ETV Bharat / state

সংকটে কাঁথি, রক্তদান শিবির জেলা পুলিশের

কোরোনার জেরে দেশজুড়ে চলছে লকডাউন । তাই বিভিন্ন সংস্থা ও স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধ করে দিয়েছে রক্তদান শিবির । ফলে বিভিন্ন হাসপাতালে রক্ত সংকট দেখা দিয়েছে । সেকারণেই রক্ত সংকট মেটাতে এগিয়ে এল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ ও কাঁথি মহকুমা পুলিশ ।

blood donation camp in kanthi, east medinipur
লকডাউনের জেরে রক্তসঙ্কটের মধ্যে কাঁথিতে রক্তদান শিবির করল জেলা পুলিশ
author img

By

Published : Apr 5, 2020, 11:40 PM IST

কাঁথি, 5 এপ্রিল : কোরোনার জেরে দেশজুড়ে চলছে লকডাউন । তাই বিভিন্ন সংস্থা ও স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধ করে দিয়েছে তাদের রক্তদান শিবির । যার ফলে বিভিন্ন হাসপাতালে রক্ত সংকট দেখা দিয়েছে । ফলে থ্যালাসেমিয়া রোগীদের নাজেহাল অবস্থায় পড়তে হচ্ছে । এমনকী, হাসপাতালে সারাদিন বসে থাকলেও জুটছে না রক্ত । বাইরে থেকে আনতে হচ্ছে রক্তদাতাদের । আবার কখনও তাও মিলছে না ৷ কখনও রক্তদাতারা মোটা অঙ্কের টাকার দাবি করছে ৷ সেকারণে সংকট মেটাতে এগিয়ে এল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ ও কাঁথি মহকুমা পুলিশ ।

আজ কাঁথি মহকুমা শাসকের মিটিং হলে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় । সেখানে উপস্থিত ছিলেন কাঁথি মহকুমা শাসক সুজিত ভট্টাচার্য এবং মহকুমা পুলিশ সুপার অভিষেক চক্রবর্তী । কাঁথি থানার IC সুনয়ন বসু । কাঁথি মহিলা থানার OC অনুষ্কা মাইতিসহ অন্যান্য সিভিক ভলেন্টিয়র ও পুলিশ অফিসাররা ।

আজকের রক্তদান শিবির অনুষ্ঠানে প্রথম রক্ত দিলেন কাঁথি মহকুমা পুলিশ সুপার অভিষেক চক্রবর্তী । অন্যান্য অফিসার থেকে পুলিশকর্মী ও সিভিকরা রক্তদান করেন । কাঁথি মহকুমা পুলিশ সুপার অভিষেক চক্রবর্তী বলেন, "আমাদের উপর থেকে রক্তদান শিবির করার নির্দেশ আছে । তাই আমরা এই রক্তদান শিবিরের আয়োজন করেছি । এই রক্তদান শিবির নির্দেশ মেনে চলছে । আমাদের নির্দেশ আছে 50টি বোতল রক্ত দান করার ৷ এখনও পর্যন্ত আমাদের 40টি হয়ে গেছে । তবে বেশি হলেও কোনও অসুবিধা নেই বলে জানিয়েছেন ডাক্তারবাবুরা । "

কাঁথি, 5 এপ্রিল : কোরোনার জেরে দেশজুড়ে চলছে লকডাউন । তাই বিভিন্ন সংস্থা ও স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধ করে দিয়েছে তাদের রক্তদান শিবির । যার ফলে বিভিন্ন হাসপাতালে রক্ত সংকট দেখা দিয়েছে । ফলে থ্যালাসেমিয়া রোগীদের নাজেহাল অবস্থায় পড়তে হচ্ছে । এমনকী, হাসপাতালে সারাদিন বসে থাকলেও জুটছে না রক্ত । বাইরে থেকে আনতে হচ্ছে রক্তদাতাদের । আবার কখনও তাও মিলছে না ৷ কখনও রক্তদাতারা মোটা অঙ্কের টাকার দাবি করছে ৷ সেকারণে সংকট মেটাতে এগিয়ে এল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ ও কাঁথি মহকুমা পুলিশ ।

আজ কাঁথি মহকুমা শাসকের মিটিং হলে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় । সেখানে উপস্থিত ছিলেন কাঁথি মহকুমা শাসক সুজিত ভট্টাচার্য এবং মহকুমা পুলিশ সুপার অভিষেক চক্রবর্তী । কাঁথি থানার IC সুনয়ন বসু । কাঁথি মহিলা থানার OC অনুষ্কা মাইতিসহ অন্যান্য সিভিক ভলেন্টিয়র ও পুলিশ অফিসাররা ।

আজকের রক্তদান শিবির অনুষ্ঠানে প্রথম রক্ত দিলেন কাঁথি মহকুমা পুলিশ সুপার অভিষেক চক্রবর্তী । অন্যান্য অফিসার থেকে পুলিশকর্মী ও সিভিকরা রক্তদান করেন । কাঁথি মহকুমা পুলিশ সুপার অভিষেক চক্রবর্তী বলেন, "আমাদের উপর থেকে রক্তদান শিবির করার নির্দেশ আছে । তাই আমরা এই রক্তদান শিবিরের আয়োজন করেছি । এই রক্তদান শিবির নির্দেশ মেনে চলছে । আমাদের নির্দেশ আছে 50টি বোতল রক্ত দান করার ৷ এখনও পর্যন্ত আমাদের 40টি হয়ে গেছে । তবে বেশি হলেও কোনও অসুবিধা নেই বলে জানিয়েছেন ডাক্তারবাবুরা । "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.