ETV Bharat / state

দলীয় নেতার মৃতদেহ সৎকার করতে তৃণমূল নেতার বাড়িতে BJP কর্মীরা - পটাশপুর

স্থানীয় BJP নেতার মৃতদেহ সৎকারের জন্য তৃণমূল নেতার বাড়িতে চড়াও হলেন দলীয় কর্মী-সমর্থকরা ৷ পটাশপুরের ধকড়াবাঁকা গ্রামের ঘটনা ৷

পটাশপুর
author img

By

Published : Sep 19, 2019, 11:51 PM IST

Updated : Sep 19, 2019, 11:59 PM IST

পটাশপুর, 19 সেপ্টেম্বর : স্থানীয় BJP নেতার মৃতদেহ সৎকারের জন্য তৃণমূল নেতার বাড়িতে চড়াও হলেন দলীয় কর্মী-সমর্থকরা ৷ পটাশপুরের ধকড়াবাঁকা গ্রামের ঘটনা ৷ খবর পেয়ে ঘটনাস্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পটাশপুর থানার পুলিশ ৷

গত পঞ্চায়েত ভোটের সময় ধকড়াবাঁকা গ্রামের BJP নেতা বাসুদেব মাজি স্থানীয় তৃণমূল নেতা বিশ্বজিৎ জানার হাতে আক্রান্ত হন ৷ এরপর তাঁকে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয় ৷ সেখান থেকে পরে স্থানান্তরিত করা হয় তমলুক জেলা হাসপাতালে ৷ পরে তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন ৷ কিন্তু BJP-র অভিযোগ, হাসপাতাল থেকে বাসুদেবাবু ফিরে আসার পর থেকে তাদের একঘরে করে রাখেন তৃণমূল কর্মী-সমর্থকরা ৷ তাদের বক্তব্য, বিশ্বজিৎ জানা লাঠি দিয়ে মাথায় আঘাত করার ফলেই বাসুদেববাবু অসুস্থ হয়ে পড়েন ৷ তাঁর পরিবারকে হুমকি দেওয়া হয় ৷ মানসিক অবসাদে ভুগতে থাকে গোটা পরিবার ৷ দিন কয়েক আগেই বাসুদেব মাজি হাসপাতালে ভরতি হয় ৷ সেখানেই গতকাল তাঁর মৃত্যু হয় ৷ এরপরই তাঁর মৃতদেহ নিয়ে বিশ্বজিৎ জানার বাড়িতে জড়ো হন BJP কর্মী-সমর্থকরা ৷ সেখানেই তাঁরা দলীয় নেতার মৃতদেহ সৎকার করবেন বলে সিদ্ধান্ত নেন ৷ খবর পেয়ে পটাশপুর থানার OC রাজকুমার দেবনাথ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ৷

দেখুন ভিডিয়ো

এই ঘটনা প্রসঙ্গে তৃণমূল নেতা তাপস মাজি বলেন, "BJP অযথা মৃত্যু নিয়ে রাজনীতি করছে ৷ দুরারোগ্য রোগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে ৷ এর সঙ্গে দলের কোনও যোগ নেই ৷ যদি এই ঘটনায় দলের কোনও ব্যক্তি জড়িত থাকেন, তার ব্যবস্থা পুলিশ প্রশাসন নেবে ৷ " মৃতদেহ ময়নাতদন্তের জন্য কাঁথির মহকুমা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ ৷ যদিও এই ঘটনায় মৃতের পরিবারের তরফে পুলিশে কোনও অভিযোগ দায়ের করা হয়নি ৷

পটাশপুর, 19 সেপ্টেম্বর : স্থানীয় BJP নেতার মৃতদেহ সৎকারের জন্য তৃণমূল নেতার বাড়িতে চড়াও হলেন দলীয় কর্মী-সমর্থকরা ৷ পটাশপুরের ধকড়াবাঁকা গ্রামের ঘটনা ৷ খবর পেয়ে ঘটনাস্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পটাশপুর থানার পুলিশ ৷

