেছে তমলুক থানার পুলিশ ৷

গত রবিবার সন্ধেয় বল্লভবাবুকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় অলোক । রাতে এলাকার একটি মাছের ভেড়ির গুদামঘরে মত্ত অবস্থায় তারা নিজেদের মধ্যে বচসায় জড়িয়ে পড়ে । চিৎকার শুনে বল্লভবাবুর বাড়ির লোকজন ঘটনাস্থানে গিয়ে তাকে বাড়ি ফিরিয়ে আনার চেষ্টা করলে তাতে বাধা দেয় অলোক । বাধ্য হয়ে ফিরে আসে অলোকের পরিবারের লোকজন । রাতে বল্লভবাবু বাড়ি না ফেরায় তার ছেলে কালীপদ সকালে ফের ভেড়ির গুদামঘরে যায় । বল্লভবাবুকে সেখানে দেখতে না পেয়ে অলোককে প্রশ্ন করে কালীপদ ৷ তখন সেখান থেকে চম্পট দেয় অলোক ।

ভিডিয়োয় দেখুন কী বলছেন মৃতের মা

আরও পড়ুন : দুর্ঘটনায় যুবতির মৃত্যু, ঘাতক ট্রাকে আগুন ধরাল জনতা

সোমবার তমলুক থানায় নিখোঁজ ডায়েরি করেন কালীপদ । ঘটনার পর থেকেই গা ঢাকা দেয় অলোক । গতসন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অলোককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে । আজ সকালে স্থানীয় বাসিন্দারা বাড়ির অদূরে খালে বল্লভের দেহ ভাসতে দেখেন । তার পরিবারের অভিযোগ অলোক খুন করেছে । অলোকের বাড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা । তমলুক থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করতে গেলে তাদের ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা । পরে পুলিশ কুকুর এনে তদন্তের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয় ।

তমলুক থানার OC কৃষ্ণেন্দু প্রধান জানিয়েছেন, "দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে । পুলিশের কুকুর এনে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে । অলোককে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে ।"

Intro:তমলুক,১৮ ডিসেম্বর: তিন দিন ধরে নিখোঁজ থাকার পর বাড়ির অদূরের খাল থেকে উদ্ধার মৃতদেহ। অভিযোগ বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল প্রতিবেশী অলক জানা। খুনের সাথে জড়িত থাকার অভিযোগে অভিযুক্তের বাড়ি ভাঙচুর করে উত্তেজিত স্থানীয় বাসিন্দা। ঘটনাটি ঘটেছে তমলুক থানার পুতপুতিয়া গ্রামে। পুলিশ জানিয়েছে মৃতের নাম বল্লভ জানা (৫৭) । এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে তমলুক থানার পুলিশ।Body:স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত রবিবার সন্ধ্যা নাগাদ বল্লভ কে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় প্রতিবেশী অলক জানা। দুজনেই রাতে এলাকার একটি মাছের ভেড়ির গুদামঘরে মদের আসর বসায়। সে সময় নিজেদের মধ্যে বচসায় জড়িয়ে পড়ে তারা। চিৎকারের আওয়াজ শুনে বল্লভের বাড়ির লোকজন ঘটনাস্থানে গিয়ে বল্লভ কে বাড়ি ফিরিয়ে আনার চেষ্টা করলে তাতে বাধা দেয় অলক। বাধ্য হয়ে ফিরে আসে অলকের পরিবারের লোকজন। রাতে বল্লভ বাবু বাড়ি না ফেরায় তার ছেলে কালিপদ জানা সকালে ভেড়ির গুদামঘর থেকে বাবাকে ফিরিয়ে আনতে যায়। বাবা কোথায়? অলকের কাছে জানতে চাওয়ায় অলক তৎক্ষণাৎ গুদামঘর থেকে চম্পট দেয় । বাবার খোঁজ না পেয়ে বাধ্য হয়ে বাড়ি ফিরে আসে ছেলে কালিপদ। এরপর সোমবার সন্ধ্যা নাগাদ বাবার খোঁজ পেতে তমলুক থানায় নিখোঁজ ডায়েরি করেন কালিপদ বাবু। যদিও ঘটনার পর থেকেই এলাকা থেকে পাত্তা হয়ে যায় অলক। গতকাল সন্ধ্যা নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অলক কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। এরপর সকাল নাগাদ স্থানীয় বাসিন্দারা বল্লভ বাবুর মৃতদেহ বাড়ির অদূরের সেচ খালে ভেসে উঠতে দেখেন। পরিবারের অভিযোগ আলকই খুন করেছে বল্লভকে। স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করে। অলকের বাড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। তমলুক থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করতে গেলে তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পরে পুলিশ কুকুরে এনে তদন্তের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।
Conclusion:মৃতের স্ত্রী কল্পনা জানা অভিযোগ করে বলেন, গত রবিবার সন্ধ্যা নাগাদ অলক আমাদের বাড়ি থেকে স্বামীকে ডেকে নিয়ে গিয়েছিল। রাতে আমি স্বামীকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়া চেষ্টা করলে ঝামেলা করে আমাকে তাড়িয়ে দেয়। তারপর থেকে আর স্বামীর খোঁজ পাওয়া যায়নি। আজ সকালে মৃতদেহ উদ্ধার হয়। আমরা নিশ্চিত অলকই আমার স্বামীকে খুন করেছে।


তমলুক থানার ওসি কৃষ্ণেন্দু প্রধান জানিয়েছেন, দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ কুকুর এনে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। অলক জানা কে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।
Last Updated : Dec 18, 2019, 7:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.