ETV Bharat / state

নন্দীগ্রামে কমিশনের নিয়ম মেনে ভোট না হওয়ার অভিযোগ বামপ্রার্থী মীনাক্ষীর - west bengal assembly election 2021

নন্দীগ্রাম বিধানসভা থেকে দাঁড়িয়েছেন সংযুক্ত মোর্চার সিপিআইএম প্রার্থী মীনাক্ষী মুখ্যোপাধ্যায় ৷ এদিন নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে তিনি বুথে বুথে ভোটগ্রহণ কেমন চলছে, তা ঘুরে দেখেন ৷ তিনি অভিযোগ করেন, কিছু বুথে নির্বাচন কমিশনের যথাযথ নিয়ম মেনে ভোটগ্রহণ হচ্ছে না ৷

মীনাক্ষী মুখ্যোপাধ্যায়
মীনাক্ষী মুখ্যোপাধ্যায়
author img

By

Published : Apr 1, 2021, 11:48 AM IST

নন্দীগ্রাম, 1 এপ্রিল :এবারের নির্বাচনের এপিসেন্টার নন্দীগ্রাম ৷ সেখানে সংযুক্ত মোর্চার বাম প্রার্থী মীনাক্ষী মুখ্যোপাধ্যায় ৷ সংশ্লিষ্ট কেন্দ্রে কেমন ভোটপর্ব চলছে তা দেখার জন্য তিনি সকাল সকাল কেন্দ্রের বিভিন্ন বুথ পরিদর্শনে যান ৷ তিনি অভিযোগ তোলেন, কিছু কিছু বুথে এমনভাবে ইভিএম রাখা হয়েছে, যা দেখে বোঝা যাচ্ছে কে কোন প্রর্থীকে ভোট দিচ্ছেন ৷ কোনও ঘেরা জায়গা নেই ৷ এমনকী হাট করে দরজাও খোলা ৷ যাঁরা ভোট দিচ্ছেন , তাঁদের থেকে আন্দাজ 10 পা দূরে পোলিং এজেন্টরা দাঁড়িয়ে ৷ ভোট গোপনে না হওয়ার অভিযোগ তোলেন তিনি ৷

প্রসঙ্গত, 30টি আসনে আজ দ্বিতীয় দফার নির্বাচন হলেও সবার চোখ নন্দীগ্রামের দিকে ৷ এদিন সকাল সকাল নন্দীগ্রামের নন্দনায়কবাড়ে ভোট দিতে আসেন শুভেন্দু অধিকারী ৷ অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ও নন্দীগ্রামের মাটি কামড়ে পড়ে রয়েছেন ৷ দুই যুযুধান প্রার্থীকে নিয়ে আলোচনা হলেও মীনাক্ষীকে নিয়েও কিন্তু আলোচনা কম হয়নি ৷ প্রত্যেকটি স্পর্শকাতর বুথে অপ্রীতিকর ঘটনা এড়াতে রাখা হয়েছে কেন্দ্রীয় বাহিনী ৷ পাশাপাশি রয়েছে রাজ্য পুলিশও ৷ তারপরও যথাযথ নিয়ম মেনে ভোটগ্রহণ কেন হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তোলেন বামপ্রার্থী ৷ যদিও সংবাদ মাধ্যমের সামনে প্রশ্ন তুললেও এবিষয়ে তিনি নির্বাচন কমিশনের কাছে সরাসরি কোনও অভিযোগ দায়ের করেননি বলে খবর৷

আরও পড়ুন :মিঠুনই কি বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী, জল্পনা খোদ মহাগুরুর বক্তব্যে

এখন আগামী 2 মে নন্দীগ্রামে কোন রংয়ের আবির ওড়ে সেদিকেই তাকিয়ে সবাই ৷

নন্দীগ্রাম, 1 এপ্রিল :এবারের নির্বাচনের এপিসেন্টার নন্দীগ্রাম ৷ সেখানে সংযুক্ত মোর্চার বাম প্রার্থী মীনাক্ষী মুখ্যোপাধ্যায় ৷ সংশ্লিষ্ট কেন্দ্রে কেমন ভোটপর্ব চলছে তা দেখার জন্য তিনি সকাল সকাল কেন্দ্রের বিভিন্ন বুথ পরিদর্শনে যান ৷ তিনি অভিযোগ তোলেন, কিছু কিছু বুথে এমনভাবে ইভিএম রাখা হয়েছে, যা দেখে বোঝা যাচ্ছে কে কোন প্রর্থীকে ভোট দিচ্ছেন ৷ কোনও ঘেরা জায়গা নেই ৷ এমনকী হাট করে দরজাও খোলা ৷ যাঁরা ভোট দিচ্ছেন , তাঁদের থেকে আন্দাজ 10 পা দূরে পোলিং এজেন্টরা দাঁড়িয়ে ৷ ভোট গোপনে না হওয়ার অভিযোগ তোলেন তিনি ৷

প্রসঙ্গত, 30টি আসনে আজ দ্বিতীয় দফার নির্বাচন হলেও সবার চোখ নন্দীগ্রামের দিকে ৷ এদিন সকাল সকাল নন্দীগ্রামের নন্দনায়কবাড়ে ভোট দিতে আসেন শুভেন্দু অধিকারী ৷ অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ও নন্দীগ্রামের মাটি কামড়ে পড়ে রয়েছেন ৷ দুই যুযুধান প্রার্থীকে নিয়ে আলোচনা হলেও মীনাক্ষীকে নিয়েও কিন্তু আলোচনা কম হয়নি ৷ প্রত্যেকটি স্পর্শকাতর বুথে অপ্রীতিকর ঘটনা এড়াতে রাখা হয়েছে কেন্দ্রীয় বাহিনী ৷ পাশাপাশি রয়েছে রাজ্য পুলিশও ৷ তারপরও যথাযথ নিয়ম মেনে ভোটগ্রহণ কেন হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তোলেন বামপ্রার্থী ৷ যদিও সংবাদ মাধ্যমের সামনে প্রশ্ন তুললেও এবিষয়ে তিনি নির্বাচন কমিশনের কাছে সরাসরি কোনও অভিযোগ দায়ের করেননি বলে খবর৷

আরও পড়ুন :মিঠুনই কি বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী, জল্পনা খোদ মহাগুরুর বক্তব্যে

এখন আগামী 2 মে নন্দীগ্রামে কোন রংয়ের আবির ওড়ে সেদিকেই তাকিয়ে সবাই ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.