গত পঞ্চায়েত ভোটের সময় ধকড়াবাঁকা গ্রামের BJP নেতা বাসুদেব মাজি স্থানীয় তৃণমূল নেতা বিশ্বজিৎ জানার হাতে আক্রান্ত হন ৷ এরপর তাঁকে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয় ৷ সেখান থেকে পরে স্থানান্তরিত করা হয় তমলুক জেলা হাসপাতালে ৷ পরে তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন ৷ কিন্তু BJP-র অভিযোগ, হাসপাতাল থেকে বাসুদেবাবু ফিরে আসার পর থেকে তাদের একঘরে করে রাখেন তৃণমূল কর্মী-সমর্থকরা ৷ তাদের বক্তব্য, বিশ্বজিৎ জানা লাঠি দিয়ে মাথায় আঘাত করার ফলেই বাসুদেববাবু অসুস্থ হয়ে পড়েন ৷ তাঁর পরিবারকে হুমকি দেওয়া হয় ৷ মানসিক অবসাদে ভুগতে থাকে গোটা পরিবার ৷ দিন কয়েক আগেই বাসুদেব মাজি হাসপাতালে ভরতি হয় ৷ সেখানেই গতকাল তাঁর মৃত্যু হয় ৷ এরপরই তাঁর মৃতদেহ নিয়ে বিশ্বজিৎ জানার বাড়িতে জড়ো হন BJP কর্মী-সমর্থকরা ৷ সেখানেই তাঁরা দলীয় নেতার মৃতদেহ সৎকার করবেন বলে সিদ্ধান্ত নেন ৷ খবর পেয়ে পটাশপুর থানার OC রাজকুমার দেবনাথ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ৷

দেখুন ভিডিয়ো

এই ঘটনা প্রসঙ্গে তৃণমূল নেতা তাপস মাজি বলেন, "BJP অযথা মৃত্যু নিয়ে রাজনীতি করছে ৷ দুরারোগ্য রোগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে ৷ এর সঙ্গে দলের কোনও যোগ নেই ৷ যদি এই ঘটনায় দলের কোনও ব্যক্তি জড়িত থাকেন, তার ব্যবস্থা পুলিশ প্রশাসন নেবে ৷ " মৃতদেহ ময়নাতদন্তের জন্য কাঁথির মহকুমা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ ৷ যদিও এই ঘটনায় মৃতের পরিবারের তরফে পুলিশে কোনও অভিযোগ দায়ের করা হয়নি ৷

Intro:এক বিজেপির স্থানীয় নেতার মৃতদেহ নিয়ে তৃণমূল নেতার বাস্ততে সংস্কার , উত্তেজনা তুঙ্গে ।

পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার ধকড়াবাঁকা গ্রামের বাসিন্দা বাসুদেব মাজী । দীর্ঘ দিন ধরে তিনি বিজেপির কর্ম কর্তা ছিলেন । গত পঞ্চায়েত ভোটের সময় বিজেপি কর্মী বাসুদেব মাঝি ও তৃণমূল গ্রাম্য নেতা বিশ্বজিত জানার হাতে আক্রান্ত হন বলে অভিযোগ । তারপর স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে, সেখান থেকে তমলুক জেলা হাসপাতালে হস্তান্তর করা হয় । কিছু দিন অসুস্থ থাকার পর বাড়ি চলে আসেন । গতরাতে উনি মারা যান ।

