ETV Bharat / state

ময়নায় ত্রাণ দিতে গিয়ে পুলিশি বাধার মুখে BJP নেতা

রাজ্য BJP নেতৃত্বের অভিযোগ, তাদের নেতা-কর্মীদের অন্যায়ভাবে আটকানো হচ্ছে ৷ গতকালও ময়নায় ত্রাণ পৌঁছতে গিয়ে পুলিশি বাধার মুখে পড়েন সিদ্ধার্থ নস্কর ৷

MOYNA
ময়নায় ,ত্রাণ দিতে গিয়ে পুলিশের বাধা BJP নেতা সিদ্ধার্থ নস্করকে
author img

By

Published : Jun 8, 2020, 9:39 AM IST

ময়না, 8 জুন : ময়না থানা এলাকায় ত্রাণ দিতে গিয়ে বাধার মুখে পড়লেন BJP নেতা সিদ্ধার্থ নস্কর ৷ অভিযোগ, পুলিশ ওই BJP নেতাকে আটকায় ৷

গতকাল প্রাক্তন তমলুক লোকসভার BJP-র প্রার্থী সিদ্ধার্থ নস্কর ,ময়না থানায় বেশ কয়েকটি ক্ষতিগ্রস্ত গ্রামে দুঃস্থ পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিতে গিয়েছিলেন ৷ প্রথমে ময়না থানার শ্রীরামপুর গ্রামে গিয়ে কয়েক জনকে ত্রাণ দেন ৷ তারপরই ময়না থানার পুলিশ তাঁকে বাধা দেয় বলে অভিযোগ ৷ পুলিশের বাধা পাওয়ার পর BJP নেতা সিদ্ধার্থ নস্কর শ্রীরামপুর গ্রাম থেকে বেরিয়ে যান ৷ এবার তিনি খেজুরতলা, মন্ডলপাড়ায় এসে ত্রাণ বিলি করতে থাকেন । তখনও পুলিশ ফের ত্রাণ দিতে বাধা দেয় বলে অভিযোগ । দ্বিতীয়বার বাধা পাওয়ার পর BJP কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের বচসা বাধে ৷ তারপর সিদ্ধার্থ নস্কর ওখান থেকে ফিরে আসেন ।

সিদ্ধার্থ নস্কর বলেন ,"কোরোনার জন্য একদিকে চলছে লকডাউন । আর একদিকে আমফান ঘূর্ণিঝড় ৷ ক্ষতিগ্রস্ত হয়েছে বহু মানুষ । তাই তাদের জন্য কিছু খাদ্য সামগ্রী নিয়ে আমি এলাকায় এসেছিলাম তাদের দিতে। কিন্তু, আজ যেখানেই যাচ্ছি সেখানেই পুলিশ বাধা দিচ্ছে । এখান থেকে চলে যেতে বলছে । আমি একটা কথা বলতে চাই, এইরকম ভাবে পুলিশকে দিয়ে BJP-কে আটকানো যাবে না । যত বাধা পুলিশ BJP-কে দেবে , BJP-র কর্মী সংখ্যা এলাকায় আরও বেশি করে বাড়বে। "

বাধা দেওয়ার বিষয়ে পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার ইন্দিরা মুখার্জি বলেন , "ত্রাণ দেওয়ার জন্য আগে থেকে আমাকে বা BDO সাহেবকে জানাতে হবে । কিন্তু উনি জানাননি । তাই পুলিশ গিয়ে উনাকে অনুরোধ করে বলে, আপনি BDO সাহেব কে জানিয়ে ত্রাণ দিতে পারেন ।"

ময়না, 8 জুন : ময়না থানা এলাকায় ত্রাণ দিতে গিয়ে বাধার মুখে পড়লেন BJP নেতা সিদ্ধার্থ নস্কর ৷ অভিযোগ, পুলিশ ওই BJP নেতাকে আটকায় ৷

গতকাল প্রাক্তন তমলুক লোকসভার BJP-র প্রার্থী সিদ্ধার্থ নস্কর ,ময়না থানায় বেশ কয়েকটি ক্ষতিগ্রস্ত গ্রামে দুঃস্থ পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিতে গিয়েছিলেন ৷ প্রথমে ময়না থানার শ্রীরামপুর গ্রামে গিয়ে কয়েক জনকে ত্রাণ দেন ৷ তারপরই ময়না থানার পুলিশ তাঁকে বাধা দেয় বলে অভিযোগ ৷ পুলিশের বাধা পাওয়ার পর BJP নেতা সিদ্ধার্থ নস্কর শ্রীরামপুর গ্রাম থেকে বেরিয়ে যান ৷ এবার তিনি খেজুরতলা, মন্ডলপাড়ায় এসে ত্রাণ বিলি করতে থাকেন । তখনও পুলিশ ফের ত্রাণ দিতে বাধা দেয় বলে অভিযোগ । দ্বিতীয়বার বাধা পাওয়ার পর BJP কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের বচসা বাধে ৷ তারপর সিদ্ধার্থ নস্কর ওখান থেকে ফিরে আসেন ।

সিদ্ধার্থ নস্কর বলেন ,"কোরোনার জন্য একদিকে চলছে লকডাউন । আর একদিকে আমফান ঘূর্ণিঝড় ৷ ক্ষতিগ্রস্ত হয়েছে বহু মানুষ । তাই তাদের জন্য কিছু খাদ্য সামগ্রী নিয়ে আমি এলাকায় এসেছিলাম তাদের দিতে। কিন্তু, আজ যেখানেই যাচ্ছি সেখানেই পুলিশ বাধা দিচ্ছে । এখান থেকে চলে যেতে বলছে । আমি একটা কথা বলতে চাই, এইরকম ভাবে পুলিশকে দিয়ে BJP-কে আটকানো যাবে না । যত বাধা পুলিশ BJP-কে দেবে , BJP-র কর্মী সংখ্যা এলাকায় আরও বেশি করে বাড়বে। "

বাধা দেওয়ার বিষয়ে পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার ইন্দিরা মুখার্জি বলেন , "ত্রাণ দেওয়ার জন্য আগে থেকে আমাকে বা BDO সাহেবকে জানাতে হবে । কিন্তু উনি জানাননি । তাই পুলিশ গিয়ে উনাকে অনুরোধ করে বলে, আপনি BDO সাহেব কে জানিয়ে ত্রাণ দিতে পারেন ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.