ETV Bharat / state

পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানের পদত্যাগের দাবিতে তমলুকে বিক্ষোভ BJP-র

পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানের পদত্যাগের দাবি সহ আরও একাধিক দাবি নিয়ে বিক্ষোভ দেখালেন BJP কর্মীরা । তমলুকের শ্রীরামপুর এলাকার ঘটনা ।

BJP showing protest at tamluk
author img

By

Published : Aug 3, 2020, 7:16 PM IST

তমলুক, 3 অগাস্ট : পঞ্চায়েতের দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগে অবস্থান-বিক্ষোভ করলেন BJP কর্মীরা । পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানের পদত্যাগের দাবি সহ একাধিক দাবি তোলেন তাঁরা । তমলুক থানার শ্রীরামপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা ।

বিক্ষোভকারীদের অভিযোগ, শ্রীরামপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান নিশিকান্ত জানা ও উপপ্রধান সুকান্ত কুইলা আমফানে প্রকৃত ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ না দিয়ে নিজেদের দলের লোকেদের পাইয়ে দিয়েছে ।

BJP-র তমলুক জেলা সাংগঠনিক জেলার সহকারী সভাপতি আশিস মণ্ডল বলেন, গত এক মাস ধরে এই অঞ্চলে যাতে একটা ডেপুটেশন দেওয়া যায় তার জন্য অঞ্চলের কর্মকর্তারা প্রধানের কাছে বারবার সময় চেয়ে ছিলেন । সময় দেননি । বরং আক্রমণ করেন । সেজন্য আমরা বাধ্য হয়ে এই প্রতিবাদে নেমেছি । আমাদের মূল দাবি, সরকারি প্রকল্পে দুর্নীতি করা বন্ধ করুক ।"

এছাড়া তিনি আরও বলেন, “বরজ নির্মাণ প্রকল্পে লাগামহীন দুর্নীতি হয়েছে । প্রায় 1 কোটি 20 লাখ টাকার দুর্নীতি হয়েছে । টাকা যাদের দেওয়া হয়েছে তারা কেউ বরজ করেনি । দু-একজন করেছে । বাকি সব ওই বরজের নামে টাকা নিয়ে আত্মসাৎ করেছে । প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রে সিরিয়াল মানা হয়নি । এবং আমফান ঘূর্ণিঝড়ে প্রকৃত ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হয়নি । তৃণমূলের নেতারা নিজেরাই ক্ষতিপূরণ নিয়েছে ।”

যদিও এই সব অভিযোগ উড়িয়ে তৃণমূলের জেলা সম্পাদক কনিষ্ক পাণ্ডা বলেন, "BJP এখন ইচ্ছাকৃতভাবে জমায়েতের নাম করে কোরোনা ছড়াচ্ছে । অমিত শাহের কোরোনা হয়েছে । এদের যে কোরোনা হয়নি তার কি মানে আছে ! এরাও তো দিল্লি গেছিল । পূর্ব মেদিনীপুর জেলার প্রত্যেক মানুষের উচিত কোরোনা BJP হইতে সাবধান ।"

তমলুক, 3 অগাস্ট : পঞ্চায়েতের দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগে অবস্থান-বিক্ষোভ করলেন BJP কর্মীরা । পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানের পদত্যাগের দাবি সহ একাধিক দাবি তোলেন তাঁরা । তমলুক থানার শ্রীরামপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা ।

বিক্ষোভকারীদের অভিযোগ, শ্রীরামপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান নিশিকান্ত জানা ও উপপ্রধান সুকান্ত কুইলা আমফানে প্রকৃত ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ না দিয়ে নিজেদের দলের লোকেদের পাইয়ে দিয়েছে ।

BJP-র তমলুক জেলা সাংগঠনিক জেলার সহকারী সভাপতি আশিস মণ্ডল বলেন, গত এক মাস ধরে এই অঞ্চলে যাতে একটা ডেপুটেশন দেওয়া যায় তার জন্য অঞ্চলের কর্মকর্তারা প্রধানের কাছে বারবার সময় চেয়ে ছিলেন । সময় দেননি । বরং আক্রমণ করেন । সেজন্য আমরা বাধ্য হয়ে এই প্রতিবাদে নেমেছি । আমাদের মূল দাবি, সরকারি প্রকল্পে দুর্নীতি করা বন্ধ করুক ।"

এছাড়া তিনি আরও বলেন, “বরজ নির্মাণ প্রকল্পে লাগামহীন দুর্নীতি হয়েছে । প্রায় 1 কোটি 20 লাখ টাকার দুর্নীতি হয়েছে । টাকা যাদের দেওয়া হয়েছে তারা কেউ বরজ করেনি । দু-একজন করেছে । বাকি সব ওই বরজের নামে টাকা নিয়ে আত্মসাৎ করেছে । প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রে সিরিয়াল মানা হয়নি । এবং আমফান ঘূর্ণিঝড়ে প্রকৃত ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হয়নি । তৃণমূলের নেতারা নিজেরাই ক্ষতিপূরণ নিয়েছে ।”

যদিও এই সব অভিযোগ উড়িয়ে তৃণমূলের জেলা সম্পাদক কনিষ্ক পাণ্ডা বলেন, "BJP এখন ইচ্ছাকৃতভাবে জমায়েতের নাম করে কোরোনা ছড়াচ্ছে । অমিত শাহের কোরোনা হয়েছে । এদের যে কোরোনা হয়নি তার কি মানে আছে ! এরাও তো দিল্লি গেছিল । পূর্ব মেদিনীপুর জেলার প্রত্যেক মানুষের উচিত কোরোনা BJP হইতে সাবধান ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.