ETV Bharat / state

খেজুরিতে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ করার অভিযোগ BJP-র , পুলিশকে ঘিরে বিক্ষোভ - BJP protest on road repairing at Khejuri

এলাকার BJP নেতা অনুপকুমার ভক্ত বলেন, "এই জায়গায় রাস্তার কাজের জন্য 25 মিলিমিটার পাথর দেওয়ার কথা । সেক্ষেত্রে ঠিকাদার 20 মিলিমিটার পাথর দিয়ে রাস্তার কাজ করছিল । আমাদের দাবি, ঠিকাদার যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ ওয়ার্ক অর্ডার দেখাচ্ছেন , ততক্ষণ পর্যন্ত কাজ বন্ধ রাখব । কারণ এইসব ঠিকাদার তৃণমূলের ছত্রছায়ায় যেরকম খুশি কাজ করে যাচ্ছে ।"॥

Khejuri
খেজুরিতে BJP-র বিক্ষোভ
author img

By

Published : Nov 29, 2020, 11:19 AM IST

খেজুরি , 29 নভেম্বর : নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ করার অভিযোগ তুলল পূর্ব মেদিনীপুর জেলা BJP নেতৃত্ব । খেজুরি থানার বীরবন্দর থেকে কণ্ঠিবাড়ি পর্যন্ত তিন কিলোমিটার রাস্তা সারাইয়ের কাজ শুরু হয়েছিল । কিন্তু খুব নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ চলছিল বলে অভিযোগ করছিল BJP জেলা নেতৃত্ব । তারা বারবার ঠিকাদারকে অভিযোগ জানানো সত্ত্বেও তাদের কথায় কর্ণপাত করেনি বলে অভিযোগ । এরপরেই গতকাল BJP নেতা ও কর্মীরা কাজ বন্ধ করে দেয় । পুলিশ ঘটনাস্থানে এলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে তারা । যদিও , পরে পুলিশের আশ্বাসে বিক্ষোভ উঠে যায় ।

এলাকার BJP নেতা অনুপকুমার ভক্ত বলেন, "এই জায়গায় রাস্তার কাজের জন্য 25 মিলিমিটার পাথর দেওয়ার কথা । সেক্ষেত্রে ঠিকাদার 20 মিলিমিটার পাথর দিয়ে রাস্তার কাজ করছিল । আমাদের দাবি, ঠিকাদার যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ ওয়ার্ক অর্ডার দেখাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত কাজ বন্ধ রাখব । কারণ এইসব ঠিকাদার তৃণমূলের ছত্রছায়ায় যেরকম খুশি কাজ করে যাচ্ছে ।"

ঠিকাদারের তরফ থেকে তারক দাস অভিযোগ অস্বীকার করে বলেন, "আমার কাছে এই মুহূর্তে ওয়ার্ক অডার্র নেই । মালিকের কাছে আছে । প্রথমে কাজ স্থানীয়রা বন্ধ করে দেয় । তারপর আবার প্রশাসন এসে কাজ চালু করতে বললে , আমি কাজ চালু করি । তারপর আবার কাজ বন্ধ করে দেয় স্থানীয়রা ।" অবশেষে রাস্তার কাজের ওয়ার্ক অডার্র খুব তাড়াতাড়ি দেখানোর আশ্বাস দেওয়া হয়েছে । যদিও কাজ এখনও পর্যন্ত বন্ধ রয়েছে । তবে এই বিষয়ে তৃণমূলের তরফ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

খেজুরি , 29 নভেম্বর : নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ করার অভিযোগ তুলল পূর্ব মেদিনীপুর জেলা BJP নেতৃত্ব । খেজুরি থানার বীরবন্দর থেকে কণ্ঠিবাড়ি পর্যন্ত তিন কিলোমিটার রাস্তা সারাইয়ের কাজ শুরু হয়েছিল । কিন্তু খুব নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ চলছিল বলে অভিযোগ করছিল BJP জেলা নেতৃত্ব । তারা বারবার ঠিকাদারকে অভিযোগ জানানো সত্ত্বেও তাদের কথায় কর্ণপাত করেনি বলে অভিযোগ । এরপরেই গতকাল BJP নেতা ও কর্মীরা কাজ বন্ধ করে দেয় । পুলিশ ঘটনাস্থানে এলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে তারা । যদিও , পরে পুলিশের আশ্বাসে বিক্ষোভ উঠে যায় ।

এলাকার BJP নেতা অনুপকুমার ভক্ত বলেন, "এই জায়গায় রাস্তার কাজের জন্য 25 মিলিমিটার পাথর দেওয়ার কথা । সেক্ষেত্রে ঠিকাদার 20 মিলিমিটার পাথর দিয়ে রাস্তার কাজ করছিল । আমাদের দাবি, ঠিকাদার যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ ওয়ার্ক অর্ডার দেখাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত কাজ বন্ধ রাখব । কারণ এইসব ঠিকাদার তৃণমূলের ছত্রছায়ায় যেরকম খুশি কাজ করে যাচ্ছে ।"

ঠিকাদারের তরফ থেকে তারক দাস অভিযোগ অস্বীকার করে বলেন, "আমার কাছে এই মুহূর্তে ওয়ার্ক অডার্র নেই । মালিকের কাছে আছে । প্রথমে কাজ স্থানীয়রা বন্ধ করে দেয় । তারপর আবার প্রশাসন এসে কাজ চালু করতে বললে , আমি কাজ চালু করি । তারপর আবার কাজ বন্ধ করে দেয় স্থানীয়রা ।" অবশেষে রাস্তার কাজের ওয়ার্ক অডার্র খুব তাড়াতাড়ি দেখানোর আশ্বাস দেওয়া হয়েছে । যদিও কাজ এখনও পর্যন্ত বন্ধ রয়েছে । তবে এই বিষয়ে তৃণমূলের তরফ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.