ETV Bharat / state

Biswa Bangla Sharad Samman : বিশ্ববাংলা শারদ সম্মান বিজয়ীদের তালিকায় নেই অধিকারীদের ক্লাব, শুরু গুঞ্জন

author img

By

Published : Oct 12, 2021, 9:08 PM IST

অধিকারীদের ক্লাব দীর্ঘদিন ধরে জেলার সেরা পুজোর পুরস্কার অর্জন করে এসেছে। কিন্তু এবারে শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের কারণেই কি পুরস্কার থেকে বিচ্ছিন্ন হতে হল নান্দনিক ক্লাবকে? প্রশ্ন উঠতে শুরু করেছে।

Biswa Bangla Sharad Samman
বিশ্ববাংলা শারদ সম্মানের অধিকার দখল রাখতে ব্যর্থ অধিকারীদের ক্লাব

কাঁথি, 12 অক্টোবর : রাজ্য সরকারের বিশ্ববাংলা 'শারদ সম্মান' পুরস্কার ঘোষণা হল পূর্ব মেদিনীপুরের জেলাশাসকের দফতরে। তবে সোমবার জেলাশাসক পূর্ণেন্দু মাজি জেলার বিশ্ব বাংলা শারদ সম্মান পুরস্কার পাওয়া যেসব ক্লাবের নাম ঘোষণা করেছেন তাতে নাম নেই অধিকারীদের ক্লাব কন্টাই নান্দনিক ক্লাবের । আর এই নিয়েই উঠেছে প্রশ্ন। অধিকারীদের এই ক্লাব দীর্ঘদিন ধরে জেলার সেরা পুজোর পুরস্কার অর্জন করে এসেছে । কিন্তু এবারে শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের কারণেই কি পুরস্কার থেকে বিচ্ছিন্ন হতে হল নান্দনিক ক্লাবকে? প্রশ্ন উঠতে শুরু করেছে।

এবারে পূর্ব মেদিনীপুর জেলায় বিশ্ব বাংলা শারদ সম্মান পুরস্কার যারা পেয়েছে তাদের নাম ঘোষণা করেন জেলাশাসক পূর্ণেন্দু মাজি। প্রতিযোগিতায় জেলার সেরা পুজো, সেরা প্রতিমা, সেরা মণ্ডপ ও সেরা কোভিড স্বাস্থ্যবিধি এই চারটি বিভাগে প্রতিযোগিতা হয়েছিল।

সেরা পুজোর পুরস্কার পেয়েছে জেলার তিনটি ক্লাব-
1. নন্দকুমার স্পোর্টস এন্ড কালচার সেন্টার
2. কাঁথির কন্টাই প্রত্যয়ী
3. হলদিয়ার হাজরামোড়ের মৈত্রী ভূমি


জেলার সেরা প্রতিমা পুরস্কার পেয়েছে ৮টি ক্লাব-

1. হলদিয়ার যুগের যাত্রী
2. তমলুকের তাম্রলিপ্ত সেবক সংঘ
3. কাঁথির নবোদয় সংঘ
4. তমলুকের তমলুক ইয়ুথ স্পোর্টিং ক্লাব
5. চণ্ডীপুর বিবেকানন্দ সংঘ
6. চণ্ডীপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটি
7. প্রতাপপুর সর্বজনীন দুর্গাপূজা কমিটি
8. এগরা 1 নম্বর ওয়ার্ড উৎসব কমিটি

সেরা মণ্ডপের পুরস্কার পেয়েছে জেলার তিনটি ক্লাব-

1. কাঁথি কন্টাই ইউথ গিল্ড
2. হলদিয়ার চৈতন্যপুর নিউ স্টার
3. হলদিয়ার মহিষাদল যুব সাংস্কৃতিক সংঘ

এছাড়াও সেরা কোভিড স্বাস্থ্যবিধি পুরস্কার পেয়েছে তিনটি ক্লাব-
1. এগরার ঐক্যতান জনকল্যাণ সমিতি
2. এগরা হসপিটাল মোড় সমন্বয় ক্লাব
3. এগরা দিঘা মোড় সর্বজনীন দুর্গোৎসব কমিটি

