ETV Bharat / state

BJP Leader Murder: ভগবানপুরে বিজেপি নেতাকে অপহরণ করে কুপিয়ে খুন - BJP leader murdered at Bhagabanpur

পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে বিজেপি নেতাকে কুপিয়ে খুন করা হয়েছে ৷ এই ঘটনায় বিজেপি তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে ৷

BJP Leader Murder
পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে বিজেপি নেতাকে কুপিয়ে খুন
author img

By

Published : Nov 7, 2021, 10:56 AM IST

Updated : Nov 7, 2021, 1:01 PM IST

ভগবানপুর, 7 নভেম্বর : বিজেপি নেতাকে অপহরণ করে কুপিয়ে খুনের ঘটনা ঘটল পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে ৷ ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ বিজেপির তরফে তৃণমূল কংগ্রেসকে দায়ী করা হয়েছে ৷ তবে শাসকদলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

জানা গিয়েছে, চণ্ডীপুর বিধানসভার ভগবানপুর-1 নম্বর ব্লকের মোহাম্মদপুর-1 নম্বর অঞ্চলের বিজেপির শক্তি কেন্দ্রের প্রধান ছিলেন শম্ভু মাইতি (36) । অভিযোগ, শনিবার কয়েকজন দুষ্কৃতী রাস্তা থেকে তাঁকে তুলে নিয়ে যায় ৷ দেড়িয়া দিঘি কেলেঘাই নদীর পাড় থেকে পরে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয় । ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন রয়েছে তাঁর শরীরে ৷

আরও পড়ুন : TMC Clash : তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত বেহালা, আহত 10

সবার প্রথম স্থানীয়রাই নদীর পাড়ে তাঁকে পড়ে থাকতে দেখতে পান ৷ তাঁকে উদ্ধার করে প্রথমে ভগবানপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ও পরে তমলুক জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা ৷

এই ঘটনায় তৃণমূল কংগ্রেসকেই দায়ী করছে বিজেপি ৷ তাদের অভিযোগ, শাসকদল আশ্রিত দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটিয়েছে ৷ যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করেছে । তাদের দাবি, বিজেপির গোষ্ঠীকোন্দলের কারণেই এই ঘটনা ঘটেছে । এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

ভগবানপুর, 7 নভেম্বর : বিজেপি নেতাকে অপহরণ করে কুপিয়ে খুনের ঘটনা ঘটল পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে ৷ ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ বিজেপির তরফে তৃণমূল কংগ্রেসকে দায়ী করা হয়েছে ৷ তবে শাসকদলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

জানা গিয়েছে, চণ্ডীপুর বিধানসভার ভগবানপুর-1 নম্বর ব্লকের মোহাম্মদপুর-1 নম্বর অঞ্চলের বিজেপির শক্তি কেন্দ্রের প্রধান ছিলেন শম্ভু মাইতি (36) । অভিযোগ, শনিবার কয়েকজন দুষ্কৃতী রাস্তা থেকে তাঁকে তুলে নিয়ে যায় ৷ দেড়িয়া দিঘি কেলেঘাই নদীর পাড় থেকে পরে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয় । ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন রয়েছে তাঁর শরীরে ৷

আরও পড়ুন : TMC Clash : তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত বেহালা, আহত 10

সবার প্রথম স্থানীয়রাই নদীর পাড়ে তাঁকে পড়ে থাকতে দেখতে পান ৷ তাঁকে উদ্ধার করে প্রথমে ভগবানপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ও পরে তমলুক জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা ৷

এই ঘটনায় তৃণমূল কংগ্রেসকেই দায়ী করছে বিজেপি ৷ তাদের অভিযোগ, শাসকদল আশ্রিত দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটিয়েছে ৷ যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করেছে । তাদের দাবি, বিজেপির গোষ্ঠীকোন্দলের কারণেই এই ঘটনা ঘটেছে । এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

Last Updated : Nov 7, 2021, 1:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.