বিজেপি নেতা দেবাং পাল বলেন, দীর্ঘ দিন ধরে বাসুদেব মাঝি আমাদের সক্রিয় বিজেপি কর্মীর সদস্য ছিলেন ।
পঞ্চায়েত ভোটের কিছু দিন পরে এলাকার তৃণমূল নেতা বিশ্বজিৎ জানার হাতে আক্রান্ত হন বাসুদেব মাজী । তারপর প্রথমে পটাশপুর ব্লক হাসপাতালে ও পরে তমলুক জেলা হাসপাতালে কিছু দিন ধরে চিকিৎসাধীন ছিলেন । কিছু দিন অসুস্থ থাকার পর বাড়ি চলে আসেন । গতকাল রাতে নিজের বাড়িতেই তার মৃত্যু হয়েছে। মৃত্যুর খবর দলীয়দের ছড়িয়ে পড়তেই তার বাড়িতে জড়ো হন । বাসুদেব মাজীর মৃতদেহ নিয়ে তারা হাজির হয়েছে মারধরের ঘটনার অভিযুক্ত তৃণমূল কর্মী বিশ্বজিৎ জানার বাড়ির কাছে নিয়ে এসে তার বাস্ততে সংস্কার করবো । ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখাতে উপস্থিত বিজেপি কর্মী সমর্থকরা। যদিও তৃণমূল কর্মী বিশ্বজিৎ জানা কে বিজেপি মারধর করেছে,সে এখনও কলকাতায় চিকিত্সা ধিন , বিজেপি অযথা মৃত্যু নিয়ে রাজনীতি করছে বলে জানান তৃণমূল নেতা তাপস মাঝি ।
তৃণমূল নেতা আরো বলেন যদিও দুরারোগ্য রোগে মৃত্যু ও সম্পূর্ণ ব্যাক্তিগত ঘটনাকে ঘিরে রাজনীতি করতে চাইছে বিজেপি । এর সাথে দলের কোন যোগযোগণ নেই তৃণমূলের । যদি যোগাযোগ থাকে পুলিশ প্রশাসন তার ব্যবস্থা নেবে। পটাশপুর থানার ওসি রাজকুমার দেবনাথ বলেন ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । আর মৃত দেহ থানায় নিয়ে আসি । এখন ময়নাতদন্তের জন্য কাঁথির মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে । কিন্তু মৃতের পরিবার এখন পর্যন্ত কোন অভিযোগ করেনি পটাশপুর থানায় ।Body:এক বিজেপির স্থানীয় নেতার মৃতদেহ নিয়ে তৃণমূল নেতার বাস্ততে সংস্কার , উত্তেজনা তুঙ্গে ।

পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার ধকড়াবাঁকা গ্রামের বাসিন্দা বাসুদেব মাজী । দীর্ঘ দিন ধরে তিনি বিজেপির কর্ম কর্তা ছিলেন । গত পঞ্চায়েত ভোটের সময় বিজেপি কর্মী বাসুদেব মাঝি ও তৃণমূল গ্রাম্য নেতা বিশ্বজিত জানার হাতে আক্রান্ত হন বলে অভিযোগ । তারপর স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে, সেখান থেকে তমলুক জেলা হাসপাতালে হস্তান্তর করা হয় । কিছু দিন অসুস্থ থাকার পর বাড়ি চলে আসেন । গতরাতে উনি মারা যান ।

বিজেপি নেতা দেবাং পাল বলেন, দীর্ঘ দিন ধরে বাসুদেব মাঝি আমাদের সক্রিয় বিজেপি কর্মীর সদস্য ছিলেন ।
পঞ্চায়েত ভোটের কিছু দিন পরে এলাকার তৃণমূল নেতা বিশ্বজিৎ জানার হাতে আক্রান্ত হন বাসুদেব মাজী । তারপর প্রথমে পটাশপুর ব্লক হাসপাতালে ও পরে তমলুক জেলা হাসপাতালে কিছু দিন ধরে চিকিৎসাধীন ছিলেন । কিছু দিন অসুস্থ থাকার পর বাড়ি চলে আসেন । গতকাল রাতে নিজের বাড়িতেই তার মৃত্যু হয়েছে। মৃত্যুর খবর দলীয়দের ছড়িয়ে পড়তেই তার বাড়িতে জড়ো হন । বাসুদেব মাজীর মৃতদেহ নিয়ে তারা হাজির হয়েছে মারধরের ঘটনার অভিযুক্ত তৃণমূল কর্মী বিশ্বজিৎ জানার বাড়ির কাছে নিয়ে এসে তার বাস্ততে সংস্কার করবো । ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখাতে উপস্থিত বিজেপি কর্মী সমর্থকরা। যদিও তৃণমূল কর্মী বিশ্বজিৎ জানা কে বিজেপি মারধর করেছে,সে এখনও কলকাতায় চিকিত্সা ধিন , বিজেপি অযথা মৃত্যু নিয়ে রাজনীতি করছে বলে জানান তৃণমূল নেতা তাপস মাঝি ।
তৃণমূল নেতা আরো বলেন যদিও দুরারোগ্য রোগে মৃত্যু ও সম্পূর্ণ ব্যাক্তিগত ঘটনাকে ঘিরে রাজনীতি করতে চাইছে বিজেপি । এর সাথে দলের কোন যোগযোগণ নেই তৃণমূলের । যদি যোগাযোগ থাকে পুলিশ প্রশাসন তার ব্যবস্থা নেবে। পটাশপুর থানার ওসি রাজকুমার দেবনাথ বলেন ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । আর মৃত দেহ থানায় নিয়ে আসি । এখন ময়নাতদন্তের জন্য কাঁথির মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে । কিন্তু মৃতের পরিবার এখন পর্যন্ত কোন অভিযোগ করেনি পটাশপুর থানায় ।Conclusion:এক বিজেপির স্থানীয় নেতার মৃতদেহ নিয়ে তৃণমূল নেতার বাস্ততে সংস্কার , উত্তেজনা তুঙ্গে ।

পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার ধকড়াবাঁকা গ্রামের বাসিন্দা বাসুদেব মাজী । দীর্ঘ দিন ধরে তিনি বিজেপির কর্ম কর্তা ছিলেন । গত পঞ্চায়েত ভোটের সময় বিজেপি কর্মী বাসুদেব মাঝি ও তৃণমূল গ্রাম্য নেতা বিশ্বজিত জানার হাতে আক্রান্ত হন বলে অভিযোগ । তারপর স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে, সেখান থেকে তমলুক জেলা হাসপাতালে হস্তান্তর করা হয় । কিছু দিন অসুস্থ থাকার পর বাড়ি চলে আসেন । গতরাতে উনি মারা যান ।

বিজেপি নেতা দেবাং পাল বলেন, দীর্ঘ দিন ধরে বাসুদেব মাঝি আমাদের সক্রিয় বিজেপি কর্মীর সদস্য ছিলেন ।
পঞ্চায়েত ভোটের কিছু দিন পরে এলাকার তৃণমূল নেতা বিশ্বজিৎ জানার হাতে আক্রান্ত হন বাসুদেব মাজী । তারপর প্রথমে পটাশপুর ব্লক হাসপাতালে ও পরে তমলুক জেলা হাসপাতালে কিছু দিন ধরে চিকিৎসাধীন ছিলেন । কিছু দিন অসুস্থ থাকার পর বাড়ি চলে আসেন । গতকাল রাতে নিজের বাড়িতেই তার মৃত্যু হয়েছে। মৃত্যুর খবর দলীয়দের ছড়িয়ে পড়তেই তার বাড়িতে জড়ো হন । বাসুদেব মাজীর মৃতদেহ নিয়ে তারা হাজির হয়েছে মারধরের ঘটনার অভিযুক্ত তৃণমূল কর্মী বিশ্বজিৎ জানার বাড়ির কাছে নিয়ে এসে তার বাস্ততে সংস্কার করবো । ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখাতে উপস্থিত বিজেপি কর্মী সমর্থকরা। যদিও তৃণমূল কর্মী বিশ্বজিৎ জানা কে বিজেপি মারধর করেছে,সে এখনও কলকাতায় চিকিত্সা ধিন , বিজেপি অযথা মৃত্যু নিয়ে রাজনীতি করছে বলে জানান তৃণমূল নেতা তাপস মাঝি ।
তৃণমূল নেতা আরো বলেন যদিও দুরারোগ্য রোগে মৃত্যু ও সম্পূর্ণ ব্যাক্তিগত ঘটনাকে ঘিরে রাজনীতি করতে চাইছে বিজেপি । এর সাথে দলের কোন যোগযোগণ নেই তৃণমূলের । যদি যোগাযোগ থাকে পুলিশ প্রশাসন তার ব্যবস্থা নেবে। পটাশপুর থানার ওসি রাজকুমার দেবনাথ বলেন ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । আর মৃত দেহ থানায় নিয়ে আসি । এখন ময়নাতদন্তের জন্য কাঁথির মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে । কিন্তু মৃতের পরিবার এখন পর্যন্ত কোন অভিযোগ করেনি পটাশপুর থানায় ।
Last Updated : Sep 19, 2019, 11:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.