ETV Bharat / state

খেজুরিতে তৃণমূলের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ BJP নেতা - খেজুরিতে গুলিবিদ্ধ BJP নেতা

তৃণমূল-BJP সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত খেজুরি ৷ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন BJP-র কাঁথি সাংগঠনিক জেলার সম্পাদক ৷

BJP Leader injured
গুলিবিদ্ধ BJP নেতা
author img

By

Published : Jun 28, 2020, 3:26 PM IST

Updated : Jun 28, 2020, 9:21 PM IST

খেজুরি, 28 জুন : তৃণমূল ও BJP-র সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল খেজুরি ৷ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন BJP-র কাঁথি সাংগঠনিক জেলার সম্পাদক পবিত্র দাস ৷ অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গুলিতে জখম হয়েছেন তিনি ৷

আমফানের ত্রাণ নিয়ে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বেশ কয়েকদিন ধরেই BJP-র তরফে খেজুরির গোসাইচক গ্রামে প্রতিবাদ জানানো হচ্ছিল ৷ অভিযোগ, সেই কারণেই গতকাল BJP কর্মী সুব্রত দাসকে একা পেয়ে মারধর করে তৃণমূল কর্মী-সমর্থকরা ৷ এই ঘটনায় গতকালই তৃণমূলের বিরুদ্ধে খেজুরি থানায় BJP-র তরফে অভিযোগ জানানো হয় ৷ এরপর রাতে ফের সুব্রত দাসের উপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা চড়াও হয় বলে অভিযোগ ৷ এমনকী, গোসাইচক গ্রামে তাঁর বাড়িতে হামলাও চালানো হয় ৷ মারধর করা হয় সুব্রতর পরিবারের তিন মহিলা সদস্যকে ৷ তাঁদের গুরুতর অবস্থায় তমলুক হাসপাতালে ভরতি করা হয় ৷ বর্তমানে তাঁরা সেখানেই চিকিৎসাধীন ৷

অপরদিকে আজ সকাল থেকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা খেজুরির গোসাইচক গ্রামে BJP-কর্মীদের বাড়ি ঘেরাও করে বলে অভিযোগ ৷ মারধরও করা হয় BJP কর্মীদের ৷ এরপরেই দু'পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় ৷ অভিযোগ, দফায় দফায় গুলি চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ৷ ছোড়া হয় বোমাও ৷ অভিযোগ, তখনই গুলিবিদ্ধ হন BJP-র কাঁথি সাংগঠনিক জেলার সম্পাদক পবিত্র দাস ৷ এই ঘটনার প্রতিবাদে দিঘা-নন্দকুমার 116B জাতীয় সড়কের হেঁড়িয়া বাজার অবরোধ করে বিক্ষোভ দেখায় BJP ৷ পরে পুলিশ এসে তাদের অবরোধ তুলে দেয় ৷ বর্তমানে এলাকায় পুলিশি টহল চলছে ৷

তৃণমূলের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ BJP নেতা

BJP সূত্রে খবর, এখনও গুলিবিদ্ধ পবিত্র দাসকে হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়নি ৷ কারণ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁর বাড়ি ঘিরে রেখেছে ৷ BJP নেতা শুভ্রাংশু শেখর দাস বলেন, "এলাকার বিধায়ক রণজিৎ মণ্ডলের নেতৃত্বে তৃণমূলের দুষ্কৃতীরা সকাল থেকে গ্রামে গুলি চালায় ও বোমা ছোড়ে । গুলির আঘাতে আমাদের এক BJP নেতা পবিত্র দাস জখম হয়েছেন । আমরা পুলিশকে বার বার জানানো সত্ত্বেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি ।"

স্থানীয় তৃণমূল বিধায়ক রণজিৎ মণ্ডল BJP-র সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ৷ তিনি বলেন, "BJP-র লোকেরা গুন্ডামি করে আমাদের কর্মীদের বাড়ি ভেঙে দিয়েছে । আমরা পুলিশকে জানিয়েছি ৷ ঘটনাস্থানে পুলিশ এসেছে । আর আমরা শাসক দলে আছি ৷ আমরা কেন গণ্ডগোল করতে যাব ?"

