ETV Bharat / state

Panchayat Samiti Formation: খেজুরি দু'নম্বর ব্লকে পঞ্চায়েত সমিতির স্থায়ী কমিটি গঠন বিজেপির - Panchayat Samiti Formation

বুধবার হাইকোর্টের নির্দেশ মেনে জেলাশাসকের দফতরে খেজুরি দু'নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির স্থায়ী কমিটি গঠন হয় ৷ বিজেপি এই সমিতি গঠন করেছে ৷

ETV Bharat
ফাইল ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 20, 2023, 10:53 PM IST

খেজুরি, 20 সেপ্টেম্বর: অবশেষে অশান্তি এড়িয়ে হাইকোর্টের নির্দেশ মেনে খেজুরি দু'নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির স্থায়ী কমিটি গঠন করা হল জেলাশাসকের দফতরে ৷ জানা গিয়েছে বিজেপি এখানে স্থায়ী সমিতি গঠন করেছে ৷ বুধবার এই পঞ্চায়েত সমিতি গঠিত হয় ৷ গত 5 সেপ্টেম্বর স্থায়ী সমিতি গঠনের আগে রণক্ষেত্রের চেহারা নিয়ে ছিল খেজুরি দু'নম্বর ব্লক । দফায় দফায় মারপিট ও বিডিও অফিসে বোমা মারার অভিযোগ উঠেছিল । এমনকী সেই সময় খেজুরি দু'নম্বর ব্লকের বিডিও পঞ্চায়েত অফিসে ঢোকার সময় তাঁর উপর আক্রমণ হয় বলেও অভিযোগ । ভাঙচুর করা হয় তাঁর গাড়ি । আহত হন খেজুরি দু'নম্বর ব্লকের বিডিও । এরপর পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠনের প্রতিক্রিয়া বন্ধ হয়ে যায় ।

তারপর হাইকোটের র্নিদেশে অশান্তি এড়াতে স্থায়ী পঞ্চায়েত সমিতি গঠন প্রক্রিয়া পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসকের অফিসে করার ব্যবস্থা করা হয় । এদিন পঞ্চায়েত সমিতি গঠনের আগে পূর্ব মেদিনীপুরের জেলাশাসকের দফতর কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় । এদিন ভোট দিতে হাজির হন তৃণমূলের সাংসদ ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী ।

খেজুরি-2 পঞ্চায়েত সমিতির মোট আসন সংখ্যা 15টি । এই 15টির মধ্যে বিজেপি পায় 9টি আসন । তৃণমূল কংগ্রেস পায় 6টি আসন । পঞ্চায়েত সমিতি গঠনের আগে বিজেপি থেকে 2 সদস্য তৃণমূলে যোগদান করে । ফলে তৃণমূলের সংখ্যা বেড়ে দাঁড়ায় 8 জনে । এবং বিজেপির সদস্য সংখ্যা কমে দাঁড়ায় 7 জন । সেই মতো খেজুরি দু'নম্বর পঞ্চায়েত সমিতিতে সভাপতি এবং সহ-সভাপতি তৃণমূলের পক্ষ থেকে নির্বাচিত হয় । তারপর গত 5 সেপ্টেম্বর স্থায়ী সমিতি গঠনের দিন ধার্য করা হয় । সেই দিন স্থায়ী সমিতি গঠনের আগেই ব্যাপক গণ্ডগোল বেঁধে যায় । বোমাবাজির অভিযোগ ওঠে । ভেস্তে যায় স্থায়ী সমিতি গঠনের কাজ । তারপর বাড়ি ফেরার পথে কাঁথির সাংসদ শিশির অধিকারীর গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ । আহত হন বর্ষীয়ান সাংসদ শিশির অধিকারী । সেদিনের মত স্থায়ী সমিতি গঠন বন্ধ হয়ে যায় ।

এরপর হাইকোর্ট নির্দেশ দেয় 20 সেপ্টেম্বর জেলাশাসকের দফতরে স্থায়ী পঞ্চায়েত সমিতি গঠন করা হবে । সেইমতো বুধবার সকাল থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয় ৷ জেলাশাসকের দফতরের 500 মিটার মধ্যে 144 ধারা জারি করা হয় । প্রচুর পুলিশ মোতায়েন করা হয় । খেজুরি দু'নম্বর পঞ্চায়েত সমিতি গঠনে 24 জন সদস্য অংশগ্রহণ করতে পারবেন । পঞ্চায়েত সমিতির 15 জন সদস্য এছাড়াও পঞ্চায়েতের প্রধান, বিধায়ক ও সাংসদ রয়েছেন । সেই মোতাবেক জেলাশাসকের দফতরে এসে এদিন হাজির হন কাঁথির সাংসদ তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী ।

আরও পড়ুন: বিজেপির সঙ্গে হাত মিলিয়ে কালিয়াচকে পঞ্চায়েত সমিতির ক্ষমতা দখল তৃণমূলের

