ETV Bharat / state

এগরায় ট্রলিব্যাগ থেকে যুবতির মৃতদেহ উদ্ধার

author img

By

Published : Mar 9, 2020, 12:21 PM IST

পূর্ব মেদিনীপুরের এগরায় ট্রলিব্যাগের মধ্যে থেকে যুবতির মৃতদেহ উদ্ধার । মৃতের নাম ও পরিচয় এখনও জানা যায়নি ।

ছবি
ছবি

এগরা, 9 মার্চ : ট্রলিব্যাগ থেকে যুবতির মৃতদেহ উদ্ধার । পূর্ব মেদিনীপুরের এগরার ঘটনা । এখনও পর্যন্ত মৃতের নাম ও পরিচয় জানা যায়নি । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

আজ সকালে এগরা-দিঘা রাজ্য সড়কের শনি মন্দিরের কাছে একটি ট্রলিব্যাগ পড়ে থাকতে দেখে কয়েকজন । তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশে । পরে ট্রলিব্যাগ খুললে দেখা যায়, একটি পলিথিনের মধ্যে জড়ানো যুবতির মৃতদেহ । দেহটি উদ্ধার করে এগরা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, প্রায় 10 ঘণ্টা আগে মৃত্যু হয়েছে ওই যুবতির । পরে দেহটি ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । যুবতি সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি । কেউ তাঁকে খুন করে ট্রলিব্যাগ বন্দী করে ফেলে গেছে কি না তার তদন্ত শুরু হয়েছে ।

এই বিষয়ে, এগরা থানার OC কাশীনাথ চৌধুরি বলেন, "আজ সকালে একটি ট্রলিব্যাগের ভিতরে এক অজ্ঞাত পরিচয় যুবতির মৃতদেহ উদ্ধার হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।" উল্লেখ্য কয়েকদিন আগে, মেচেদার কারশেডে দাঁড়িয়ে থাকা একটি ট্রেন থেকে ট্রলিব্যাগ বন্দী এক যুবকের দেহ উদ্ধার করেছিল পাঁশকুড়ার GRP ।

এগরা, 9 মার্চ : ট্রলিব্যাগ থেকে যুবতির মৃতদেহ উদ্ধার । পূর্ব মেদিনীপুরের এগরার ঘটনা । এখনও পর্যন্ত মৃতের নাম ও পরিচয় জানা যায়নি । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

আজ সকালে এগরা-দিঘা রাজ্য সড়কের শনি মন্দিরের কাছে একটি ট্রলিব্যাগ পড়ে থাকতে দেখে কয়েকজন । তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশে । পরে ট্রলিব্যাগ খুললে দেখা যায়, একটি পলিথিনের মধ্যে জড়ানো যুবতির মৃতদেহ । দেহটি উদ্ধার করে এগরা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, প্রায় 10 ঘণ্টা আগে মৃত্যু হয়েছে ওই যুবতির । পরে দেহটি ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । যুবতি সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি । কেউ তাঁকে খুন করে ট্রলিব্যাগ বন্দী করে ফেলে গেছে কি না তার তদন্ত শুরু হয়েছে ।

এই বিষয়ে, এগরা থানার OC কাশীনাথ চৌধুরি বলেন, "আজ সকালে একটি ট্রলিব্যাগের ভিতরে এক অজ্ঞাত পরিচয় যুবতির মৃতদেহ উদ্ধার হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।" উল্লেখ্য কয়েকদিন আগে, মেচেদার কারশেডে দাঁড়িয়ে থাকা একটি ট্রেন থেকে ট্রলিব্যাগ বন্দী এক যুবকের দেহ উদ্ধার করেছিল পাঁশকুড়ার GRP ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.