এই ঘটনায় বার বার পুলিশের সঙ্গে যোগাযোগ করেও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

খেজুরি, 28 জুন : তৃণমূল ও BJP-র সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল খেজুরি ৷ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন BJP-র কাঁথি সাংগঠনিক জেলার সম্পাদক পবিত্র দাস ৷ অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গুলিতে জখম হয়েছেন তিনি ৷

আমফানের ত্রাণ নিয়ে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বেশ কয়েকদিন ধরেই BJP-র তরফে খেজুরির গোসাইচক গ্রামে প্রতিবাদ জানানো হচ্ছিল ৷ অভিযোগ, সেই কারণেই গতকাল BJP কর্মী সুব্রত দাসকে একা পেয়ে মারধর করে তৃণমূল কর্মী-সমর্থকরা ৷ এই ঘটনায় গতকালই তৃণমূলের বিরুদ্ধে খেজুরি থানায় BJP-র তরফে অভিযোগ জানানো হয় ৷ এরপর রাতে ফের সুব্রত দাসের উপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা চড়াও হয় বলে অভিযোগ ৷ এমনকী, গোসাইচক গ্রামে তাঁর বাড়িতে হামলাও চালানো হয় ৷ মারধর করা হয় সুব্রতর পরিবারের তিন মহিলা সদস্যকে ৷ তাঁদের গুরুতর অবস্থায় তমলুক হাসপাতালে ভরতি করা হয় ৷ বর্তমানে তাঁরা সেখানেই চিকিৎসাধীন ৷

অপরদিকে আজ সকাল থেকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা খেজুরির গোসাইচক গ্রামে BJP-কর্মীদের বাড়ি ঘেরাও করে বলে অভিযোগ ৷ মারধরও করা হয় BJP কর্মীদের ৷ এরপরেই দু'পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় ৷ অভিযোগ, দফায় দফায় গুলি চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ৷ ছোড়া হয় বোমাও ৷ অভিযোগ, তখনই গুলিবিদ্ধ হন BJP-র কাঁথি সাংগঠনিক জেলার সম্পাদক পবিত্র দাস ৷ এই ঘটনার প্রতিবাদে দিঘা-নন্দকুমার 116B জাতীয় সড়কের হেঁড়িয়া বাজার অবরোধ করে বিক্ষোভ দেখায় BJP ৷ পরে পুলিশ এসে তাদের অবরোধ তুলে দেয় ৷ বর্তমানে এলাকায় পুলিশি টহল চলছে ৷

তৃণমূলের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ BJP নেতা

BJP সূত্রে খবর, এখনও গুলিবিদ্ধ পবিত্র দাসকে হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়নি ৷ কারণ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁর বাড়ি ঘিরে রেখেছে ৷ BJP নেতা শুভ্রাংশু শেখর দাস বলেন, "এলাকার বিধায়ক রণজিৎ মণ্ডলের নেতৃত্বে তৃণমূলের দুষ্কৃতীরা সকাল থেকে গ্রামে গুলি চালায় ও বোমা ছোড়ে । গুলির আঘাতে আমাদের এক BJP নেতা পবিত্র দাস জখম হয়েছেন । আমরা পুলিশকে বার বার জানানো সত্ত্বেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি ।"

স্থানীয় তৃণমূল বিধায়ক রণজিৎ মণ্ডল BJP-র সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ৷ তিনি বলেন, "BJP-র লোকেরা গুন্ডামি করে আমাদের কর্মীদের বাড়ি ভেঙে দিয়েছে । আমরা পুলিশকে জানিয়েছি ৷ ঘটনাস্থানে পুলিশ এসেছে । আর আমরা শাসক দলে আছি ৷ আমরা কেন গণ্ডগোল করতে যাব ?"

এই ঘটনায় বার বার পুলিশের সঙ্গে যোগাযোগ করেও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

Last Updated : Jun 28, 2020, 9:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.