শিশির অধিকারী এদিন বলেন, "খেজুরি 2 নম্বর ব্লকে বোর্ড গঠনের সময় কিছু মানুষ সন্ত্রাস তৈরি করে নির্বাচন করেছিল । আজ মহামান্য হাইকোর্টের নির্দেশে এখানে আসতে বাধ্য হয়েছি । তবে ডেভেলপমেন্ট এর জন্য ভোট দিয়েছি । যারা ডেভেলপমেন্ট করবেন তাদেরকেই ভোট দিয়েছি ।"

খেজুরি, 20 সেপ্টেম্বর: অবশেষে অশান্তি এড়িয়ে হাইকোর্টের নির্দেশ মেনে খেজুরি দু'নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির স্থায়ী কমিটি গঠন করা হল জেলাশাসকের দফতরে ৷ জানা গিয়েছে বিজেপি এখানে স্থায়ী সমিতি গঠন করেছে ৷ বুধবার এই পঞ্চায়েত সমিতি গঠিত হয় ৷ গত 5 সেপ্টেম্বর স্থায়ী সমিতি গঠনের আগে রণক্ষেত্রের চেহারা নিয়ে ছিল খেজুরি দু'নম্বর ব্লক । দফায় দফায় মারপিট ও বিডিও অফিসে বোমা মারার অভিযোগ উঠেছিল । এমনকী সেই সময় খেজুরি দু'নম্বর ব্লকের বিডিও পঞ্চায়েত অফিসে ঢোকার সময় তাঁর উপর আক্রমণ হয় বলেও অভিযোগ । ভাঙচুর করা হয় তাঁর গাড়ি । আহত হন খেজুরি দু'নম্বর ব্লকের বিডিও । এরপর পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠনের প্রতিক্রিয়া বন্ধ হয়ে যায় ।

তারপর হাইকোটের র্নিদেশে অশান্তি এড়াতে স্থায়ী পঞ্চায়েত সমিতি গঠন প্রক্রিয়া পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসকের অফিসে করার ব্যবস্থা করা হয় । এদিন পঞ্চায়েত সমিতি গঠনের আগে পূর্ব মেদিনীপুরের জেলাশাসকের দফতর কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় । এদিন ভোট দিতে হাজির হন তৃণমূলের সাংসদ ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী ।

খেজুরি-2 পঞ্চায়েত সমিতির মোট আসন সংখ্যা 15টি । এই 15টির মধ্যে বিজেপি পায় 9টি আসন । তৃণমূল কংগ্রেস পায় 6টি আসন । পঞ্চায়েত সমিতি গঠনের আগে বিজেপি থেকে 2 সদস্য তৃণমূলে যোগদান করে । ফলে তৃণমূলের সংখ্যা বেড়ে দাঁড়ায় 8 জনে । এবং বিজেপির সদস্য সংখ্যা কমে দাঁড়ায় 7 জন । সেই মতো খেজুরি দু'নম্বর পঞ্চায়েত সমিতিতে সভাপতি এবং সহ-সভাপতি তৃণমূলের পক্ষ থেকে নির্বাচিত হয় । তারপর গত 5 সেপ্টেম্বর স্থায়ী সমিতি গঠনের দিন ধার্য করা হয় । সেই দিন স্থায়ী সমিতি গঠনের আগেই ব্যাপক গণ্ডগোল বেঁধে যায় । বোমাবাজির অভিযোগ ওঠে । ভেস্তে যায় স্থায়ী সমিতি গঠনের কাজ । তারপর বাড়ি ফেরার পথে কাঁথির সাংসদ শিশির অধিকারীর গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ । আহত হন বর্ষীয়ান সাংসদ শিশির অধিকারী । সেদিনের মত স্থায়ী সমিতি গঠন বন্ধ হয়ে যায় ।

এরপর হাইকোর্ট নির্দেশ দেয় 20 সেপ্টেম্বর জেলাশাসকের দফতরে স্থায়ী পঞ্চায়েত সমিতি গঠন করা হবে । সেইমতো বুধবার সকাল থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয় ৷ জেলাশাসকের দফতরের 500 মিটার মধ্যে 144 ধারা জারি করা হয় । প্রচুর পুলিশ মোতায়েন করা হয় । খেজুরি দু'নম্বর পঞ্চায়েত সমিতি গঠনে 24 জন সদস্য অংশগ্রহণ করতে পারবেন । পঞ্চায়েত সমিতির 15 জন সদস্য এছাড়াও পঞ্চায়েতের প্রধান, বিধায়ক ও সাংসদ রয়েছেন । সেই মোতাবেক জেলাশাসকের দফতরে এসে এদিন হাজির হন কাঁথির সাংসদ তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী ।

আরও পড়ুন: বিজেপির সঙ্গে হাত মিলিয়ে কালিয়াচকে পঞ্চায়েত সমিতির ক্ষমতা দখল তৃণমূলের

শিশির অধিকারী এদিন বলেন, "খেজুরি 2 নম্বর ব্লকে বোর্ড গঠনের সময় কিছু মানুষ সন্ত্রাস তৈরি করে নির্বাচন করেছিল । আজ মহামান্য হাইকোর্টের নির্দেশে এখানে আসতে বাধ্য হয়েছি । তবে ডেভেলপমেন্ট এর জন্য ভোট দিয়েছি । যারা ডেভেলপমেন্ট করবেন তাদেরকেই ভোট দিয়েছি ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.