ETV Bharat / state

নন্দকুমারে বিজেপি কর্মীর গলা কাটা দেহ উদ্ধার

পূর্ব মেদিনীপুরে এক বিজেপি কর্মীকে খুনের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর ৷ মৃতের পরিবারের অভিযোগ , বিজেপি করায় প্রাণ দিতে হল তাঁকে ৷ সরাসরি না বললেও, তৃণমূলের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন তাঁর পরিবার ৷

পূর্ব মেদিনীপুরে বিজেপি কর্মীকে গলা কেটে খুন
পূর্ব মেদিনীপুরে বিজেপি কর্মীকে গলা কেটে খুন
author img

By

Published : Jun 9, 2021, 7:18 AM IST

Updated : Jun 9, 2021, 10:32 AM IST

নন্দকুমার, 9 জুন : বিজেপি করায় এক যুবককে গলা কেটে খুনের অভিযোগ উঠল ৷ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানার কল্যাণপুর এলাকায় ৷ মৃত যুবকের নাম তপন বেরা ( 27 ) ৷ মৃত্যুর আসল কারণ অধরা থাকলেও পরিবারের অভিযোগ , রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাঁর মৃত্যু হয়েছে ৷

তপনের বাড়ি নন্দকুমার থানার মাধবপুরে ৷ পাইপ লাইনের কাজ করতেন তিনি ৷ রোজকার মতো 7 জুন বাড়ি থেকে বেরোলেও বাড়ি ফেরার নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও তিনি আর বাড়ি ফেরেননি ৷ পরে স্থানীয়দের বিষয়টি জানান মৃত বিজেপি কর্মীর স্ত্রী ৷ স্থানীয়রাই নন্দকুমার থানায় খবর দেন ৷ পুলিশ এসে জিজ্ঞাসাবাদের পর স্থানীয় এলাকাতেই তদন্ত শুরু করে ৷ কিন্তু গোটা দিন কেটে গেলেও তপনের কোনও কিনারা পায়নি পুলিশ ৷ সেদিনই পরিবারের তরফ থেকে থানায় একটি নিঁখোজ ডায়েরি করা হয় ৷ পরের দিন অর্থাৎ 8 জুন সকালে ফের তদন্ত শুরু হলে পাশের গ্রামের একটি পুকুর থেকে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ ৷ ময়নাতদন্তের জন্য দেহটি তমলুক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ৷

মৃত তপনের স্ত্রী মাধবী বেরা বলেন, " সময়মতো বাড়ি থেকে কাজের জন্য বেরোনোর পরও যখন ফিরলেন না উনি , স্থানীয়দের জানাতে বাধ্য হই ৷ পুলিশ এসে তদন্ত শুরু করে ৷ একদিন কেটে গেলেও তাঁর কোনও খোঁজ পাওয়া যাযনি ৷ পরে পুুলিশ এসে পুকুর থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করে ৷ " সরাসরি পরিবারের তরফে তৃণমূলের দিকে অভিযোগের আঙুল না তুললেও, এই খুনের পিছনে যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদেরই হাত আছে , তা নানাভাবে বুঝিয়ে দেন মৃতের পরিবার ৷

বিজেপি কর্মীকে খুনের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর

আরও পড়ুন : হারের পর্যালোচনা বৈঠকে কেন অনুপস্থিত মুকুল-শুভেন্দু ?

বিজেপির তমলুক জেলা সাংগঠনিক সভাপতি নবারুণ নায়ক বলেন , "বিজেপি করায় খুন হতে হয়েছে তপন বেরাকে ।" তবে এই খুনের পিছনে কোনও রাজনীতি আছে , তা মানতে নারাজ নন্দকুমারের তৃণমূল বিধায়ক সুকুমার দে । তিনি বলেন, " এর পিছনে কোনও ব্যক্তিগত কারণ জড়িত ৷ রাজনীতি নয় ৷ "

নন্দকুমার, 9 জুন : বিজেপি করায় এক যুবককে গলা কেটে খুনের অভিযোগ উঠল ৷ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানার কল্যাণপুর এলাকায় ৷ মৃত যুবকের নাম তপন বেরা ( 27 ) ৷ মৃত্যুর আসল কারণ অধরা থাকলেও পরিবারের অভিযোগ , রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাঁর মৃত্যু হয়েছে ৷

তপনের বাড়ি নন্দকুমার থানার মাধবপুরে ৷ পাইপ লাইনের কাজ করতেন তিনি ৷ রোজকার মতো 7 জুন বাড়ি থেকে বেরোলেও বাড়ি ফেরার নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও তিনি আর বাড়ি ফেরেননি ৷ পরে স্থানীয়দের বিষয়টি জানান মৃত বিজেপি কর্মীর স্ত্রী ৷ স্থানীয়রাই নন্দকুমার থানায় খবর দেন ৷ পুলিশ এসে জিজ্ঞাসাবাদের পর স্থানীয় এলাকাতেই তদন্ত শুরু করে ৷ কিন্তু গোটা দিন কেটে গেলেও তপনের কোনও কিনারা পায়নি পুলিশ ৷ সেদিনই পরিবারের তরফ থেকে থানায় একটি নিঁখোজ ডায়েরি করা হয় ৷ পরের দিন অর্থাৎ 8 জুন সকালে ফের তদন্ত শুরু হলে পাশের গ্রামের একটি পুকুর থেকে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ ৷ ময়নাতদন্তের জন্য দেহটি তমলুক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ৷

মৃত তপনের স্ত্রী মাধবী বেরা বলেন, " সময়মতো বাড়ি থেকে কাজের জন্য বেরোনোর পরও যখন ফিরলেন না উনি , স্থানীয়দের জানাতে বাধ্য হই ৷ পুলিশ এসে তদন্ত শুরু করে ৷ একদিন কেটে গেলেও তাঁর কোনও খোঁজ পাওয়া যাযনি ৷ পরে পুুলিশ এসে পুকুর থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করে ৷ " সরাসরি পরিবারের তরফে তৃণমূলের দিকে অভিযোগের আঙুল না তুললেও, এই খুনের পিছনে যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদেরই হাত আছে , তা নানাভাবে বুঝিয়ে দেন মৃতের পরিবার ৷

বিজেপি কর্মীকে খুনের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর

আরও পড়ুন : হারের পর্যালোচনা বৈঠকে কেন অনুপস্থিত মুকুল-শুভেন্দু ?

বিজেপির তমলুক জেলা সাংগঠনিক সভাপতি নবারুণ নায়ক বলেন , "বিজেপি করায় খুন হতে হয়েছে তপন বেরাকে ।" তবে এই খুনের পিছনে কোনও রাজনীতি আছে , তা মানতে নারাজ নন্দকুমারের তৃণমূল বিধায়ক সুকুমার দে । তিনি বলেন, " এর পিছনে কোনও ব্যক্তিগত কারণ জড়িত ৷ রাজনীতি নয় ৷ "

Last Updated : Jun 9, 2021, 10:32 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.