হলদিয়া, 2 মে: আর কয়েক ঘণ্টার অপেক্ষা ৷ এরপরই বোঝা যাবে নীল বাড়ির দখল কে নিতে চলেছে ৷ এ বারের ভোটে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম ৷ সেখান থেকে লড়ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর বিপক্ষে রয়েছেন তাঁর দীর্ঘদিনের সেনানী বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী ৷ স্বাভাবিকভাবেই গোটা রাজ্যের নজর রয়েছে নন্দীগ্রামের দিকে ৷ সেখানকার গণনাকেন্দ্রে প্রস্তুতি শেষ পর্যায়ে ৷ নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা ৷
আরও পড়ুন: লাইভ : বাংলার মসনদে কে ? আর কিছুক্ষণ পর শুরু ভোটগণনা
নন্দীগ্রাম বিধানসভা এলাকা-সহ হলদিয়া ও মহিষাদল এই তিন বিধানসভা কেন্দ্রের হলদিয়া গভর্নমেন্ট স্পনসর্ড হাই স্কুলে 2021 সালের বিধানসভা নির্বাচনের ভোট গণনা হবে । এই গণনা কেন্দ্রের চারিদিকে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে । যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী-সহ রাজ্য পুলিশও । সংযুক্ত মোর্চার প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায় অবশ্য জয়ের ব্যাপারে নিশ্চিত ৷ তিনি গণনাকেন্দ্রে ঢোকার সময় বলেন, গণতন্ত্রের জয় হবে ।