ETV Bharat / state

কুরবান খুনে গ্রেপ্তার BJP নেতা আনিসুরসহ 2 - panshkura bjp leader arrested news

পাঁশকুড়ার তৃণমূল নেতা কুরবান শা খুনের ঘটনায় গ্রেপ্তার করা হল BJP নেতা আনিসুর রহমান ও দলের আরও এক নেতা মোবারক করিম খানকে ৷

ছবি
author img

By

Published : Nov 4, 2019, 5:36 PM IST

Updated : Nov 4, 2019, 8:06 PM IST

পাঁশকুড়া, 4 নভেম্বর : তৃণমূল নেতা কুরবান শা খুনের ঘটনায় BJP নেতা আনিসুর রহমান ও তাঁর সঙ্গী মোবারক করিম খানকে রবিবার রাতে মেচেদা স্টেশন চত্বর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ । আনিসুর এই মামলায় প্রধান অভিযুক্ত । আজ তমলুক আদালতে তাঁদের তোলা হয় ৷

নবমীর রাতে অর্থাৎ ৯ অক্টোবর মাইশরার দলীয় কার্যালয়ে খুন হন পাঁশকুড়ার ব্লক তৃণমূল কার্যকরী সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি কুরবান শা (32) ৷ এই ঘটনায় BJP নেতা আনিসুর রহমানের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল তৃণমূল নেতৃত্ব এবং কুরবানের পরিবার ।আনিসুরের বিরুদ্ধে দায়ের হয়েছিল খুনের অভিযোগ । SIT গঠন করে তদন্তে নামে পুলিশ । তদন্তে নেমে পুলিশ গ্রেপ্তার করে স্থানীয় তৃণমূল নেতা মহম্মদ খালেককে। পরবর্তীতে গ্রেপ্তার করা হয় আরও ৫ জনকে । পুলিশ দাবি করেছিল, ওই পাঁচজনের মধ্যে সেই সুপারি কিলারও রয়েছে যাকে খুনের জন্য ভাড়া করা হয়েছিল । তারপর গতকাল রাতে ধরা পড়ে আনিসুর ও মোবারক।

দেখুন ভিডিয়ো

পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার ভি সলেমান নেশাকুমার বলেন, "ঘটনার প্রধান অভিযুক্ত আনিসুরকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে । তাঁর ছায়াসঙ্গী শেখ মোবারকও ধরা পড়েছে । এই ঘটনায় মোট 8 জনকে গ্রেপ্তার করা হল । আনিসুরই এই খুনের মাস্টার মাইন্ড । বাকিরা তাঁর পরিকল্পনা মতো কাজ করেছে । এই ঘটনায় যুক্ত আরও কয়েকজনকে দ্রুত ধরে ফেলা হবে । "

আনিসুরের ফাঁসির দাবি জানিয়েছেন কুরবানের বিবি সায়েদা সাবানা বানু । তিনি বলেন,"আনিসুরের ফাঁসির সাজা না হলে আমার শওহরের আত্মা শান্তি পাবে না । আনিসুরই সব করিয়েছে ।"

আজ আনিসুর এবং মোবারককে তমলুক জেলা আদালতে পেশ করে পুলিশ । তদন্তের স্বার্থে তাঁদের 14 দিনের জন্য হেপাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ । একই সঙ্গে আনিসুরের আগাম জামিন আবেদনের শুনানিও হয় । কিন্তু বিচারক জামিনের আবেদন খারিজ করে 13 দিনের পুলিশ হেপাজতে পাঠান তাঁদের । আদালতের পথে পুলিশ ভ্যানে উঠে আনিসুর বলেন, "আমি নির্দোষ । রাজনৈতিক আক্রোশে আমাকে ফাঁসানো হয়েছে । দোষী হলে নিশ্চিত শাস্তি পাব ।" ছেলেকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে এই অভিযোগ তুলে ঘটনায় CBI তদন্তের দাবি জানাতে উচ্চ-আদালতে যাওয়ার কথা জানিয়েছেন আনিসুরের মা আনসারি বেগম । আনিসুরকে রাজনৈতিক আক্রোশে মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ তুলছে BJP। দলের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি নবারুণ নায়কের বক্তব্য, "শাসকদলের নেতা-মন্ত্রীর নির্দেশ মেনেই গোটা মামলা সাজিয়েছে পুলিশ ।"

পাঁশকুড়া, 4 নভেম্বর : তৃণমূল নেতা কুরবান শা খুনের ঘটনায় BJP নেতা আনিসুর রহমান ও তাঁর সঙ্গী মোবারক করিম খানকে রবিবার রাতে মেচেদা স্টেশন চত্বর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ । আনিসুর এই মামলায় প্রধান অভিযুক্ত । আজ তমলুক আদালতে তাঁদের তোলা হয় ৷

