তমলুক, 18 ডিসেম্বর : বাড়ির অদূরেই খাল থেকে উদ্ধার মৃতদেহ । ঘটনাস্থান তমলুক থানার পুতপুতিয়া গ্রাম । মৃত ব্যক্তির নাম বল্লভ জানা (57) ৷ তিন দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি ৷ কী কারণে মৃত্যু তা এখনও স্পষ্ট নয় ৷ দেহ ময়নাতদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ৷ ঘটনায় জড়িত সন্দেহে অলোক জানা নামে এক প্রতিবেশীকে আটক করেছে তমলুক থানার পুলিশ ৷
গত রবিবার সন্ধেয় বল্লভবাবুকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় অলোক । রাতে এলাকার একটি মাছের ভেড়ির গুদামঘরে মত্ত অবস্থায় তারা নিজেদের মধ্যে বচসায় জড়িয়ে পড়ে । চিৎকার শুনে বল্লভবাবুর বাড়ির লোকজন ঘটনাস্থানে গিয়ে তাকে বাড়ি ফিরিয়ে আনার চেষ্টা করলে তাতে বাধা দেয় অলোক । বাধ্য হয়ে ফিরে আসে অলোকের পরিবারের লোকজন । রাতে বল্লভবাবু বাড়ি না ফেরায় তার ছেলে কালীপদ সকালে ফের ভেড়ির গুদামঘরে যায় । বল্লভবাবুকে সেখানে দেখতে না পেয়ে অলোককে প্রশ্ন করে কালীপদ ৷ তখন সেখান থেকে চম্পট দেয় অলোক ।
আরও পড়ুন : দুর্ঘটনায় যুবতির মৃত্যু, ঘাতক ট্রাকে আগুন ধরাল জনতা
সোমবার তমলুক থানায় নিখোঁজ ডায়েরি করেন কালীপদ । ঘটনার পর থেকেই গা ঢাকা দেয় অলোক । গতসন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অলোককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে । আজ সকালে স্থানীয় বাসিন্দারা বাড়ির অদূরে খালে বল্লভের দেহ ভাসতে দেখেন । তার পরিবারের অভিযোগ অলোক খুন করেছে । অলোকের বাড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা । তমলুক থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করতে গেলে তাদের ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা । পরে পুলিশ কুকুর এনে তদন্তের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয় ।
তমলুক থানার OC কৃষ্ণেন্দু প্রধান জানিয়েছেন, "দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে । পুলিশের কুকুর এনে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে । অলোককে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে ।"