ETV Bharat / state

3 BJP নেতা-কর্মীর উপর হামলার অভিযোগ, কাঁথিতে অবরোধ-বিক্ষোভ

author img

By

Published : Nov 9, 2020, 7:09 AM IST

দলীয় নেতা-কর্মীর উপর হামলার অভিযোগে গতকাল কাঁথির একাধিক জায়গায় পথ অবরোধ করে BJP ।

BJP blocked road after ৩ worker injured
কাঁথিতে বিজেপি কর্মীর উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

কাঁথি, 9 নভেম্বর : পারিবারিক অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে তিন BJP নেতা ও কর্মীর উপর হামলার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । প্রতিবাদে গতকাল কাঁথির একাধিক জায়গায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় BJP ।

গতকাল মারিশদা থানার কৌশল্লা গ্রামে BJP-র মণ্ডল সভাপতি শ্রীকৃষ্ণ মান্নানের বাড়িতে একটি অনুষ্ঠান ছিল । সেখান থেকে বাড়ি ফিরছিলেন কাঁথির BJP সাংগঠনিক জেলার সহ সভাপতি বিবেকানন্দ কাণ্ডার ও তাঁর সঙ্গীরা । অভিযোগ, ফেরার পথে তাঁদের উপর হামলা চালায় কয়েকজন দুষ্কৃতী । গুরুতর আহত অবস্থায় বিবেকানন্দ কাণ্ডারকে কাঁথি মহকুমা হাসপাতালে ভরতি করা হয় । আরও দু'জন আহত হন । হামলার খবর পাওয়ার পর কাঁথির একাধিক জায়গায় বিক্ষোভ দেখান BJP নেতা-কর্মীরা । রাস্তা অবরোধ করে, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তাঁরা । কাঁথি মহকুমা পুলিশ সুপার অভিষেক চক্রবর্তীর অফিসের সামনে ধরনাতেও বসেন । বিবেকানন্দ কাণ্ডারের সঙ্গে দেখা করেন কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি অনুপ চক্রবর্তী ।

কাঁথিতে পথ অবরোধ BJP-র

অনুপবাবু বলেন, "হামলা চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । ঘটনায় মারিশদা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ।" তৃণমূল নেতা বিকাশ বেজ বলেন, "এটা ওনাদের পারিবারিক বিষয় । তৃণমূলের কেউ এর সঙ্গে জড়িত নয় ।"

কাঁথি, 9 নভেম্বর : পারিবারিক অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে তিন BJP নেতা ও কর্মীর উপর হামলার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । প্রতিবাদে গতকাল কাঁথির একাধিক জায়গায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় BJP ।

গতকাল মারিশদা থানার কৌশল্লা গ্রামে BJP-র মণ্ডল সভাপতি শ্রীকৃষ্ণ মান্নানের বাড়িতে একটি অনুষ্ঠান ছিল । সেখান থেকে বাড়ি ফিরছিলেন কাঁথির BJP সাংগঠনিক জেলার সহ সভাপতি বিবেকানন্দ কাণ্ডার ও তাঁর সঙ্গীরা । অভিযোগ, ফেরার পথে তাঁদের উপর হামলা চালায় কয়েকজন দুষ্কৃতী । গুরুতর আহত অবস্থায় বিবেকানন্দ কাণ্ডারকে কাঁথি মহকুমা হাসপাতালে ভরতি করা হয় । আরও দু'জন আহত হন । হামলার খবর পাওয়ার পর কাঁথির একাধিক জায়গায় বিক্ষোভ দেখান BJP নেতা-কর্মীরা । রাস্তা অবরোধ করে, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তাঁরা । কাঁথি মহকুমা পুলিশ সুপার অভিষেক চক্রবর্তীর অফিসের সামনে ধরনাতেও বসেন । বিবেকানন্দ কাণ্ডারের সঙ্গে দেখা করেন কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি অনুপ চক্রবর্তী ।

কাঁথিতে পথ অবরোধ BJP-র

অনুপবাবু বলেন, "হামলা চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । ঘটনায় মারিশদা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ।" তৃণমূল নেতা বিকাশ বেজ বলেন, "এটা ওনাদের পারিবারিক বিষয় । তৃণমূলের কেউ এর সঙ্গে জড়িত নয় ।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.