নবমীর রাতে অর্থাৎ ৯ অক্টোবর মাইশরার দলীয় কার্যালয়ে খুন হন পাঁশকুড়ার ব্লক তৃণমূল কার্যকরী সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি কুরবান শা (32) ৷ এই ঘটনায় BJP নেতা আনিসুর রহমানের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল তৃণমূল নেতৃত্ব এবং কুরবানের পরিবার ।আনিসুরের বিরুদ্ধে দায়ের হয়েছিল খুনের অভিযোগ । SIT গঠন করে তদন্তে নামে পুলিশ । তদন্তে নেমে পুলিশ গ্রেপ্তার করে স্থানীয় তৃণমূল নেতা মহম্মদ খালেককে। পরবর্তীতে গ্রেপ্তার করা হয় আরও ৫ জনকে । পুলিশ দাবি করেছিল, ওই পাঁচজনের মধ্যে সেই সুপারি কিলারও রয়েছে যাকে খুনের জন্য ভাড়া করা হয়েছিল । তারপর গতকাল রাতে ধরা পড়ে আনিসুর ও মোবারক।

দেখুন ভিডিয়ো

পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার ভি সলেমান নেশাকুমার বলেন, "ঘটনার প্রধান অভিযুক্ত আনিসুরকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে । তাঁর ছায়াসঙ্গী শেখ মোবারকও ধরা পড়েছে । এই ঘটনায় মোট 8 জনকে গ্রেপ্তার করা হল । আনিসুরই এই খুনের মাস্টার মাইন্ড । বাকিরা তাঁর পরিকল্পনা মতো কাজ করেছে । এই ঘটনায় যুক্ত আরও কয়েকজনকে দ্রুত ধরে ফেলা হবে । "

আনিসুরের ফাঁসির দাবি জানিয়েছেন কুরবানের বিবি সায়েদা সাবানা বানু । তিনি বলেন,"আনিসুরের ফাঁসির সাজা না হলে আমার শওহরের আত্মা শান্তি পাবে না । আনিসুরই সব করিয়েছে ।"

আজ আনিসুর এবং মোবারককে তমলুক জেলা আদালতে পেশ করে পুলিশ । তদন্তের স্বার্থে তাঁদের 14 দিনের জন্য হেপাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ । একই সঙ্গে আনিসুরের আগাম জামিন আবেদনের শুনানিও হয় । কিন্তু বিচারক জামিনের আবেদন খারিজ করে 13 দিনের পুলিশ হেপাজতে পাঠান তাঁদের । আদালতের পথে পুলিশ ভ্যানে উঠে আনিসুর বলেন, "আমি নির্দোষ । রাজনৈতিক আক্রোশে আমাকে ফাঁসানো হয়েছে । দোষী হলে নিশ্চিত শাস্তি পাব ।" ছেলেকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে এই অভিযোগ তুলে ঘটনায় CBI তদন্তের দাবি জানাতে উচ্চ-আদালতে যাওয়ার কথা জানিয়েছেন আনিসুরের মা আনসারি বেগম । আনিসুরকে রাজনৈতিক আক্রোশে মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ তুলছে BJP। দলের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি নবারুণ নায়কের বক্তব্য, "শাসকদলের নেতা-মন্ত্রীর নির্দেশ মেনেই গোটা মামলা সাজিয়েছে পুলিশ ।"

Intro:পাঁশকুড়া:৪ নভেম্বর: কান টেনেই পাঁশকুড়ার দাপুটে তৃণমূল নেতা কুরবান শা খুনের প্রধান দুই মাথাকে গ্রেপ্তার করল পুলিশ। বিজেপি নেতা আনিসুর রহমান ও তার ছায়াসঙ্গী অপর বিজেপি নেতা মোবারক করিম খানকে রবিবার রাতে মেচেদা স্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার তমলুক আদালতে তুলে তাদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পাঁশকুড়া থানার পুলিশ।Body:পুজোর সময় গত নবমীর রাতে অর্থাৎ ৯ অক্টোবর রাতে মাইশরার তৃণমূল কার্যালয়ে নৃশংস ভাবে খুন হয়েছিলেন পাঁশকুড়া ব্লক তৃণমূলের কার্যকরী সভাপতি এবং পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বছর বত্রিশের কুরবান।রাজনৈতিক খুনের অভিযোগ তুলেছিলেন তৃণমূল নেতৃত্বে এবং পরিবারের লোকেরা।বিজেপি নেতা আনিসুর রহমানকে প্রধান অভিযুক্ত করে দায়ের হয়েছিল খুনের নালিশ।বিশেষ তদন্তকারী দল(সিট) গঠন করে তদন্তে নেমেছিল পুলিশ।শুরুতে বাগে এসেছিল মহম্মদ খালেক নামের পাঁশকুড়া ব্লক তৃণমূলের এক নেতা।কয়েকদিন আগে সুপারি কিলার সহ আরও ৫ জনকে ধরে ছিল পুলিশ।অবশেষে রবিবার রাতে ধরা পড়লেন আনিসুর ও মোবারক। Conclusion:কুরবানের পরিবারের দাবি ছিল, আনিসুরের সঙ্গে রাজনৈতিক আক্রোশ ছিল কুরবানের।তাকে একাধিকবার মারধর করা ছাড়াও তিনবার খুনের হুমকি দিয়েছিলেন আনিসুর।স্বাভাবিকভাবে এই খুনে প্রধান খুনি হিসেবে আনিসুরকেই দেখিয়েছিলেন পরিবারের লোকেরা।কান টানলেই মাথার খোঁজ মিলবে বলে জানিয়ে ছিলেন মন্ত্রী শুভেন্দু অধিকারী।মন্ত্রীর সেই দাবিই এখন স্পষ্ট করল পুলিশও।
Last Updated : Nov 4, 2019, 8:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.