পটাশপুর, 19 সেপ্টেম্বর : স্থানীয় BJP নেতার মৃতদেহ সৎকারের জন্য তৃণমূল নেতার বাড়িতে চড়াও হলেন দলীয় কর্মী-সমর্থকরা ৷ পটাশপুরের ধকড়াবাঁকা গ্রামের ঘটনা ৷ খবর পেয়ে ঘটনাস্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পটাশপুর থানার পুলিশ ৷
গত পঞ্চায়েত ভোটের সময় ধকড়াবাঁকা গ্রামের BJP নেতা বাসুদেব মাজি স্থানীয় তৃণমূল নেতা বিশ্বজিৎ জানার হাতে আক্রান্ত হন ৷ এরপর তাঁকে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয় ৷ সেখান থেকে পরে স্থানান্তরিত করা হয় তমলুক জেলা হাসপাতালে ৷ পরে তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন ৷ কিন্তু BJP-র অভিযোগ, হাসপাতাল থেকে বাসুদেবাবু ফিরে আসার পর থেকে তাদের একঘরে করে রাখেন তৃণমূল কর্মী-সমর্থকরা ৷ তাদের বক্তব্য, বিশ্বজিৎ জানা লাঠি দিয়ে মাথায় আঘাত করার ফলেই বাসুদেববাবু অসুস্থ হয়ে পড়েন ৷ তাঁর পরিবারকে হুমকি দেওয়া হয় ৷ মানসিক অবসাদে ভুগতে থাকে গোটা পরিবার ৷ দিন কয়েক আগেই বাসুদেব মাজি হাসপাতালে ভরতি হয় ৷ সেখানেই গতকাল তাঁর মৃত্যু হয় ৷ এরপরই তাঁর মৃতদেহ নিয়ে বিশ্বজিৎ জানার বাড়িতে জড়ো হন BJP কর্মী-সমর্থকরা ৷ সেখানেই তাঁরা দলীয় নেতার মৃতদেহ সৎকার করবেন বলে সিদ্ধান্ত নেন ৷ খবর পেয়ে পটাশপুর থানার OC রাজকুমার দেবনাথ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ৷
এই ঘটনা প্রসঙ্গে তৃণমূল নেতা তাপস মাজি বলেন, "BJP অযথা মৃত্যু নিয়ে রাজনীতি করছে ৷ দুরারোগ্য রোগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে ৷ এর সঙ্গে দলের কোনও যোগ নেই ৷ যদি এই ঘটনায় দলের কোনও ব্যক্তি জড়িত থাকেন, তার ব্যবস্থা পুলিশ প্রশাসন নেবে ৷ " মৃতদেহ ময়নাতদন্তের জন্য কাঁথির মহকুমা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ ৷ যদিও এই ঘটনায় মৃতের পরিবারের তরফে পুলিশে কোনও অভিযোগ দায়ের করা হয়নি ৷