পুরস্কার পাওয়া ক্লাবগুলির হাতে কিছুদিন পর আর্থিক পুরস্কার এবং ট্রফি তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন জেলাশাসক পূর্ণেন্দু মাজি । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক সাধারণ সৌভিক চট্টোপাধ্যায়, জেলা তথ্য ও সাংস্কৃতিক আধিকারিক গিরিধারী সাহা ।

কাঁথি, 12 অক্টোবর : রাজ্য সরকারের বিশ্ববাংলা 'শারদ সম্মান' পুরস্কার ঘোষণা হল পূর্ব মেদিনীপুরের জেলাশাসকের দফতরে। তবে সোমবার জেলাশাসক পূর্ণেন্দু মাজি জেলার বিশ্ব বাংলা শারদ সম্মান পুরস্কার পাওয়া যেসব ক্লাবের নাম ঘোষণা করেছেন তাতে নাম নেই অধিকারীদের ক্লাব কন্টাই নান্দনিক ক্লাবের । আর এই নিয়েই উঠেছে প্রশ্ন। অধিকারীদের এই ক্লাব দীর্ঘদিন ধরে জেলার সেরা পুজোর পুরস্কার অর্জন করে এসেছে । কিন্তু এবারে শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের কারণেই কি পুরস্কার থেকে বিচ্ছিন্ন হতে হল নান্দনিক ক্লাবকে? প্রশ্ন উঠতে শুরু করেছে।

এবারে পূর্ব মেদিনীপুর জেলায় বিশ্ব বাংলা শারদ সম্মান পুরস্কার যারা পেয়েছে তাদের নাম ঘোষণা করেন জেলাশাসক পূর্ণেন্দু মাজি। প্রতিযোগিতায় জেলার সেরা পুজো, সেরা প্রতিমা, সেরা মণ্ডপ ও সেরা কোভিড স্বাস্থ্যবিধি এই চারটি বিভাগে প্রতিযোগিতা হয়েছিল।

সেরা পুজোর পুরস্কার পেয়েছে জেলার তিনটি ক্লাব-
1. নন্দকুমার স্পোর্টস এন্ড কালচার সেন্টার
2. কাঁথির কন্টাই প্রত্যয়ী
3. হলদিয়ার হাজরামোড়ের মৈত্রী ভূমি


জেলার সেরা প্রতিমা পুরস্কার পেয়েছে ৮টি ক্লাব-

1. হলদিয়ার যুগের যাত্রী
2. তমলুকের তাম্রলিপ্ত সেবক সংঘ
3. কাঁথির নবোদয় সংঘ
4. তমলুকের তমলুক ইয়ুথ স্পোর্টিং ক্লাব
5. চণ্ডীপুর বিবেকানন্দ সংঘ
6. চণ্ডীপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটি
7. প্রতাপপুর সর্বজনীন দুর্গাপূজা কমিটি
8. এগরা 1 নম্বর ওয়ার্ড উৎসব কমিটি

সেরা মণ্ডপের পুরস্কার পেয়েছে জেলার তিনটি ক্লাব-

1. কাঁথি কন্টাই ইউথ গিল্ড
2. হলদিয়ার চৈতন্যপুর নিউ স্টার
3. হলদিয়ার মহিষাদল যুব সাংস্কৃতিক সংঘ

এছাড়াও সেরা কোভিড স্বাস্থ্যবিধি পুরস্কার পেয়েছে তিনটি ক্লাব-
1. এগরার ঐক্যতান জনকল্যাণ সমিতি
2. এগরা হসপিটাল মোড় সমন্বয় ক্লাব
3. এগরা দিঘা মোড় সর্বজনীন দুর্গোৎসব কমিটি

পুরস্কার পাওয়া ক্লাবগুলির হাতে কিছুদিন পর আর্থিক পুরস্কার এবং ট্রফি তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন জেলাশাসক পূর্ণেন্দু মাজি । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক সাধারণ সৌভিক চট্টোপাধ্যায়, জেলা তথ্য ও সাংস্কৃতিক আধিকারিক গিরিধারী সাহা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.